Subhajit Banerjee   (শুভজিৎ)
28 Followers · 21 Following

কবিতা গল্প ও গান এ আসক্ত
Joined 21 April 2018


কবিতা গল্প ও গান এ আসক্ত
Joined 21 April 2018
27 MAY 2024 AT 16:25

মেঘ জমা মন, আজ স্বাধীন।
ঝমঝমিয়ে পড়লো তারা,
অভিমান সব ভাঙ্গল যারা।
প্রেমের ঋতু আসছে তবে,
মিলবে যুগল নতুন ভাবে।
শহর আজ খুব রঙিন,
মিঠে হাওয়া সারাটাদিন ।।

-


22 MAY 2024 AT 15:16

কত কবি লিখে গেল আজীবন,
ভালোবাসা লেখা থাকে মেয়েদের চোখে,
সে চোখ রাখেনি খোঁজ কখনই,
পুরুষেরও চাওনিতে প্রেম মাখা থাকে।
শুধু প্রকাশ করে না বলে
কত প্রেমিকার অভিমান-অভিযোগ,
এমন জানলে পরে‌, ছেলেরাও বলতে পারে
সব কথার মুখে নয়, চোখে হোক যোগাযোগ।

-


22 MAY 2024 AT 14:58

সারাদিন টুপটাপ,
ভিজিয়েছে বারবার
আদুরে, সে আলাপ।

-


21 MAY 2024 AT 14:21

ঘুম ভাঙ্গালে আমায়,
ভালোবাসায় ভরা
এঁকে দেওয়া আদরে।
স্বপ্ন শুরু, একসাথে বাঁচার
আমরা তখন নতুন যুগল,
মাখো মাখো প্রেম,
আনকোড়া সংসার।


-


16 APR 2024 AT 11:41

রাস্তা যতোই কঠিন হোক,
ভয় নেই, আমি তো আছি।
ঠিক যেমন‌ তুমি সঙ্গে ছিলে,
আমার সেসব কঠিন দিনে।
সামলে ছিলে শক্ত হাতে,
ভরসা দিয়ে, মনের জোরে।
আমায় তুমিই বুঝিয়েছিলে
সহস্রবার হারার পরেও,
যোদ্ধা আবার লড়াই করে।
যেমন করে ক্লান্ত পথিক,
ছায়া খোঁজে গাছের নীচে,
তেমন করেই যুগিয়েছিলে
বট-অশ্বত্থ আমার কাছে।
আমিও তোমার সঙ্গী হব,
একসাথে জয় ছিনিয়ে নেব।
বিপদ যতই‌ আসুক কঠিন,
ঢাল হয়ে থাকবো তোমার।
কথা দিলাম, এখন থেকে
আজীবনের পার্টনারশীপ
তোমার আমার।।

-


16 APR 2024 AT 11:26

ভেজা চুল আর সুগন্ধিতে
মাতোয়ারা শরীর তার ,
প্রেমে আ-সক্ত মন,
স্নানের শেষে স্নিগ্ধতায়
হারাতে চায় বারংবার ।।

-


16 APR 2024 AT 11:19

এমন পরিধানে প্রিয়,
জুরালে প্রাণ তব মোর
খোঁপার গোলাপে তোমার,
হয়েছি বিভোর ।
চোখের কাজল ওই
কত কথা বলে,
জমে থাকে অভিমান
শাড়ির আঁচলে ।
ঠোঁটের কোলাজে তুমি
কার নাম লেখো,
কোনোদিন অভিসারে
কাছে টেনে দেখো ।
মিলব দুজনে,
সেই শুভ ক্ষনে
ভালোবাসা এঁকে দেবো
তোমার ওই মনে ।

-


16 APR 2024 AT 11:08

রোদপড়তি বিকেলে,‌ তোমার ঈষৎ উষ্ণ শরীরে,
আমি নিজেকে হারিয়েছি হাজারবার ।
কখনও কাছ থেকে ছুঁতে পাইনি ।
তবু, ইচ্ছে জেগেছে, সীমা ছাড়িয়েছে,
স্পর্ধা পেরোলেও, লোভী কামনাগুলোকে
জলাঞ্জলি দিতে পারিনি ।
সম্পর্কে বাঁধোনি তুমি, ঠিকই,
আমি একলা মনেই গড়ে নিয়েছি
আমাদের এক বিশাল জগৎ ।
স্বপ্নে তুমি ডুবেছো আমার সাথে
প্রতিরাতে এক লাস্যময়ী খেলায়,
মনের মতো আদপে ভেবেছি তোমায় ।
কিন্তু আমি তো প্রেমিক হতে চেয়েছিলাম,
যে শুধু ভালোবাসার স্রোতে ভাসাতে পারে ।
যে চোখ এখন শরীর খোঁজে
সে চোখ দিয়েই আগলে রাখে আজীবন ।
শুধু একবার ছুঁয়ে দাও আমায়
কথা দিচ্ছি আমি বড় বাধ্য প্রেমিক হব ।
তোমার সাথে কোনো এক
শীতের দুপুরের আদুরে সঙ্গী হব ।।

-


16 APR 2024 AT 10:55

চৈত্র মাসের শেষ বিকেলে,
চিন্তা যখন অস্তগামী সূর্যের আলো পায়,
সবাই যেন সুস্থ ও সুখে,নতুন বছর বরন করে,
এই মন শুধু সবার ভালো চায়।।

-


31 DEC 2021 AT 23:29

ডিপ্রেশনে ভরা এই জীবনে
নতুনের ছোঁয়া লাগুক,
নতুন বছরে প্রতিটা মানুষ
আবার নতুন করে বাঁচুক ।‌।

-


Fetching Subhajit Banerjee Quotes