18 DEC 2017 AT 6:17

গান শোনাল ভোরের পাখি,,
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি,
এবার একটু খোল আঁখি…
কেটে গেল রাত্রি কাল,
তোমায় জানাই শুভ সকাল।

- পথপ্রদর্শক (SSB)