Sudeshna Maity   (Sudeshna Maity)
47 Followers · 1 Following

read more
Joined 23 February 2019


read more
Joined 23 February 2019
20 JUL 2024 AT 1:51

আড়ালে আবডালে ,
পূর্ণিমার আলোয়,
ধুলো পরা খাতার পাতায়।
বার্ধক্যের ভারে হাতে হাত রেখে ,
অমলিন স্মৃতির পাতা উল্টানোয় !
– সুদেষ্ণা মাইতি🍂

-


21 FEB 2024 AT 21:41

"সম্পর্ক" — জীবনের জটিল সমীকরণ !
যদি মিলে যায় মন ;
হয়ে যায় তবে সে খুবই সরল ।।
— সুদেষ্ণা মাইতি 🍂

-


21 FEB 2024 AT 10:25

মা কে নিয়েই লজ্জা !
দামাল ছেলেদের ভালোবাসায় ,
মা আজ অন্যত্র পূজিতা !!
— সুদেষ্ণা মাইতি 🍂

-


20 FEB 2024 AT 22:35

যতন করেছি গোলাপে,
এখন শীতের মরসুমে,
সবই আজ মৃত!!
— সুদেষ্ণা মাইতি 🍂

-


18 FEB 2024 AT 12:03


অপরিসীম ক্লান্তির অবসানে ,
অবসর যাপনে — রোজনামচার অন্যথা ;
ঝগড়া আর খুনসুটি তে বাঁধা পড়ে দুটি মন ,
নতুন করে একসাথে বাঁচার প্রান পায় দুটি জীবন ॥
— সুদেষ্ণা মাইতি 🍂

-


14 FEB 2024 AT 11:17

হলুদ শাড়ির ছোঁয়ায়
নারী হয়ে ওঠে অপরূপা ;
পাশাপাশি দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ ,
আর চোখের চাহনি
প্রথম প্রেমের আবাহনী !!
— সুদেষ্ণা মাইতি 🍂

-


14 FEB 2024 AT 8:45

প্রকাশ পায় অধিকার - বোধ,
মনের গহীনে ধ্বনিত হয় ভালোবাসা,
শিহরণ অনুভব হয় শরীরে!
— সুদেষ্ণা মাইতি 🍂

-


11 FEB 2024 AT 10:18

হাতের উপর হাতটি ধরে
একসঙ্গে পায়ে হেঁটে পথ চলে,
কখনো লেকে বা কখনো প্রিন্সেপ ঘাটে;
ভালোবাসার চাদরে মোড়া কবিতার লাইনে,
বেঁচে থাকুক প্রেম আমাদের জীবনসঙ্গী রূপে।।
— সুদেষ্ণা মাইতি 🍂

-


7 FEB 2024 AT 9:17

শীতের ছোঁয়ায়;
লিখবো তবু তোমার নাম,
মহব্বতের নেশায়!!
- সুদেষ্ণা মাইতি🍂

-


29 MAR 2023 AT 12:22

ভুলতে চাওয়া প্রথম উপায়!
পারে না তবু দুজনের কেউ ভুলতে,
মিথ্যা মিটিয়ে দুজনের কাছে আসতে।
ফিরে আসে নতুন ভালোবাসার ডালিতে,
ফিরিয়ে নেবার নতুন প্রচেষ্টাতে!!
- সুদেষ্ণা মাইতি 🍂

-


Fetching Sudeshna Maity Quotes