Subhajit Dey   (© শুভজিৎ দে)
112 Followers · 5 Following

" আগে যদি বুঝতো তারা, মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। "
Joined 30 January 2019


" আগে যদি বুঝতো তারা, মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। "
Joined 30 January 2019
2 AUG 2022 AT 13:32

যখন চলতে হবে একাই,
ক্ষণিকের এই জীবন মাঝে,
হয়নি শান্তির পথ, দেখাই।

-


28 NOV 2021 AT 12:37

এ জীবনের একমাত্র সত্য, মুখেতে হাসি
লুকিয়ে রাখলেও, তার যেন আজীবন অতৃপ্ত।

-


27 NOV 2021 AT 8:52

আমরা ভালো থাকার জন্য 'ভালোবাসলেও'
দেখেছি, ভালোবেসে অনেকেই 'ভালো' নেই।

-


21 NOV 2021 AT 14:50

আমার ইচ্ছা, আমার গল্প, এই শহরের
কোনো দেওয়ালে না'হয় লেখা থাক অল্প।

-


20 NOV 2021 AT 19:45

আমি - © শুভজিৎ দে
আমিও মৃত্যু ছুঁয়ে ফিরি ঘরে,
দেখি আমারও আয়ু ফুরিয়ে আসে।
ফোন গ্যালারিতে কোলাজ ঘেঁষে,
অবাস্তব চোখ রাঙানির হুঁশিয়াতে,
বিপদসীমায় শতবর্ষের অভিশাপ লাগে,
এ শতাব্দী, শব্দ শবের চিরঘুমেতে।
আমি বিদ্বেষ ভুলে দেখি,
ক্ষমার দিকে ঝুঁকছে ক্ষোভ,
শেষকালে তার আজ
শান্তির ভীষণরকম লোভ।

-


20 NOV 2021 AT 19:29

আমি মৃত্যু ছুঁয়ে ফিরি ঘরে, দেখি আমারও আয়ু ফুরিয়ে আসে, ফোন গ্যালারিতে কোলাজ ঘেঁষে।

-


20 NOV 2021 AT 16:30

5th January
কাশফুল দিবস

-


7 NOV 2021 AT 11:04

হেমন্ত নিয়ে এসো তাকে,
যার অপেক্ষায় কাটালাম
এতো গুলো দিন,
এতো গুলো বসন্ত,
যার প্রতীক্ষায় থাকে,
প্রতি সন্ধ্যায় উঠানের তুলসিমঞ্চ,
গ্রামের মেঠো পথ ধরে,
হেমন্ত তুমি তাকে নিয়ে এসো।

-


6 NOV 2021 AT 18:22

শব্দ-শবের আড়ালে - © শুভজিৎ দে
লিখতাম যখন মনখারাপে,
রঙিন রঙে কবিতা তখন অশ্রুমতি,
কলমের আজ অকাল অবসরে,
শব্দ-শবের, একদিনেই পার হয়ে যায় শতাব্দী।
যা কিছু বাঁচিয়ে রাখে তোমায়,
যা কিছু ঝিমিয়ে দেয় আমাকে প্রতি রাতে,
সেখানেই কিছু শব্দ হারিয়ে ফেলেছি অবহেলায়,
আর বাকি থাকা শব'টা হারিয়েছি স্বেচ্ছাতে।
যা কিছু স্পষ্ট, কিন্তু ধোঁয়া ধোঁয়া,
সব বুঝেও যা যায় না বলা,
কিন্তু কলম, সে যে সবই লিখে ফেলে ঠিক,
লুকিয়ে, শব্দ-শবের আড়ালে।

-


30 OCT 2021 AT 11:19

ডাকনাম - © শুভজিৎ দে
কেউ ডাকবে না, আমায় আর ঐ নামে!
চাই না সেই নামে ডাক দিক আর কেউ,
হৃদ্বয়ের মণিকোঠায় তুলে রাখি
আদরের সেই ডাকনাম,
ঠাকুমা যে আজ আর নেই,
তিন মাস পার হতে যায়,
আজ তিনি তারাদের দেশে,
সেখান থেকেই ডাকছে বোধহয় ঠামা,
বিশাল-বিশাল।
জানি না, কেন শুনতে পাচ্ছিনা
আমি এই আবেশে!

-


Fetching Subhajit Dey Quotes