that the moment was evanescent - here, then gone, like mist in the morning light.
-
বয়সের ভারে শরীর হোকনা কেন ক্ষতবিক্ষত যতো।
মনে সবুজের ভার তো এখনো সেই যৌবনেরই মতো।-
When I feel too tired,
My mother tenders a warm
touch on my head.
Father pats and says that everything is fine,
go ahead, life is a battle field.
Sister comes to me and caresses my eyes.
Brother says, come on bro, I am here.
Wife touches my hair and cascades it
downward from forehead
to back side crossing
the entire head.
Friend extends his hand
with cooperative attitude.
Neighbours extend their helping hands.
Society advises to cross the road carefully.
Nature teaches me to overcome
the tiredness of your own accord.
Receiving all these cooperative attitudes,
I am inspired to go ahead with enthusiasm.
-
"Life's Philosophical Attitude"
Helping someone who has no support in life, brings more peace and fulfilment than all other achievements.-
"Poetry and Poet"
By Subrata Bhattacharya
Poetry comes from an idea.
An Idea comes from a formulated thought.
A thought comes from observation of nature's beauty and catastrophe.
And from experience of love, loss, joy and sorrow, as well.
Observation and experience give birth to assortment of emotions.
An emotion wants the heart to open its window.
The window allows emotions
to come out taking help of soulful words.
Soulful words play role of bricks.
Bricks are one of the key elements in making a beautiful house.
This house is suitable for sentences to reside in.
These sentences decorate the house with feelings.
These feelings interpret emotions.
And it is the house of poetry.
The whole process to build up this house is a beautiful creation
by applying inner strength of a poet
who gives birth to a poetry.
Thus, it is a mark of honour
to the poet,
father or mother of poetry.
That's why, both poet and poetry are gifts of God
and immortal in this universe.-
Poetry comes from thoughts.
A thought comes from observation of nature's
beauty and catastrophe.
It comes from life's fighting against fear of death as well.
Observation gives birth of emotions.
An emotion wants the heart to open its window.
The window allows emotions to come out
taking help of soulful words.
A soulful word plays role of bricks.
These bricks make a beautiful house.
This house is suitable for sentences to reside in.
These sentences generate feelings.
These feelings need to interpret emotions.
Thus, a poet gives birth of a poetry.
It is a mark of honour
to the father of poetry.
That's why, a poet is a gift of God.
-
অনুরাগ অপেক্ষার ঘরে সাধনার অধীনস্থ।
অপেক্ষা অনুরাগের শুদ্ধতা নিরিক্ষনে তৎপর।
অনুরাগ অপেক্ষার ক্ষমতার মাপকাঠির সীমানা ছুঁতে চায়।
অপেক্ষাও চায় পেতে অনুরাগের ছোঁয়া তার স্বীয় সীমান্তে।
অনুরাগ আর অপেক্ষা - এরা যে একে অপরের আপেক্ষিক!
প্রীতি লাগি বিরহ অনুভূতির দল পুঞ্জে পুঞ্জে ধেয়ে আসে।
চোখের কোণ থেকে ঘনঘোর বাদল ধারায় সব ধুয়ে মুছে উধাও।
টুকরো টুকরো সুখ দুঃখের মিশ্রিত ছায়াতলে অনুরাগের কাতরতা।
সূর্যের প্রখরতায় ছায়ার পরিধি হলো হ্রাস।
মান-অভিমানে সাজানো গুচ্ছ আবেগের আগমনে অনুরাগ বিচলিত।
কালবৈশাখীর ঝড়ে ভেঙ্গে যায় অপেক্ষার সব শাখা প্রশাখা।
সময়ের পথের দৈর্ঘ্য হলো অপেক্ষার মাপকাঠি।
উঁচুনিচু দুর্গম দূর্বিসহ পথের অতিক্রমণ যে অনিবার্য!
গোলাপকে পেতে গেলে কাঁটা তো লাগবেই।
অপেক্ষার ক্ষমতা মাপা হলো শেষ,
অপেক্ষাকে লাগলো অনুরাগের ছোঁয়া।
জেগে ওঠে কী অদ্ভুত সুখানুভূতির শিহরন!
-
"যৌবনের উন্মেষ"
চোখের চাউনি দিয়ে
যেদিন ঈঙ্গিত করেছিলে তুমি।
রাখতে যে পারিনি চোখ
তোমার চোখে সেদিন আমি!
ঠোঁটের ফাঁকে মুক্তমালায় ছিল
তোমার রঙিন প্রেমের ঝলক।
বুঝতে পেরেছিলাম, তাইতো ন'ড়ে
উঠেছিল আমার টনক।
ইচ্ছে ছিল ডুব দেওয়ার
তোমার প্রেমের ঐ রঙ সাগরে।
তবুও এড়িয়ে গিয়েছিলাম
পাশ কাটিয়ে লাজুক পায়ে, চোখ নামিয়ে।
লজ্জা ছিল, ভয় ছিল, পাছে ডুবে না যায়
তোমার প্রেমসাগরে।
যদিও জ্বলছিল প্রেমের আগুন
বুকের ভিতরটা জুড়ে।
- সুব্রত --
"SPONTANEOUS"
I asked the Time,
"Can you stop for a while?"
Time answered,
"Life is constantly flowing."
I asked the Life,
"Can you stop for a while?"
Life answered,
"The Earth revolves around the Sun."
And then,
I asked the Earth,
"Can you stop for a while?"
Earth answered with deepness,
"The apocalypse is very terrifying."-
স্বতঃস্ফূর্ত
সময়কে জিজ্ঞেস করলাম,
"তুমি কি একটু থামতে পারবে?"
সময় বলল,
"প্রাণ নিরন্তর বহমান।"
প্রাণকে জিজ্ঞেস করলাম,
"তুমি কি একটু থামতে পারবে?"
প্রাণ বলল,
"পৃথিবী সুর্যকে প্রদক্ষিণ করে।"
পৃথিবীকে জিজ্ঞেস করলাম,
"তুমি কি একটু থামতে পারবে?"
পৃথিবী বলল,
"প্রলয় খুব ভয়াবহ।"
- সুব্রত --