আজকে শুভ বিজয়া দশমী,
আবারও আমন্ত্রণ রইল আগমনী।
যদিও অপেক্ষার ৩৫০দিন বাকি,
আবারও দিন গুনতে থাকি।
এবারের সমস্তস্মৃতি করতে থাকো রোমন্থন,
আগে থেকেই জানিয়ে রাখি আগামীর নিমন্ত্রণ।।
~সুব্রত (পথপ্রদর্শক)
-
পেজাতুলার মতো মেঘ ঘোষণা করছে,
ঋতুরাণী শরৎ-এর আগমন তো হয়েইছে।
শিউলিফুলের মিষ্টি সুবাস বলে দিচ্ছে,
চারিদিকে পূজার আমেজ ছড়িয়ে পড়ছে।
~ সুব্রত (পথপ্রদর্শক)-
একজন নারী একজন পুরুষকে জন্ম অবশ্যই দেয়, কিন্তু সে নিজে সারাজীবন তার বাঁধনেই জড়িয়ে থাকে। কখনও স্ত্রী হয়ে স্বামীর আজ্ঞা পালন করতে হয়, আবার কখনও কন্যা হয়ে পিতার।
দিনের ভোজন কি হবে সেটা স্ত্রীরা ঠিক করেন। সন্তান কি খাবে, কি পরিধান করবে সেটাও স্ত্রীরাই ঠিক করেন। কিন্তু যখন নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন চুপ করে থাকতে হয় নয়তো পুরুষের সিদ্ধান্ত মানতে হয়।
[চুপ করে না থেকে প্রত্যেককেই সঠিক সময়ে নিজের সঠিক অধিকার প্রাপ্ত করতে হয়। পুরুষের কর্তব্য নারীদের সন্মান করা।]-
আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস
ভা ~ ভালোবাসো সকলকে
র ~ রক্ষা করো সবাইকে
ত ~ ত্যাগ করো দেশের জন্য-
সূর্যের প্রকাশ যেমন কেউ আটকাতে পারে না তেমনই সত্য ও সন্দেহ কখনই লুকিয়ে রাখা যায় না, সত্য ও সন্দেহ সর্বদা প্রকাশিত হবেই।
-
যারা আমাদের সন্মান করে তাদের সম্পর্কে কটূশব্দ ব্যবহার করা বা তাদের তিরস্কার করা দুষ্কর্ম। সৎকর্মের দ্বারা তাদেরকে সন্মান ও সহায়তা করা উচিত।
-
রূপ, রং ও শরীরের প্রেমের
থেকে অধিক দরকার ব্যক্তির
নিজের প্রতি প্রেম।-
একজন কন্যা তার পিতার ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করে কারণ সে জানে একজন পিতাই একমাত্র পুরুষ যে তার কন্যাকে কষ্ট পেতে দেখতে পারবে না।
-সুব্রত বসাক-
শুভ নববর্ষ
গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে নতুন বছর প্রারম্ভ করলাম।
আনন্দ ও ভালোবাসার সহিত নতুন বৎসরকে স্বাগত জানাই।
- সুব্রত বসাক-