Subhajit Chakraborty   (শুভ)
53 Followers · 13 Following

read more
Joined 14 June 2018


read more
Joined 14 June 2018
2 MAR 2022 AT 22:01

ছেড়া ছেড়া দুঃখ গুলো জমে,
বরফ জমে ইচ্ছে গাছের ক্ষত।
খেই হারানোর সময় গেছে চলে,
বইতে থাকা সমুদ্দুরের মতো।
আটকে রাখা তাকে ভীষণ কঠিন,
পাহাড় চূড়ায় রামধনুদের রং।
আমার ভিতর দেখছি তাদের ফ্রেমে।
মনের ঘরের জানলা গুলোয় ঝং।

-


29 DEC 2021 AT 22:22

এভাবেই ফিরে যাক সময়,
অতীতের ক্যানভাসে।
যেখানে কিছু বিকেলে,
বাজপাখি ফিরে আসে।
রক্ত রাঙা যে গোলাপ,
খুঁজছি তাতেই আলো,
ছেঁড়া জামার বুক পকেটে,
একটা ডাইরি কালো।
অবাধ্যতা বাড়তে থাকুক,
পারদ চড়ুক কৌতূহলের,
ধৈর্য ধরা রং তুলিতে,
আকছি ছবি দাবানলের।
ন্যায্য দাবি খারিজ হওয়ার,
হিসেব নিকেশ ফুরিয়ে এলে।
সময় গুলো এগিয়ে যাবে,
নিলাম দেওয়া দরজা খিলে।
ডাইরি শেষে একটা পাতা,
বিকেল শেষে সময় যখন অল্প।
বলবে ওরাই আমার কথা,
ব্যার্থ প্রেমিক,উপন্যাসের গল্প।

-


17 DEC 2021 AT 21:13

যেভাবে গাঢ় হচ্ছে নীরবতা
ছাইদানি ভর্তি স্মৃতির স্তূপ।
ধোঁয়ায় পোড়ানো মুখর সন্ধ্যেগুলো,
পরিচিত মুখ আজও মনেপরে খুব।

চেনা সত্তারা রোজ বিকে যায়,
মানুষের মুখ রোজ গিলে খায়,
মুখোশে মানুষে চেনা দায় তাই চুপ।

কানাকানি যত রাত্রিমুলুকে,
চাঁদ ছবি এঁকে পদ্ম শালুকে,
জলছবি হওয়া প্রতিবিম্বেতে মুখ।

ফিরে চাই যদি ফেলে যাওয়া পথে,
মিথ্যেই হবে পরিচিত মুখ।
মুখোশের সাজ মনে গাঁথা রবে,
রাত্রির শেষে নেশাঘোর যাবে,
অতীতের নামে চিঠি লিখে তবে,
বৃথা ঘোর বৃথা সুখ।

-


16 DEC 2021 AT 22:19

যেভাবে সাগর ছোবে আকাশ,
বালিয়াড়ি ঘর অবহেলা সয়ে চুপ।
শান্ত দুপুর রাত্রি বেলার গল্প,
হাটতে চেয়েছি আরো কিছুদূর খুব।
যেপথে গিয়েছে সমুদ্দুরের রাশি,
দর কষাকষি হয়তোবা কোথা শেষ।
চারিদিকে শুধু মুগ্ধতা আছে শুধু।
নরম আলোতে মুক্তয় মোড়া দেশ।
শান্তি সেখানে শিল্পীর ভুল ক্ষমা।
একাকী বিকেলে নিছকই স্বপ্ন দেখা।
ফিরে পাওয়া কিছু অবলা ছন্দ গুলো।
রাগ বেঁচে দেওয়া অতীতের দর কষে।
খুঁজে চলা শুধু এই দাড়ি কমা গুলো।।

-


16 DEC 2021 AT 17:48

ভিতর ভিতর শরীর ক্ষত,
জমছে,
কালো মেঘ।
রাত্রি বেলার আদর,
যত হারিয়ে যাবে দিক।।
ঢাকছে,
আবার অন্ধকারে,
বিকেল বেলার লেক।
একলা চলা সূর্য গুলো,
ক্ষয়েও,
যাবে ঠিক।।

-


11 DEC 2021 AT 22:04

যদি অতীতে ফিরে চাই, কলঙ্ক জমা হবে।
শিতঘুম ফেলে দাবানল পেলে,ভালোআছি বলা যাবে?

