মনে পড়ে যায় ছোট বেলার ২১শে ফেব্রুয়ারি,
যেদিন শুধুই মনের ভিতর বাংলার কারিগরী;
কথায় বাংলা , লেখায় বাংলা,
হাসিতে বাংলা, দুঃখে বাংলা,
আকাশে বাংলা, বাতাসে বাংলা,
বাংলার ছড়াছড়ি,
কভু না ভুলতে পারি।
-
চোখের আড়াল থেকে মনের আলোকে উত্তরণ,
এ আমার অহং নয়, নিতান্তই অন্তরের অণ্বেষণ।