"সাগরকে কষ্ট দেওয়া যায়না, ওকে নিঃস্ব করাও যায় না, তার অসীম ভান্ডার শূন্য করা যায় না । সে অন্যের গ্লানি নিয়ে ভাসতে ক্লান্ত হয় না ।
কিন্তু সমুদ্রকে এর জন্য বিশাল তুফান বুকের মধ্যে রোজ বয়ে নিয়ে চলতে হয়।"
~ শুভদীপ
-
হিন্দু সনাতন 🙏
Indian ; college student .
Live- RAMPUTHAT, Birbhum , West Bengal read more
FATHERS' DAY
F : Fear to Friend
A : Angry to Assist
T : Teacher to Tutelar
H : Help to Hospitality
E : Encourage to Evaluate
R : Resource to Responsibility
-
A Sad past is Less Sad in Present.
But ...
A SWEET Past becomes more PAINFUL in the Present.
-
মন্দিরের চূড়ায় "ত্রিশূল" শুধুই কী সৌন্দর্যতা ? নাকি বৈজ্ঞানিক ?
~ ত্রিদেব-
- বন্ধু হবে ?
-- হ্যাঁ হতেই পারি, কিন্তু কেনো?
- দেখো যদি বন্ধু হতে গেলে কেন 'এর কারণ লাগে তাহলে তো স্বার্থ থাকবে ।
-- কিন্তু বন্ধু হওয়ার তো কিছু কারণ থাকবে ?
- না বন্ধু হতে কারন লাগে না , ইচ্ছে লাগে আর বাকি টা সময় বলে দেয় ।
-- তাই ?
- অবশ্যই । আজ যদি কারন জিজ্ঞাসা করে বন্ধু হতে হয় তবে কারন ফুরোলে বন্ধুত্ব তো চলে যাবেই, এটাই সাভাবিক । তখন কেন বন্ধু'র দোষ হয় ?
~ শুভদীপ (মজুমদার)
-
অসুখ - কষ্ট বা মনখারাপ
উপসর্গ - কান্না
সমাধান - পরিত্যাগ
~ শুভদীপ (মজুমদার)
-
কত মানুষের সাথে মুখোমুখি হতে হয়েছে, কত মানুষের সাথে পরিচয় হয়েছে, বন্ধু হয়েছে দূর থেকেই।
সবার খোঁজ নাই, চিনি না বেশি, হয়তো সম্ভব নয়। কত মানুষ আছে না আছেই ভাবছি কিন্তু খবর পাইনা।
সবাই কি ভালো আছে?
সেটা জেনে হয়তো আমাদের তেমন প্রভাব পরেনা! কিন্তু মুহূর্তে নাড়িয়ে দেয়, আর হঠাৎ করেই প্রভাব পরে যখন মনে হয়, সবাই কি আদেও আছে ?
~ শুভদীপ-