কাল তুমি প্রেমিক ছিলে আজ অভিজ্ঞতা 🥀
-
Hum tum kitne paas hain
Kitne door hain chaand sitare
Sach poochho to man ko
Jhoote lagte hain yeh saare
Magar sachche lagte hain
Ei dharti ye nadiya yeh raina
Aur tum.......
-
এক বিকেলের দেখা
সেই যেদিন আমাদের দেখা হয়েছিল
অনেকটা না পাওয়া সেদিন পাওয়া হয়েছিল
বাইকের ব্যাকসিটে বসে কেঁপে ছিলাম আমি
তোর বুকেও বোধহয় ঝড় উঠেছিল
আমরা চুপ ছিলাম আর গুনছিলাম মূহুর্ত
মাথা কষছিল ঠিক ভুলের অঙ্ক
আর মন আমাকে কেন জানিনা বাঁধতে চেয়েছিল
ফুরিয়েছিল একটা বিকেলটা এক নিমেষেই
তবুও না পাওয়াগুলো যেন অনেকটা পাওয়া হয়েছিল
তুই এখন অনেক গভীরে, আমার ভেতরে
অবিরাম অবিরত
ভেতরেই বাঁচ আমাকে বাঁচাস
শুধু বাকীটা ব্যক্তিগত
সুচিত্রা-
অবাস্তব কথার ভিড়
পাগল কাকে বলে?
জেনে বুঝে ঝাঁপ দিচ্ছি আগুনে
পুড়ছি, কাঁদছি, বুঝছি তবু মানছি না
আস্ত একটা চাঁদ, গোটা একটা রাত
তোর চোখের ক্লান্ত হওয়া শূন্যতা
আমায় শান্তি দিচ্ছে না
বারবার সরে যাস, কি জানি কি খুঁজে পাস
আঁকড়ে ধরিস মিথ্যেটাকেই
ছায়া হয়ে যদি থাকতিস আমিও হতাম ছবি
নিঝুম একা সন্ধ্যেগুলোয় তুই নেশা হতিস আমি কবি
তাপ বাড়ছে, আমি জ্বলছি
তবু মুখে কিছু বলছি না
মুখোশ খুলে আয় ভিজিয়ে দে আমায়
কথা দিচ্ছি এ হাত আমি ছাড়ব না
-সুচিত্রা
-
স্বপ্নেই থাক তুই
জানিস, স্বপ্ন দেখায় কোনও বাধা নেই
কত রাতে তুই আমার হোস, আমি তোর
গল্প-আদর-হাসি আর এক ফিল্টারে টান
মাঝমাঝি গুলিয়ে যায় বাস্তবটাই
কথা হয় কত কত, স্বপ্নেই মন স্বপ্ন দেখে আবার
খুব নিরাপদ থাকি তুই-আমি
তারপর ঘুম ভাঙে
সরতে থাকে বালি
কথারা হারিয়ে যায় কোন দেশে
চুপচাপ- অন্ধকারে অনুভূতি ভাঙে খান খান
স্বপ্নে তুই আমার মতো আমিই গড়ি আমিই ভাঙি
তুই ওই গভীরেই ঢুকতে থাক
আলাদা হতে দেবো না
সুচিত্রা
-
এ বিশ্ব শিশুর বাসযোগ্য নয়
জানিস আমার মন ভালো নেই
একদম মন ভালো নেই
কাল সারাটা রাত ঘুমোতে পারিনি তোর কথা ভেবে
বারবার তোর কষ্টটা যেন
নিজের মধ্যে অনুভব করছিলাম
মনে হচ্ছিল, আমি যদি মা হতাম আর আমার সঙ্গে যদি এমনটা হত
চমকে উঠেছিলাম,
মাথা ঝিমঝিম করছিল
বুক ফেটে কান্না আসছিল
বুকের ভিতরটায় একটা ব্যাথা মোচড় দিচ্ছিল
বুঝতে পারিসনি বল মানুষ জাতটা এতটা ইতর, নৃশংস
কি করে বুঝবি? তোরা কী আর মানুষের মতো ছল করতে জানিস
খিদের জ্বালায় ছুটে এসেছিলিস মানুষের কাছেই
তবে এ যে মানুষ রে.........
