Subinoy Sinha   (Venom)
25 Followers · 7 Following

23 DEC 2024 AT 15:07

এই শহরে বৃষ্টি নামুক ঝেঁপে,
ভালোবাসা হোক অফুরান, না মেপে।

ছেড়ে যায় কেউ, কেউবা ফেরে ঘরে,
ভিজুক শহর, এই প্রেমের ডিসেম্বরে।

সুটকেস ভরা যত শূন্যতা আজ,
মিটিয়ে ফেলুক যত কাজ - অকাজ,

সন্ধ্যা নামুক মনখারাপের জ্বরে,
ভিজুক শহর, এই প্রেমের ডিসেম্বরে ।।

-


5 APR 2022 AT 12:49

ঠিকানা যার বদলে গেছে অন্য পথের বাঁকে
দিনের শেষে আজও কেন, খুঁজছো তুমি তাকে ?

-


4 APR 2022 AT 0:44

আমি তোমার হাতেই হাত রেখে প্রেম শিখেছি.. তুমি জানো,
আমি এসেছি.. আবার তোমার কাছে.. তোমায় বাসতে ভালো,
আমি হয়তো সেদিন পথ ভুলে.. গেছি তোমায় ছেড়ে
আমি এসেছি আবার তোমার কাছে তোমাকেই ফিরে পেতে ।।

-


8 FEB 2022 AT 16:59

স্বপ্ন গুলো রং পাতালো
ইচ্ছে দিলো ডাক..
তোমার আমার প্রেমটা নাহয়,
Propose বিহীন-ই থাক ।।— % &

-


9 DEC 2021 AT 22:53

দেখা হোক পাতাঝরা কোনো এক বসন্ত শেষে,
যেখানে অতীতের দম্ভ, ভবিষ্যতের দহনে মেশে ।

-


29 JUN 2021 AT 19:43

শহরে তখন তুমুল বৃষ্টি,
শেষবার প্রেমে পড়েছি যবে...
প্রতি বসন্তে প্রেম আসেনি ঠিকই,
প্রতি প্রেমে বসন্ত এসেছিল তবে।।

-


20 JUN 2021 AT 1:19

আমরা ভালোবাসতে জানি..

কিন্তু কখন কাকে কতটা ভালোবাসা উচিত,
সেটা আমরা জানি না ।।

-


6 JUN 2021 AT 22:12

তুমি আর আমি
বর্ষাকালে পাহাড় ভ্রমণ

Background Music -
barsega saawan jhoom jhoom ke..

-


19 APR 2021 AT 20:37

তুমি আমার কবিতা গুলো মিলিয়ে নিতে পারো,
ছন্দটা আমার ব্যক্তিগত, গল্পটা অন্য কারও ।।

-


19 APR 2021 AT 20:30

ভালো আমি নাইবা বাসি
তোমার প্রেমে এখনো পরিনি,
তোমার কথা শুনতে রাজি
এখনো তোমায় ভালোবাসিনি ।।

-


Fetching Subinoy Sinha Quotes