নীল দিগন্ত ছুঁতে চাই আমি,
বাঁধবো নূতন সুখের নীড় ;
সাগরের বুকে ছুঁয়ে যাবে আলো,
দিগন্ত হবে আরো রঙিন ।
@sudeshna
-
শুভ কামনার খোলা চিঠি উড়ে যাক সবার কাছে...
আজি কাছে এসেছে নূতন বৈশাখ,
পুরোনো কে ছেড়ে নূতন কে করুক মহা আহ্বান।
-
অপ্রকাশিত গল্প গুলো গভীর বাস্তবিকতা পায়,
আর, লেখকেরা পায় কেবল নিশ্চুপতা ।-
বাইশ তোমার শুরুর পথে নূতন সৃষ্টি এনো,
পুরোনো মলিনতা মুছে নূতন ভোর এনো।
এগিয়ে যাক এ পৃথিবী সুস্থতার দিকে,
ইচ্ছে পূরণের ডায়েরিটাকে দেব নতুন মোড়কে ঢেকে।
ছেঁড়া বীণার তারটা নতুন করে বেঁধো,
নতুন ভাবে সুর তোলো বাইশের তালে।
মুছে যাক হিংস্রতা , মুছে যাক ভয়,
গর্জে উঠুক একতার সুর, হবে আলোর জয়।
....sudeshna-
বেঁচে ওঠে নূতন প্রাণ যখন তোমার বীণায় সুর ওঠে,
আঁকিবুকি কাটে আমার মন চিলেকোঠার বদ্ধ ঘরে।
sudeshna-
এক মুঠো রোদ্দুর তোমার নামে লিখেছি,
ইচ্ছেগুলোর খোলা চিঠি "তুমি" নামক ঠিকানায় পাঠিয়েছি।
পড়ে দেখো কিন্তু ; পুর্ণ কোরো কিন্তু আমার ইচ্ছেগুলো।
অশরীরি ছোঁয়ায় তোমার পাশে থাকবো আমি , যেমনটা ঠিক আগে ছিলাম।
Sudeshna-
ডুব দিয়েছি মন দরিয়ায়,
তোমার খোঁজে হারিয়েছি
মন হারানোর ঠিকানায় ।
সুদেষ্ণা ❤-
দীর্ঘ বারো বছরের অপেক্ষা, আমোদ প্রমোদ আনন্দ ভুলে কেবল পরীক্ষা দিয়ে যাওয়া।
আজ আমার বাবা মায়ের অপেক্ষার দিন শেষ, সমস্ত অন্ধকার ঘুচিয়ে চলে এলাম মায়ের কোল আলো করে।
সবার মনে খুশির বসন্তের রঙিন মেলা বসেছে , ছোট্ট হাত দুটো দিয়ে ধরে থাকবো বাবা মায়ের হাত ।
আমার মায়ের গর্ভের আমিই লক্ষ্মী ।
এই যান্ত্রিক পৃথিবীতে বাবা মায়ের স্বপ্ন পূরণের দিনগোনা শুরু।
আমার ছোট্ট কাঁধে অনেক দ্বায়িত্ব, মা - বাবার লক্ষ্মী রূপে আমার আগমন।
এগিয়ে যাব, এগিয়ে রাখব আমি, পুরোনো অন্ধকার দিন ভুলে নূতন আলোর দিশা হব আমি।
Sudeshna..-
কখনও যদি বলি
কাছে টানো
রেখে দিও মনের অন্তরের
চিলেকোঠায়।
Sudeshna-
প্রতিজ্ঞা
প্রতিজ্ঞাবদ্ধ জীবনের মায়া ত্যাগ করে চলে গেছে সে । ছেড়ে গেছে কিছু অসম্পূর্ণতা, অশরীরি হয়ে আজও খুঁজে চলে কোনো যোগ্যতাকে ; দায়িত্ব দেবে অনেক , প্রতিজ্ঞার পুরোনো ডায়েরিটাকে নতুন মোড়কে পুনর্লিখিত করবে যে।
sudeshna-