Subhasish Chakrabortty  
0 Followers · 3 Following

Joined 1 September 2019


Joined 1 September 2019
11 FEB 2024 AT 19:33

"প্রতীক্ষা......."-শুভান্তরা

আমি জানতাম কোনো একদিন তুমি আসবেই
আমি তাই অপেক্ষারত ছিলাম তোমারই প্রতীক্ষায়,
নিজেকে প্রস্তুত করি যত্নে আর সর্ব্বোচ সতর্কতায়।
যেনো তোমার আগমন হয় নির্বিঘ্ন নিশ্চিন্ত ও নিরাপদে।।

আমি জানতাম আমাদের পাড়ি দিতে হবে
লম্বা সময়ের পথে,
তবু একদিন তুমি নিশ্চয়ই আসবে
অপেক্ষা অনন্তকালের পরে,
আর তোমার ঐ হাত রাখবে আমারই হাতে।

আমরা উদগ্রীব ছিলাম প্রতীক্ষারত দুটি প্রাণ
একে অপরের সারাজীবন সাথ দিতে
নিশ্চিন্তে সামাজিকতার মাঝে চোখে চোখ রেখে
মিষ্টি নির্ভরতার হাসি হাসতে,
অথবা, অশান্ত অস্থিরতায় তোমার বুকে মাথা রাখতে
কিংবা,বাধাহীন ভাবে একান্তে তোমাকে নিজের করে পেতে।।

আমাদের দুজনেরই অপেক্ষা ছিল
এক দশকের,একটা যুগের,
জানতাম এ অপেক্ষার এ প্রতীক্ষার
শেষ হবে আজ অথবা কাল,
তুমি আসবে, আসতে তোমাকে যে হবেই
থাকুক না কেনো পথে অসংখ্য বাধা বিঘ্নের দেওয়াল

আমি এগিয়ে গিয়েছিলাম সাহস করে
তুমি পারনি আমার ডাক উপেক্ষা করতে,
পারোনি নিজের ভেতরের
আকুলতা কে অস্বীকার করতে,
তাই যতই দেরি হোক দূরত্ব আর রয়নি দূর,
তুমি ঠিক এসেছো আমার জীবন আঙিনায়
সামাজিকতায় আমার স্ত্রী রূপে,
স্বাক্ষী আমার দেওয়া তোমার ওই মাথার সিঁদুর।

আস্থা রেখো আমার ওপরে এর ভালোবাসায়
সমস্ত প্রতিকূলতায় আমি তোমার ভরসা হবো
পাশেই পাবে আমাকে ছায়ার মত,অথবা তার চেয়েও বিশ্বস্ত পৃথিবীর সবচেয়ে গভীর বন্ধন আমাদের।

-


8 AUG 2020 AT 18:26

হাইরাইজের শেষে, পেঞ্জা তুলোর দেশে
খুঁজি তোমায় নক্সী কাঁথা র রাজার কন্যা,
পথের কোলাজে অজানার আশ্বাস
চেনা রুটিন ভেঙে কলম্বাস ক্ম্পাস
বুকেতে আশার বন্যা...
আমি পথিক স্রোতের টানে ঘরে ফেরার গান শোনাই অভিমানী বেশে,
ভালো থেকো সাথী দেখা হবে আবার
সুস্থ পৃথিবীতে অতিমারী শেষে.....!!

-


16 JUN 2020 AT 13:23

মুখেতে হাসি বুকেতে ঝড় bucket list আজ যাযাবর
বারান্দা টাই সঙ্গী আজ খোঁজ নেয় না আপন পর!
স্বপ্ন ছিল ইচ্ছে ছিল মনের ভেতর আশাও ছিল,
ব্যর্থতা টা বড়ো ই কঠিন কেনো যে হৃদয়ে ঝাপটা
দিলো!
বন্ধু, সে তো প্রচুর আছে গল্প করে আড্ডা মারে,
কিন্তু বুকের ভেতর ঝড় উঠলে কজন খুঁজে প্রশ্ন করে?
আমার পৃথিবী আমারই রইলো সূর্য বিহীন অন্ধকার,
বুকের ব্যথা বন্দি ঝীলে, একটা বন্ধু থাকা খুব দরকার..!!
... শুভাশীষ

-


7 MAY 2020 AT 1:31

মস্তিষ্কের গ্রে ম্যাটার শুকিয়ে মরে, রক্ত ঝরে
কখন যেনো আনমনে,
অস্থিরতার হরমোনে!
সিলেবাস এর বাইরে উঁকি,
লকডাউন এর অ্যালবাম আঁকি,
শুষ্ক স্মৃতির দহনে..!
আকাশ কাঁদে চাতকের চিৎকারে, ঘরের কোণে কান্না জমা আবেগ,
ভবিষ্যত এর চুমুক অতিমারী পেয়ালায় আর হাতে বারুদের পেগ !!

-


30 APR 2020 AT 11:43

সাপ লুডো ছকের প্যাচানো এক দেশে
আমার গর্বের শৈশব গিয়েছে আজ ফেঁসে।
চারিদিকে বিষাক্ত নাগপাশের দমবন্ধ বায়ু
আমি খুঁজে ফিরি পুনর্জন্মের সেই জরায়ূ..!!
ফিনিক্স পাখির ছাই হতে ছোট্ট আরেক শিশু,
এবারে হয় কল্কি অবতার নাহলে জেরুজালেমের যীশু!

-


18 APR 2020 AT 15:58

"মৃত্যু যখন বিশ্ব কাঁপায় আজি লাশের চাদরে সেজে
সুন্দর পানা মুখের মিছিল তখন বাধ্য
মাস্কে মজে!"
- - শুভাশীষ

-


21 FEB 2020 AT 23:01

দূরত্বতা বদলে দেয় মানসিকতা, মানসিকতার বদল দেয় শুধু যন্ত্রনা,
হয়তো তোমার প্রতিটা কথায় সত্যি, তবে আমার কথা গুলো ও মিথ্যে না!
- - শুভ কথা

-


1 JAN 2020 AT 1:02

পিছনে ফেলে ব্যর্থতা
বাঁচিয়ে রাখতে নিজেকে দেওয়া সেই কথা
মুছে ফেলো সব কুয়াশা,
হয়তো দুয়ারে আছে দাড়িয়ে
তোমারই সফলতার হাত বাড়িয়ে
তোমাতেই জমে থাকা ফিনিক্স পাখির আশা!!


-


11 NOV 2019 AT 19:11

সমাজ চলবে দুনিয়া বলবে, বলছে না তারা যতো বলুক,
তোমার দুনিয়ায় তুমিই রাজারানী তোমার মতোই চলুক
তবু তোমায় রূপে খুঁজবো না আমি, আমি খুঁজবো ভিতর থেকে তুমি যেমন,
তাই আমি করবো না তোমায় বারণ, কারণ অকারণ!
তোমায় বোঝার নেই দরকার এই পৃথিবীতে সবার
তুমি থাকো তোমার মতো, আমি থাকি আমার..!!
শুভাশীষ

-


6 SEP 2019 AT 11:24

মানুষের আশা ই তার সবথেকে বড়ো নিরাশার কারণ,আর হাজার নিরাশার মাঝে হয়তো একটা আশা থাকে যে তার আশা হয়তো একবারের জন্য হলেও নিরাশ করবে না.....!!

-


Fetching Subhasish Chakrabortty Quotes