Suchandra Paul   (Suchandra Paul)
46 Followers · 33 Following

Joined 17 September 2018


Joined 17 September 2018
19 APR AT 17:04

বর্ষশেষের বিদায় ধ্বনি বাজে
আগুনরঙা পলাশের বনে,
নির্জন গোধুলিবেলায়
চুপিসারে তরী ভেসে যায়
নতুন দিনের অন্বেষনে।।

সাঁঝ আকাশে উঁকি দেয়
রাশি রাশি সাদা তারা,
বর্ষশেষের ছন্দে
সুখে দুখে ভালো মন্দে
বয়ে চলে জীবননদীর ধারা।।

-


8 FEB AT 11:26

জীবন একটা অভ‍্যেস। ছকে বাঁধা জীবনে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে মানুষগুলোই কখন যেন হারিয়ে যায়। তখন শুধুই স্রোতে ভেসে চলা।

-


24 JAN AT 15:46

হাসির আড়ালে লুকিয়ে থাকে
বুকের হাজার ক্ষত;
হাসি ছড়ায় সকল দিকে,
কষ্টটা একান্ত ব‍্যক্তিগত।।

রাতের তারা হারায় যেমন
দিনের আলোর গহ্বরে,
জমানো কষ্টগুলো ঢাকা পড়ে
আলগা হাসির চাদরে।।

-


15 JUN 2023 AT 1:12

তিমির রজনী ঘনায় আজি
অমানিশার কালিমায়,
একলা ঘরে রাত্রি যাপন
মন কেমনের সুর গায়।

কিছু তারা জেগে আছে এখনও
ওই দূর নীলিমায়,
কিছু বা হারিয়েছে শর্বরীর
নিকষ কালো মায়ায়।

সেই আঁধারে রাতজাগা স্বপ্নগুলো
চোখের পাতায় বৃষ্টি ঝরায়,
ক্লান্ত মন, শ্রান্ত শরীর জেগে থাকে
নির্জনে, একাকী অপেক্ষায়।

-


28 MAY 2023 AT 13:22

জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন নিজের অবস্থা কাউকে বোঝানোর চেষ্টা করা বৃথা। যে কঠিন পরিস্থিতির মধ‍্যে দিয়ে একজনকে যেতে হয় সেই পরিস্থিতির বাইরে থাকা কারোর পক্ষেই সেটা অনুভব করা সম্ভব নয়। নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, একদম একা।

-


1 MAY 2023 AT 11:05

ভাঙাগড়ার খেলা
©suchandra paul
স্বপ্ন তো আমরা সবাই দেখি, দেখতে চাই
কিন্তু ভুলে যাই স্বপ্ন তো স্বপ্নই;
বাস্তবে তার নেই কোনো ঠাঁই, নেই কোনো পরিচয়
তাই মনের মধ্যে বাসা বাঁধে স্বপ্ন ভাঙার ভয়। যখন সত্যিই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তখন কঠিন কঠোর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে
দিশাহারা হয়ে আমরা ভাবি,
এই জন্যই কি এত যত্ন নিয়ে
স্বপ্নের পর স্বপ্ন সাজিয়ে প্রাসাদ গড়েছিলাম!
একদিন এক ছোট্ট আঘাতে
সব স্বপ্ন ভেঙে যাবার জন্যই কি!
সত্যিই তাই; ভাঙ্গার জন্যই গড়া
এটাই তো জগতের নিয়ম।
স্বপ্ন দেখব, স্বপ্ন ভাঙবে, আবার দেখব;
এভাবেই চলবে ভাঙাগড়ার খেলা।

-


23 JAN 2023 AT 12:32

ভারতমাতার বীর সন্তান
তুমি সুভাষচন্দ্র বোস, @Suchandra Paul
দেশমাতার মুক্তির তরে
তোমার চেষ্টা ছিল নিরলস।

জীবন দিয়ে স্বাধীনতা আনতে
তুমিই তো চেয়েছিলে,
দেশের জন‍্য আজাদ হিন্দ ফৌজ
তুমিই গড়েছিলে।

তুমি নেতাজী, তুমি তেজস্বী
তুমিই সর্বাধিনায়ক,
দেশমাতৃকা ধন‍্য, পেয়ে
তোমার মত দেশনায়ক।

রহস‍্যের আড়ালে হারিয়ে গেলে
হে মহান বীর,
আজও তোমার অপেক্ষায়
সকল ভারতবাসী অধীর।

দেশের জন‍্য করলে তুমি
যে প্রবল সংগ্রাম,
তোমার জন্মদিনে আমরা সকলে
জানাই তোমায় প্রণাম।

-


9 JAN 2023 AT 13:01

শব্দ আর বিপরীত শব্দের মাঝেও
এক পৃথিবী শব্দ থাকে।

যারা প্রিয় নয়, তারা সবাই কি অপ্রিয় হয়ে যায়?
প্রিয় আর অপ্রিয়র মাঝে কত মানুষ তো শুধুই পরিচিত হয়েই আজীবন থেকে যায়।
সুখ আর দুঃখের মাঝে জীবনে কতটা সময়
শুধু নিস্তরঙ্গ বেঁচে থাকার জন‍্যই কেটে যায়।

-


10 NOV 2022 AT 22:38

জীবনে সব স্বপ্ন, সব শখ পূরণ না হওয়াই ভালো;
সব কিছু পূর্ণ হয়ে গেলে বেঁচে থাকার প্রয়োজনটাই ফুরিয়ে যায়।
জীবনের অপূর্ণতাগুলোই আমাদের
পূর্ণতা পাওয়ার আশায় বাঁচিয়ে রাখে।।

-


29 OCT 2022 AT 16:01

অস্তগামী সূর্যের রক্তিম আভা
দিগন্তে ছড়িয়ে পড়ার মুহূর্তে
তোমার দুয়ারে এসে কড়া নাড়ি,
উন্মুক্ত করো দ্বার, ধরো হাত
দাঁড়ায়ে রয়েছি তোমারই প্রতীক্ষায়
দিতে হবে দীর্ঘ পথ পাড়ি।

-


Fetching Suchandra Paul Quotes