- এই ফুল,
তুমি এত সুন্দর হয়ে কেন ফোটো?
তোমার সৌন্দর্য যে বড়োই সস্তা,
পাশের বাড়ির ভাই তোমায় ছিড়ে ফেলে,
রিনি তার প্রথম প্রেম বিচ্ছেদের সমস্ত রাগ তোমায় ছিড়ে শান্ত করে।
পাশের বাড়ির কাকলী বৌদি পুজোর জন্য তোমায় তুলে নেই।
অলিরাও নির্লজ্জের মত তোমার মধু খেয়ে যায়।
তুমি এত সুন্দর হয়ে কেন ফোটো?
- ওহে আমার প্রকৃতিপ্রেমিক,চোখ খুলে দেখো একটিবার,
আমার সৌন্দর্য সস্তা না হলে তুমি বিকেলবেলায় রোজ আমার কাছে আসতে কি?
পাশের বাড়ির ভাই নিতান্তই অবুঝ,তোমার হয়ত মনে নেই ছোটবেলায় তুমিও আমার ছিড়েছ।
আর তুমি বোধ হয় ভুলে গেছো রিনি প্রথম প্রেমের প্রস্তাবের ফুলটিকে কত যত্নে রেখেছিল,আজও ডাইরির ভেতরে সযত্নে রয়েছে।
কাকলী বৌদির দৌলতে আমি মায়ের চরণে স্থান পায়।
আর অলি তো আমার প্রেমপত্র বয়ে নিয়ে যায়, তা পারিশ্রমিক দিতে হবে না?
ওহে প্রেমিক জানি তুমি ভালোবাসো আমায়,আমার গন্ধ মাখতে ভালোবাসো, তা বলে কি অন্ধ হয়ে পড়বে নাকি?
- Kitu
13 APR 2019 AT 2:50