তোমার এই আলো ঝলমলে শহরের ,
ছায়া মাখা এলোমেলো পথ ধরে ,
রঙিন স্বপ্নের হাতছানি দূরে ফেলে ,
এ শহরের গলি আর ভাঙ্গা পিচরাস্তায় ....
হাঁটতে কজন চায় বলো ?
কফি - রোস্ট মাংসের গন্ধ আর...
হলদে আবছা আলোর মায়ায়..
আটকে থাকা চেয়ার খানা ছেড়ে ,
উঠে চলে যাওয়ায় সাহস কজন দেখাতে পারে ?
কজন পারে...
সময়ের আগে সময়ের সাথে দুপা চলতে ?
যাদের কথা হয়েছিল এই পথ চলার ,
এই রাতে একসাথে...
হেলে দুলে চলা শেষ বাসে ...
উঠে অজানায় পৌঁছে যাওয়ার ,
না তারা আর পৌঁছাতে পারেনি ।
কারণ ?
কারণ - কজন হাঁটতে চায় বলো একসাথে....
এক রাস্তায় ?-
আর হ্যাঁ আমি মুর্শিদাবাদী 😂
লিখতে ভালোবাসি , লেখা পড়তে আরো ভালোবা... read more
বৃষ্টি হেথায় অঝোর ধারায় ঝরে,
নদীর স্রোতে তবুও নেই গতি ,
ভালোবাসায় বাঁচুক সবাই আজি,
স্বার্থে না হয় একটু হল ক্ষতি ।
বৃষ্টি হেথায় অঝোর ধারায় ঝরে,
চাতক তবু জলের আশায় রয় ,
কাছে টেনে নাও তাদেরকে আজ ,
যাদের স্বপ্ন জুড়ে একরাশ ভয় ।
বৃষ্টি হেথায় ঘুমায় মেঘের কোলে ,
ডেকোনা এখন আর তাকে ,
ঘুম মানে তো না দেখা কিছু স্বপ্ন,
অঝোর ধারায় ঝরুক ঘুমের ফাঁকে ।
বৃষ্টি হেথায় মেঘকে ভালোবাসে ,
মেঘের আলিঙ্গনে সৃষ্টি সুখ ,
কিসের দুঃখে দুঃখী তুমি বলো ,
বৃষ্টি শেষে মেঘেরও ফাটে বুক ।
-
যে প্রতিশ্রুতি বিশ্বাসঘাতক বানায় ,
দরকার নেই সেই কথা দেওয়ার ,
যার যেখানে যাওয়ার কথা আছে -
সময় তবে এখন সেখানে যাওয়ার ।
কথা দেওয়ার ভিড়ে হারিয়েছে আজ ,
মিথ্যে কিছু দিনের অজানা গল্পরা ,
প্রতিশ্রুতি আমি আজও দিয়ে যাই -
কিন্তু আর হবে না তোমার ঘরে ফেরা ।-
কখনো টুপটাপ বৃষ্টির মত ঝরে পড়া -
আবার কখনো,
সকালের তুলো মেঘ হয়ে ভেসে বেড়ানো ,
আমাদের এতেই দিন চলে যায় ,
বিকেলের দমকা হাওয়ায় -
গুমোট ভাব কমে কিছুটা ,
ভাবতে ভাবতে সন্ধ্যে নামে ঘাটে ,
এবার ফেরার পালা ,
সেই একঘেঁয়ে বারান্দায় ,
আবার ঘাঁটাঘাঁটি করতে হবে ,
টেবিলে জমে থাকা ফাইল গুলো ,
একরাশ দুঃখ -আর হতাশায় যা ভর্তি ,
আবার কখনো অন্যমনস্ক হয়ে হিসেব কষি ,
একটাও অঙ্ক মেলেনি আজ অব্দি ,
তবু দরজার পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত ভাবি ,
তারা এসে এখনো কেনো দাঁড়ালো না ?
-
চাঁদের আলোয় মোড়া এক খানা সাদা খাম ,
এক ধবধবে সাদা পায়রার ডানায় বেঁধে দিয়ে ,
তোমার ঠিকানায় বেনামে পাঠিয়েছিলাম ,
ভেবেছিলাম তোমায় যা যা এখনো বলিনি,
তার সবটা হয়তো তোমার জানা হল আজ ,
সত্যি কি আজও সবটা লিখতে পেরেছিলাম ?
-
আমি বয়ে যায় বিপরীত স্রোতে ,
দূরত্ব বাড়ে মনের অমতে ,
কল্পনায় তবু থাকি পাশাপাশি ,
হৃদয়ের যেন আরো কাছে আসি ।
-
গল্পটা শুরু হয়েছিল এক অচেনা রাস্তায় ,
গল্পটা যদিও ঠিক গল্পের মত ছিল না ,
ছিল বলতে না পারা এক অর্ধসমাপ্ত উপন্যাস ,
যার প্রতিটি রন্ধ্রে মিশে ছিল অভিমান ।
গল্পটা সেদিন শেষ হয়ে যেতেও পারতো ,
পারতো সে মেঘ হয়ে এক পশলা বৃষ্টি নামাতে ,
কিন্তু সে চেয়েছিল শেষ লাইনটা জানতে ,
গল্পটা আজও সম্পূর্ণ হয়নি অজ্ঞাত কারণে ।
গল্পটা শেষ হতে চেয়েছিল রাস্তার শেষ বাঁকে এসে ,
সে চেয়েছিল তার একটা সুন্দর নাম হোক ,
সবার মুখে মুখে ঘুরবে সে নাম ,
অথচ আজও সে অসমাপ্ত , অপ্রকাশিত ।
-
বৃষ্টি এখনো আগের মতই ঝরে ,
টুপ টাপ শব্দে সুর ওঠে মনের তানপুরায় ,
স্নিগ্ধ ভেজা বাতাসে শুদ্ধ হয় দূষিত ফুসফুস ,
কল্পনার জাল বুনি মেঘেদের আসা যাওয়ায় ।
-
কিছু কাব্য না বলায় রয়ে যাবে ,
কিছু ইতিহাসের পাতায় উই লেগেই থাকবে ,
কিছু স্বপ্ন গড়তে গিয়ে গড়ে উঠবে কিছুটা ভালোবাসা ,
আর সেদিন প্রতিদ্বন্দ্বিতার জায়গায় মনুষ্যত্ব জাগবে ।
সেদিন আকাশে আবার সূর্য রঙিন হবে ,
জুঁই ফুলের গন্দে ম ম করবে সন্ধ্যার উঠান ,
রাতের জোনাকির আলোয় রঙিন হবে লেবু পাতারা ,
না পাওয়ার ক্লেশে মন করবে না আর আনচান ।
-