যদি পারতাম পরীক্ষা নিতে
তবে নিজে হাতে ভেলায় করে
ভাসিয়ে দিতাম ওই জলে-
আর সাথে চিরকূটে এক প্রশ্ন
কেন হল এ আমার সাথে !
ক্ষমতা যদি আছে
তবে সে ফিরবে আবার
দেখাও তবে আমার প্রতি
'তোমার সে অঙ্গীকার'
কিন্তু না যন্ত্রণা দেব না তোমায়
এতো শুধুই আমার
যা আমার তা শুধুই আমার
নাই বা দিলাম সেই ভাগ অন্য কাহার।
তবুও রাখব আশা হারবোনা আর
দুর্বল করই যতো হারাব তাদের।।-
উন্নয়ন
জংলী যা ছিল নির্জন
তাও ছিল উন্মুক্ত
বন্যতা ছাড়িয়ে এসে
এখন সবই বদ্ধ ।।
একের পর এক ছিল
শুধু গাছের সারি
এখন শুধু নজরে পড়ে
গাড়ি আর বাড়ি ।।
গাছ কাটলে লোকে করে
আহা মরি মরি
আর নিজের বেলায় তুলেছি
এক মস্ত পেল্লাই বাড়ি ।।
যতোই ভাবি অল্প ভালো
কেনো বাড়াবাড়ি
মন মানে না উন্নতি চাই
তাই যে দরকারী ।।
বুঝি না যে মনের ভাষা
আমার খুব কাছের
বুঝি ভালো রাখি ভালো
গোটা দেশের খবর ।।
-
ইচ্ছে গুলো অধরা থাক
চাহিদা গুলো অপূর্ণতা পাক
পুরোনো সব কথা ঘুরবে ফিরবে
মনের মধ্যে সদাই উঁকি দেবে
এগিয়ে চল নিয়ে নতুন আশা
নতুন উষা হোক তোমার পথের দিশা।।
-
বাবা তুমি কেমন আছো
ইচ্ছে ছিল খেলব তোমার সাথে
চাপব আমি তোমার কাঁধে
ভাগ্য সাথ দিলো না আর তাতে -
তাই দূর থেকে দেখছি তোমাকে
প্রণাম তোমায় এই ফাদারস ডে তে 🙏
ভালো থেকে আনন্দে থেকো
রেখো নাকো দ্বিধা দ্বন্দ্ব কোনো
মলিনতা সব মুছে দিয়ে -
অন্ধকার ঘুচিয়ে নিয়ে
নতুন জীবনের ছন্দে
ভোরে উঠুক তোমার পৃথিবী খুশি আর আনন্দে।।
-
যদি হয় দাবদাহ
শীতল করে বৃষ্টি প্রবাহ
যদি হয় মনের গুমোট
তার কি আছে কোনো পথ্য-
মনের ওষুধ মনই শুধু
মনই যে আসল রাজা।।
-
নতুন দিন নতুন বছর
আসবে আবার নতুন খবর
খারাপ স্মৃতি সরিয়ে নিয়ে
এগিয়ে চলো স্বপ্ন নিয়ে
নতুন রবি নতুন কিরণ
রাগ, অভিমান, দ্বন্দ্ব দূরে
আশায় করি বর্ষবরণ ।।
-
তুই যে আমার অনেক চেনা
অনাবিল এক খুশির মেলা -
স্বপ্ন ছিল রাখব তোকে
পরম যতনে।
হঠাৎ করেই তোর দেখা -
দমকা হাওয়ার মত তুই
এলি আমার কাছে ,
ধরতে গেলাম ছোট্ট ওই
হাত দুখানি যেই ;
কোন এক অদৃশ্য দেওয়াল
মোদের আলাদা করলো সেই ।
যেথায় থাকিস ভালো থাকিস
নিজের যত্ন নিজেই রাখিস ,
কখনো আসিস মোর ঘুমের ঘনঘোরে
গল্পমালা গেঁথে নেব পরম যতনে।।
-
খানিক পাওয়া আর -
খানিক না পাওয়ার দুঃখটুকু ঘুছিয়ে
তোর সবটুকু দিক ঠিক করে আর গুছিয়ে।
মন্দ যা কিছু তা বিলীন হোক
শুভরস সম্পৃক্ত হোক
মোর জীবনের সবটুকু দিয়ে।।-
চেয়েছিলাম তোকে ছুঁতে
কিন্তু সবাই আড়াল করত তোকে
ছোট্ট যে প্রাণখানা মিলেছিল তার ডানা
প্রথম থেকেই বেঁধে দিল যেতে না দেওয়ার বাহানা
মনের মাঝের আকুতি, সব দিলাম আহুতি
সেই অভিমানে একলা রেখে আ-'মা'-কে
আশ্রয় নিলি ঘুম পরিদের দেশে।।-
যতই তুই হোক অপরিনত
তুই যে আমার এটা প্রমাণিত ;
উষ্ণ ছোঁয়া তোকেই চেনায়
আমার ঠিকানাই তোর পরিচয়
আসতেই যতো সময় বুঝি
এলি কেন যাবি যদি !
যতোই ভাবি রাখব ধরে আদর করে -
মাঝে ভাবি বাঁধব না আর বাহু ডরে
মিলিয়ে দেবো দুহাত ভোরে
তবু তোকে দেব সমাধি যাতে
জন্ম নিস নতুন করে।।-