-


10 DEC 2021 AT 22:21

"তালে-
বাড়ির মায়া ত্যাগ করতে হলো তো বুড়ো কে।
-তা হবে না?ঘুঘু দেখেছো বাবা ফাঁদ তো দেখোনি"।
বুড়ো মানে বাসুদেব সোরেন।সম্বল বলতে এটুকুই ছিল ভাঙা চোরা এক খানা আটচালা।
বেশ কিছু দিন ধরে কেলে আর পাপন এর নজর পড়েছে এ জায়গার ওপর।
-"বুড়ো কে কোনো টনিকেই কাজ দিলো না!"
-"ঠিক আছে সোজা আঙুলে ঘি না উঠলে...।
সেদিন আগুনে,গোটা কুঁড়েটা ছাই হয়ে গেল।
-"শিবরাত্তির সলতের দৌড় ঘুচল তালে। কিরে!ঘরে বাতি জ্বললো কে?"
-"চলতো।একি রে এযে বুড়ো!ঠ্যাং ছড়িয়ে ঘুম দিচ্ছে"।
-"কি ভুলভাল বকছিস।নেশাকি মাথায় উঠলো? এজন্যেই বলি বেশি.....।"
কথা ফোটে না দুজনের।পুড়ে কালো হয়ে যাওয়া বেড়ার পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে বুড়ো সোরেন।

-


27 SEP 2021 AT 0:24

~ভিতর ভিতর জমাটকালো মেঘ,
সময় গুলো ঘূর্ণি ঝড়ের মতো।
ইতস্ততঃ ছড়িয়ে আছে স্মৃতি,
বুজতে পারি কান্না গুলোর ক্ষত।

-অনেক গুলো সন্ধে চুমুর রেশ,
শরীর জুড়ে আলিঙ্গনের দাগ।
ওরাই হবে নিত্য দিনের সাথী।
ওরাই ভাবি,কালকের দিনরাত।

~পাওয়ার পরে হারিয়ে যাওয়া ক্ষতি।
স্বপ্ন বাড়ির পাঁজর ভাঙে ঝড়ে।
বেঈমান শুধু নইতো একা আমি,
হয়তো কঠিন সময় গুলোও পড়ে।।

-


26 SEP 2021 AT 23:53

-আমি ফিরে যাচ্ছি আমি সত্তার কাছে।খুঁজতে হলে নির্জননতার কাছে কালো গোলাপের নাম নিও।
~যানজটে যত আটকে রেখেছি তোমায়, সুযোগের দামে অর্থই আজও বড়।বরং,
আমায় আঁকা ক্যানভাসটায় বেইমান লিখে দিও।
- লিখবো অভিমান শহরতলীর বুকে, ল্যাম্পোস্টের আলোয়।ঘুমানো স্মৃতির চিতার ছাই রাখবো গঙ্গাপাড়ে।চিতায় ওরা জ্বললেও তুমি শুনবে না জানি।
~মানি,আলেয়ায় তুমি বৃথাই খুঁজেছো সুখ, সেকথাও রেখো জমা।
সম্ভবত সম্ভব নয়। তবু নিলজ্জের প্রার্থনা কিছু ক্ষমা।
-ক্ষমার ভাগটা আগেই গেছে চুকে।
বুকে শুধুই বিষন্নতার ঢেউ।আকড়ে ধরার মানুষ যদি হারায়, ক্লান্ত দিনে খোঁজ রাখে না কেউ..
~এপার ওপার একটা ঘন্টা বছর মাসের হিসেবে কষে।তিক্ততাটাই বাড়ছে শুধু এমনি ভাবেই দিনের শেষে।
-সেটাই বোধয় প্রাপ্য ছিল।তিক্ততাটাও জমতে হলো।সরলরেখার জীবন গুলো,ট্রাম লাইনে আলগা হলো।

-


25 SEP 2021 AT 23:33

আমার স্বপ্ন খেলাপি ভাড়াটের মতো,
যানজটে ফেরা ব্যার্থ মিছিলের ক্ষত।

-


Fetching Subhajit Chakraborty Quotes