জীবনটাই তো চুরি হয়ে গেছে৷
লেখা চুরি আটকে কি লাভ?!
তবুও নতুন করে শুরু করে দেখাই যাক!!-
➡ Working in Capgemini
➡ Software Developer, Foodie, BLOGGE... read more
একটা অন্ধকার ঘর,
একরাশ দুঃখ, অনেকটা স্বার্থপরতা মাখা
কিছুটা আবেগ,অভিমানও আছে সাথে,
অসংখ্য স্বপ্নের সাক্ষী সে৷
কত রাতজাগা কান্নার নীরব দর্শক,
অল্প রক্তের দাগও লেগে রয়েছে তার প্রতিটা কোনায়;
কাউকে না বলতে পারা অনেক কথার শ্রোতা-
তার প্রতিটা দেওয়াল,
একটা চাপা কান্না ডুকরে ওঠে সুরকির ভেতর থেকে
একটা অন্ধকার ঘর,
আমার ভালোবাসার অন্ধকার ঘর৷৷-
तू जो छोड़कर गई,
आज पूरी दुनिया मुझ पे हसने लगा;
तेरे होने से तो, ना होना ही बेहतर है
फिर किऊ किया तू मुझसे दगा ।।-
One day, we'll again cross the road.
Accidentally our fingers will touch together.
I'll try to look into your eyes one last time,
And, you'll walk straight away
.....holding hand of others.
-
নতুন শহর,
এই শহরে বৃষ্টি নামে, কান্না ভেজা রাতে,
এই শহরও আদর মাখে তোমার আমার সাথে।
এই শহরেও অচেনা প্রেম আলতো ছোয়ায় ডাকে,
এই শহরেও মনের মানুষ তবুও মনেই থাকে।
এই শহরে যানবাহনও ব্যস্ত সারাদিন,
এই শহরেও কর্পোরেটের কর্মীরা পরাধীন।
এই শহরও হাসতে জানে, দুঃখ ভুলে সব,
এই শহরেও মানিয়ে নিতে লাগবে না আজব।
এই শহরেও সূর্য ওঠে, জ্যোছনা নামে রাতে,
এই শহরেও ভুলিনি তোমায়, মনে পড়ে আবছাতে।-
প্রাক্তন বোঝো প্রাক্তন?!
দুটো ঠোঁট আষ্টেপৃষ্টে আছে,
সিক্ততায় মাখা;
চোখ দুটো হয়েছে রক্তবর্ণা,
অশ্রুজলে আঁকা।
দুটো মন ছেড়ে গেলেই শুধু
প্রাক্তন বলা যায় না,
তিন বছরের শেষ প্রান্তে দাড়িয়ে
দেখছি হৃদয় আয়না।
বাড়ির থেকেও আপন ছিল,
সাধের কলেজ খানা;
আবার কবে ঢুকবো সেথায়
থেকেই গেল অজানা।।
শেষদিনে এসে দেখছি শুধু
আর ভাঙছে আমার মন,
ভালোবেসে আজ হয়েছি আমিও
কলেজের কোনো এক প্রাক্তন।।-
পুড়তে পুড়তে ক্লান্ত আমি আজ,
কে জানে কতটা দগ্ধ হতে, আমার বাকি আছে আজ ।
খোঁজ রাখেনি কেউ কখনো, খোঁজ রাখেও না কেউ
উথাল পাথাল আছলে পড়ে মনের ভেতর ঢেউ।
কতটা ভালোবাসলে পরে, এতটা কষ্ট পাওয়া যায়,
একলা ঘরে অন্ধকারে, চোখ দুটো বর্ষায়।
তুমি তখন অন্য কোথাও অন্য কারোর সাথে,
অচেনা মন দিচ্ছে টোকা, হাত রেখে তোমার হাতে।
তখন আমার মনের ভেতর, কি হচ্ছে আমিই জানি,
জানিনা কেন, কেবল হচ্ছে না আর,
তুমি ছেড়ে চলে যাওয়ার গ্লানি।-
কদিন ধরেই বিচ্ছেদ হয়েছে মনের গহীন গহ্বরে,
হঠাৎ করেই ঠান্ডা হাওয়া, বৃষ্টি নামলো শহরে।।-
অচেনা যারা শুরু করেছিল একসাথে পথ চলা
বিদায়বেলায় এবার শুধু তাদের কথা বলা।।
পাশে বসে ঝামেলা করে ডেকেছে বোন বা ভাই
এক রাত পরে বলতে হবে, "এবার আমি যাই।"
কত মারামারি, কত গালাগালি ফুরিয়ে যাবে কাল
ভালোবেসে আর বলা হবে না, "তুই একটা *ল।"
সেমিস্টারে সহায় তোরা, লাস্ট মিনিট সাজেশন
একই রুমে সিট না পড়লে বাজে ডিসিশন।।
ক্লাসের থেকেও বেশি বসতো যারা মাসির দোকানে
তারাও তো পারবেনা যেতে আর কোনোদিন ওখানে।।
এরই মাঝে করেছিল কেউ বিশ্বাস নিয়ে খেলা,
তারাও শেষে পেল টা কি?! ঘনিয়ে এলো বেলা।।
তিনটে বছর চোখের নিমেষে হাওয়ায় গেল উড়ে,
বন্ধুগুলো থাকবে আমার পুরো হৃদয় জুড়ে।।
যাদের সাথে করেছি কখনো খারাপ ব্যবহার
সব ভুলে গিয়ে ক্ষমা করে দিস, এটাই শেষবার।।
ভবিষ্যতে যদি হয়ে যায় দেখা, করিস না ইগনোর
বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকবো আমি তোর।।-
কতদিন তুমি ছিলে অপেক্ষায়।
রাস্তার ধারে চলতে চলতে,
হাত ধরে দেখা স্বপ্নগুলো-
হঠাৎ করেই সত্যি হতে চায়।
চাকরিটা আমি পেলাম অবশেষে।
এখন শুধু তুমিই পাশে নেই।
শূন্য হৃদয় ভরাট হতে চায়,
ভালবাসতে হবে কাউকে না কাউকেই।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি।
আমার স্বপ্ন গুলোও মিথ্যে হল সত্যি।।-