যখন চলতে হবে একাই,
ক্ষণিকের এই জীবন মাঝে,
হয়নি শান্তির পথ, দেখাই।-
ওগো ঈশ্বর তুমি,
বিদ্যার সাগর,
জন্মদিনে তোমায়
প্রণাম জানাই আজ,
প্রণাম তুমি নেবে তো প্রভু,
হে বর্ণের মহারাজ ?-
সন্দেহ থেকে জন্মায় অবিশ্বাস,
সেখান থেকে ঘৃণা,
দূরত্ব ক্রমেই বেড়ে চলে সম্পর্কে,
বন্ধ হয় সেখানে কথার আনাগোনা ।
পুতুলখেলা অনেক হলো তবে,
এবার আমার মঞ্চে নামার পালা,
জন্ম-মৃত্যু পথে একা না
থাকার অভিনয়টুকু ছেড়ে
বাকিটা পথ আমার একাই এগিয়ে চলা ।-
এ জীবনের একমাত্র সত্য, মুখেতে হাসি
লুকিয়ে রাখলেও, তার যেন আজীবন অতৃপ্ত।-
আমরা ভালো থাকার জন্য 'ভালোবাসলেও'
দেখেছি, ভালোবেসে অনেকেই 'ভালো' নেই।-
আমার ইচ্ছা, আমার গল্প, এই শহরের
কোনো দেওয়ালে না'হয় লেখা থাক অল্প।-
আমি - © শুভজিৎ দে
আমিও মৃত্যু ছুঁয়ে ফিরি ঘরে,
দেখি আমারও আয়ু ফুরিয়ে আসে।
ফোন গ্যালারিতে কোলাজ ঘেঁষে,
অবাস্তব চোখ রাঙানির হুঁশিয়াতে,
বিপদসীমায় শতবর্ষের অভিশাপ লাগে,
এ শতাব্দী, শব্দ শবের চিরঘুমেতে।
আমি বিদ্বেষ ভুলে দেখি,
ক্ষমার দিকে ঝুঁকছে ক্ষোভ,
শেষকালে তার আজ
শান্তির ভীষণরকম লোভ।-
আমি মৃত্যু ছুঁয়ে ফিরি ঘরে, দেখি আমারও আয়ু ফুরিয়ে আসে, ফোন গ্যালারিতে কোলাজ ঘেঁষে।
-