SUBHAJIT   (enriched mind✍️)
328 Followers · 363 Following

Writting is my hobbie
Birth- 25/03/1993
Joined 1 April 2020


Writting is my hobbie
Birth- 25/03/1993
Joined 1 April 2020
18 AUG 2021 AT 20:21

কালো আর সাদায় চলছে আজীবনের লড়াই।
মিথ্যে দিয়ে সত্যি ঢেকে মনকে শুধুই ভোলাই।
প্রত্যাশিত আকাঙ্খাতেই জমছে ত্যাগের পাহাড়।
বিশ্বাস রোজই ভাঙছে রাতে, জুড়ছি তবু আবার।

-


26 JUL 2021 AT 21:48

যে ভেঙেছে বেশি সেই তো জুড়েছে মন বারবার।
জানা নেই ধৈর্য, ভালোবাসা আর ত্যাগ এর পরীক্ষা দিয়েছে কবার??
নতুন করেই গড়তে হবে, ভেঙে যাওয়া সবকিছুই হয়তো আবার।
সত্যি আর মিথ্যের সন্ধিক্ষনে, ভাগ্যের পরিহাস নেই বরাদ্দ সবার।

-


25 JUL 2021 AT 19:03

যাত্রা যেথায় অন্তহীন, আশা সেথায় ব্যর্থ।
মনন শুধুই প্রশ্ন সুধায়, কি এই হারের অর্থ।
ভাষার সাথে ভাষার খেলা জীবন শুধুই কাব্য।
চেষ্টা শুধু দ্রাবক যেনো,ভাগ্য কেবল দ্রাব্য।

-


23 JUL 2021 AT 22:37

That divine tune which reconnects the lost moment's......
Break our heart like shattered glass pieces......
We may join it, but it couldn't be the previous one......

-


22 MAY 2021 AT 11:25

রোমন্থণের বিবর্তনে উল্টো হাওয়ায় ভাসি।
কালকে চাপা কষ্ট ঢেকেই বর্তমানের হাসি।
সন্ধিক্ষনের অন্তদ্বারে অম্বরিশ ও ক্ষুন্ন।
জীবন ভরের হিসাব শেষে শুধুই পেলাম শুন্য।

-


22 MAY 2021 AT 11:06

অনুভূতির ঘুর্ণাবর্ত অভিব্যক্তির রূপান্তর মাত্র।
ব্যাথার আঁচড় বিন্যাসিত হৃদয় জুড়ে যত্র তত্র।
ভরসারা আজও নিধন হয় যে, প্রতি রাতেই নিয়মিত।
বিকল্পিত প্রাপ্তি সবই নিরাশায় আজ অস্তমিত।

-


19 MAY 2021 AT 19:34

গোধূলির পরাজয়ের আজ নিশাচরী তমসায় পদার্পন।
চেষ্টা, সাফল্য ও কর্তব্যের সংমিশ্রনের আবারও এক সমর্পন।
কালের কাল ও অদ্য পরিণত এক চলমান নিস্তব্ধ প্রতিবেদনে।
হয়তো হার হারায়নি তাকে, অপেক্ষার এক আত্মগোপনে।

-


16 MAY 2021 AT 11:25

আগলে রেখো ভেঙে যাওয়া টুকরো গুলো।
নতুন ভিড়েও পারলে তুমি পুরাতন ও যত্নে তুলো।
সময় কাটে অঝোর বেগে থমকে থাকাই মানা।
চেনা চোখেও আটকে আছে আজও অনেক অজানা।

-


20 MAR 2021 AT 23:12

শান্ত ভবের ক্লান্ত নদী স্রোতের শব্দ নেই।
হটাৎ ঝড়ের প্রাকক্ষণেতেও ঠুনকো মনন নই।
ভাগ্যচক্রে খন্ড হওয়া মন কে জুড়তে সময় লাগে।
'অকুতোভয়' তবুও লক্ষ্যে,জীবন তুচ্ছ জয়ের আগে।

-


20 MAR 2021 AT 11:06

Be the smiley to give smile.
Be the hope at the ending slope.
Giving love could free your heart.
Making good shall perish all the dirt.

-


Fetching SUBHAJIT Quotes