চারিদিকে যখন প্রপোজ ডে নিয়ে শোরগোল পড়ে গেছে৷ঠিক সেই মুহূর্তে পিয়ালী অধীর আগ্রহে চেয়ে রয়েছে কখন তাঁর প্রিয়টির ভাষাটি ফোনের ওপার থেকে কানে ভাসবে৷আসলে আমরা বেশিরভাগ যেটা বুঝি যে সামনা-সামনি থাকলেই শুধু অনুভূতির আদান প্রদান হয় কিন্তু একটু যদি গভীরভাবে ভাবা যায় তাহলে বোঝা সম্ভব যে ফোনের ওপার থেকেও অনুভূতির আদান প্রদান হয়৷যেখানে থাকে এক আলাদা অনুভব ৷কথায় আছে না যে "দূরত্বের ব্যবধান বাড়বে যত,মনের টানেও অনুভূতি গভীর হবে তত||
-
ভালোবাসার জন্য আলাদা করে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না,
প্রতিটা দিনই আমাদের কাছে ভালোবাসা নানা রূপে ধরা দেয়,
সেটা হতে পারে মায়ের প্রতি সন্তানের,
কিংবা হতে পারে প্রেমিক -প্রেমিকার দুজনের,
হতে পারে স্বামীর প্রতি স্ত্রীর
ভালোবাসা জুড়ে থাকে গভীর|
ভিন্ন রূপে ভিন্ন অবস্থায় ভালোবাসা ভেসে বেড়ায়,
জীবনে চলার পথে নানা ভাবে আমরা ভালোবাসা পেতে চাই||
-
তুই না পুরুষ মানুষ কষ্ট আবার কিসের,
যার কাঁধে জুড়ে থাকে ভার নানা দায়িত্বের,
তুই না পুরুষ মানুষ রাখতে নেই অশ্রুজল,
মুখেতে হাসি রেখে রাখতে হবে মনে দৃঢ় মনোবল,
তুই না পুরুষ মানুষ থাকতে হবে বটবৃক্ষের মতো,
যে ছত্রছায়ায় প্রাপ্তি হয় শীতলতা নেই কোনো ক্ষত,
তুই না পুরুষ মানুষ সকল প্রতিকূল পরিস্থিতির মাঝে,
গভীর উপলব্ধিতে থাকতে হবে মিশে,
তুই না পুরুষ মানুষ যার আগলে রাখার ক্ষমতায়,
বিষাদের প্রহর গুলো নিমেষে দূর হয়ে যায় ,
তুই না পুরুষ মানুষ হাজার কষ্টের মাঝে নিজও দায়িত্বে জুড়ে থাকে,
হৃদয় জুড়ে সকল প্রিয়জনকে পরম যত্নে আগলে রাখে||
-
"তুমি মা ঘন আঁধারের মাঝে নব শক্তির আলো,
অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির শিখা মনে জ্বালো"||-
"ঘরে ঘরে চলছে আজ লক্ষীর আরাধনা,
পূর্ণ করো মা তুমি সবার সকল বাসনা"||-
বছর ঘুরে এসেছে ফিরে আবার দূর্গা মা,
দূর করো জীবনের সকল দুঃখ বেদনা,
তোমার আশীর্বাদে সবার রঙীন হোক জীবন,
আনন্দে মেতে উঠুক বিশ্বভুবন,
তোমার চরণে জানাই শ্রদ্ধা ও নিবেদন,
শুভ শারদীয়ার জানাই শুভেচ্ছা ও অভিনন্দন||-
"প্রকৃত শিক্ষক বলতে ওতো প্রতভাবে মাকে বোঝায়
যার কোলেতে প্রথম জ্ঞানের হয় উদয়"||-
শিক্ষা মানে অন্ধকারকে করে দূর,
জ্ঞান ভান্ডার করতে হবে রপ্ত প্রচুর,
শিক্ষা মানে জীবন যুদ্ধে এগিয়ে আসার মন্ত্র,
বিবেকের সাথে বুদ্ধির এক কঠিন অস্ত্র,
শিক্ষা মানে নতুন করে বাঁচতে আবার শেখা,
কঠিন সংঘর্ষের মাঝে নব এক পৃথিবী গড়তে দেখা,
শিক্ষা মানে আশার অফুরন্ত আলো,
জীবনের সকল শিক্ষক থাকুক অনেক ভালো||
-
রক্ত ভেজা মাটিতে আজ ও মিশে আছে,
শত শত বীরের সেই স্লোগানের শেষে
মনেতে অটুট বিশ্বাস নিয়ে,
রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল শেষ রক্তবিন্দু দিয়ে,
একটায় স্লোগান ভাসছিল আকাশে বাতাসে,
থাকবো না আর গোলাম হয়েউড়বো স্বাধীন হয়ে ভেসে,
বিক্ষোপ আর প্রতিবাদের আগুন উঠলো জ্বলে মনে মনে,
আমাদের এই অবদান থাকবে সবার স্মরণে,
অটুট মনোবলে উঠলো জেগে সাহসিকতা,
পেলাম আমরা রক্তক্ষয়ীর পূর্ণ স্বাধীনতা||
-