সময় স্রোতে হারিয়ে যাওয়া একলা রাজকন্যে,
ভীষন শীতেও বৃষ্টি আসে হয়তো তারই জন্যে। ❤️-
কোনো এক শীতের কুয়াশা মাখা ভোরে
তোমার সাথে আমার আবার দেখা হবে প্রিয়,
ভালোবাসা শহর জুড়ে নিলাম করে এসে,
সেদিন নাহয় আমায় একটা খোলা আকাশ দিও।
-
মায়ার টানে আটকে থেকোনা প্রিয়,
তোমার প্রিয় উপন্যাস এর নায়িকা আমি নই।
আমি তো বইমেলায় খুঁজে পাওয়া সস্তার কোনো বই।।-
উড়নচন্ডী দস্যি মেয়ে ঝর্ণা ঝরায় হাসির চোট,
বয়স বাড়ে,জীবন বোঝে, আয়না চেনে ফোঁপানো ঠোঁট।।-
সাথে থাকা বড্ড কঠিন, দূরেই নাহয় ভালো থাকিস,
অভিমানের পাহাড় সহ হৃদয়টাকে যত্নে রাখিস।
Happy Heart Day ❤
-
যে মেয়েটার জন্মদিনে আকাশ ভেঙে শ্রাবন
সেই মেয়েটার একলা রাতে বালিশ ভেজা বারণ।-
মিথ্যে গুলো মিথ্যের ভয়েই পিঠ বাঁচিয়ে চলে
সত্যিরা চিরকালই চোখে চোখ রেখে কথা বলে।-
সারাজীবন পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটা ,রোদ বৃষ্টি থেকে আগলে রাখে যে বট গাছটা তার নাম 'বাবা'। আজ সেই বাবা দের দিন। ভালো থাকুক পৃথিবীর সব 'বাবা'রা।
Happy Father's Day-
কাঁটাই দিয়েছি শুধু, আড়ালে প্রেম ছিল খোঁজনি
গোলাপ তো তুমি ছিলে আমার প্রিয়, অভিমানে মন টাই বোঝোনি ।-
খামখেয়ালি যত ইচ্ছে আর আবদারে একমাত্র প্রশ্রয়ের নাম - বাবা
Happy Father's Day ❤-