Oppo-র Website-এ যেতেই সবকিছু উলটো (opposite) হয়ে গেল।
-
উৎসব অনুষ্ঠানে দামী শাড়ি, মূল্যবান গয়না আমি চাইব না।
চাইব না জন্মদিন, বিবাহবার্ষিকীতে চকচকে কাগজে মোড়া উপহারও,
আমাকে সুখী করার জন্য খুব সামান্য কয়েকটা জিনিসই চাই, জানো?
একটু যত্ন, আদর, প্রশ্রয় আর সময়।-
বিষাক্ত খাবার আর বিষাক্ত মানুষ,
এই দুইয়ের থেকেই দূরে থাকা উচিত,
প্রথমটা শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়,
আর দ্বিতীয়টা মনকে।-
আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়।
ইচ্ছেটাই যখন থাকে না আমাদের,
তখনই নানা অজুহাত খাড়া করি আমরা।-
একশোটা মুখোশধারী বন্ধুদের বৃত্তে থাকার চেয়ে একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষীর সান্নিধ্যে থাকা অনেক শান্তির।
-
কমফোর্ট জোন কেবল তাদের কাছেই হোন যারা আপনার কমফোর্ট জোন,
বাকিদের কাছে ভুলেও হবেন না,
শেষ হয়ে যাবেন, যাস্ট শেষ।-
যদি তোমার সামনে একটাও পথ খোলা না থাকে,
তবে নিজেই রাস্তা বানিয়ে নাও,
কিন্তু ভুলেও আত্মহত্যার কথা মনে এনো না,
আত্মহত্যা করলে সমস্যা থেকে পালানো যায় মাত্র,
সমাধান খোঁজা যায় না।
-
জীবনে আর যাই করুন,
মানুষকে কথা দিয়ে পরে কথার খেলাপ করবেন না,
মানুষকে আশা দিয়ে তাকে নিরাশার অন্ধকারে ডুবিয়ে মারবেন না,
তেতো সত্যি কথা বলা মানুষকে সহ্য করা যায়,
কিন্তু মধুমাখানো মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া মানুষকে শুধু ঘৃণাটুকু ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না।
-
আজকাল মানুষ বড্ড স্বার্থপর হয়ে গেছে!
অন্যের সামান্যতম উপকার করতেও এদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে।
এদের দেখে রাগ হয় না আমার, বরং করুণা হয়,
শিক্ষিত মনের এমন দৈন্যতা দেখে,
বলতে ইচ্ছে হয়, মানুষটা বড্ড গরিব,
শুধু ডিগ্রী আর টাকা ছাড়া আর কিছুই নেই মানুষটার।-
জীবনে উঠে দাঁড়ানোর জন্য অন্যের হাত বাড়ানোর অপেক্ষা কোরো না,
নিজের মন শক্ত করে উঠে দাঁড়াও,
ভরসার জন্য অন্য কাঁধ না খুঁজে
নিজের ওপরেই ভরসা রাখো,
মনে রেখো জীবনের শেষদিন পর্যন্ত তোমাকে একাই চলতে হবে,
একাই লড়তে হবে জীবনযুদ্ধে,
অন্যের ওপর নির্ভরশীল হওয়া ছাড়ো,
নইলে অন্যজন হাত ছেড়ে দিলে, কাঁধ সরিয়ে নিলে মুখ থুবড়ে পড়বে তুমি।-