চলে গেছ আমায় ছেড়ে,
দূরে ওই আকাশের তারা হয়ে।
জানো, পৃথিবীটা গোল!
তাই কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখা হবে আমাদের,
তখন জ্বালাতন করব তোমায় প্রচুর,
যেখানে থেকো, ভালো থেকো,
দেখা হবে খুব তাড়াতাড়ি।
অপেক্ষায় আমিও থাকলাম,
তুমিও থেকো কিন্তু!
ভুলে যেও না ॥
- সুদেষ্ণা মাইতি 🍂- Sudeshna Maity
11 APR 2019 AT 8:55