বোম ভর্তি আনারসটা ছুঁড়ে দিল তোর দিকে
আর তুই কিছু না বুঝেই খেয়ে ফেললি ওটা
তারপর তুই বুঝলি এবার মৃত্যু আসন্ন
তোর মুখের ভেতরেই ফাটতে থাকল বোমাগুলো
বাপরে, আমি ভাবতেও পারছি না ঠিক কতটা যন্ত্রণা হয়েছে তোর
রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল তোর শরীর
কিন্তু তুই তো মা, শুনেছি মা হবার পরই নাকি আলাদাই শক্তি আসে শরীরে
তাই সবটা বুঝে ওই যন্ত্রণা নিয়েই ছুটে গিয়েছিলি জলাশয়ের দিকে
যাতে তোর পেটের টার ব্যাথ্যা না লাগে
তবুও কারোর ক্ষতি করিস নি
যেন বুঝিয়ে দিয়ে গেলি
তোদের সঙ্গে আমাদের পার্থক্য়টা
তোর দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জল,
তবুও তুই সব যন্ত্রনা চেপে
দাঁড়িয়ে ছিলি চুপচাপ
আর মনে মনে বলছিলি,
'এই বিশ্ব শিশুর বাসযোগ্য নয়
তাই অবশেষে সব কাজ সেরে
আমি হলাম ইতিহাস'৷
#সুচিত্রা-
জলছবি
ফুল ঝরে, এজলাসে
নামে কান্না
পৃথিবীর বুক জুড়ে
বড্ড একঘেয়ে সেই গান
আবেশে মন ভাসে
প্রান্তরে কোন দূরে
আজ হাতড়াই স্মৃতি কার
সেই রাতে দূরে কোন আলো
এখুনি সব যাবে নিভে
আমি থাকব, আর ভাবব
সেই স্যাঁতসেঁতে রাত খুঁজব
আর আঁকব তোর জলছবি।
সুচিত্রা
-
একাকী অবসর
এলোমেলো রাত
সময়ের অসীম সাগর
অলস ঢেউয়ের গর্জন
মুঠোফোনের বাড়াবাড়ি
আর দিনযাপন অবসরেই
-
বাকী আছে যা...
বাকী আছে,
তোর সঙ্গে কথা বলা বাকী আছে
বাকী আছে স্পর্শ
বাকী আছে পড়ন্ত বিকেলের রোদে
তোর চোখে ঠোঁট রাখা
বাকী আছে সিসিডির কফিতে উষ্ণ চুমুক
কাউন্টারে টান, আর অনেক বোঝাপড়া
বাকী আছে।
চল না খুঁজবি?
হারিয়েছে যা সব
প্রেম, আদর, কান্না, কথা
অনিশ্চয়তার পাড়ে বসে
সময়ের তারা গুনবি?
আজ ভুলতে পারি
হিসেব নিকেশ ঠিকের যা সব
একনিমেশে মাখতে পারি গন্ধ
মাথার ভিতর বোঝার বোঝা
সরিয়ে রেখে
বুঝতে পারি তোকে
সুযোগ দিবি?
ভয়ের চাদর সরিয়ে রেখে
সুযোগ দিবি?
সাহস রঙে এঁকেই ফেলনা
বাকী আছে যা।
সুচিত্রা
-
ইচ্ছে হিসেব
ঘড়ির কাঁটায় ২টো ২১
ঘুমিয়ে কাদা পাশের ঘর
বাইরে সব স্তব্ধ। ঝড়ের আভাস পাই
ঝগড়াঝাটি ইচ্ছা-অনিচ্ছার
বড্ড জটিল সে হিসেব
মিলবে না জানি।
বন্ধু বেলার সেই প্রেমিক হারিয়ে গেছে ভিড়ে
হাত বাড়ালেই মিলিয়ে যায় ছায়ার মতো
রাততারা টা পাগল বড়
চোখ বোজে না আমার মতই
যেন জেগে থাকার রেষারেষি
উথালপাথাল স্মৃতির মাঝে মনকেমনের ডিঙি
উচিত সবের হইচইতেও আমার পাগলামী।
দুমড়ে মুচড়ে বাক্সবন্দি মন
এড়িয়ে যাওয়াই হোক তখন
আমি আবার শুধু 'স্বপ্ন' দেখব নিয়ম করে।
সুচিত্রা-