কোন এক মন খারাপের রাতে
কিংবা মেঘলা দিনের সাথে,
চুপটি করে আরো একবার
বসতিস না হয় পাশে,
বৃষ্টি তখন দেখতো আমায়
জানালায় উঁকি দিয়ে,
তোর শরীরের উষ্ণতায়,
হারিয়েছি তো কতকাল আগে।।-
নিস্তব্ধ নিশুতির সাথে।
আজও আমি থাকি শেষে,
সাঁতার না জানা পথিকের বেশে।।-
socha tha Khwab thi
phir kyon Bani buri Sapna?
socha tha, pyar thi
phir kyon banaya mujhe khilauna?
socha tha, Sat thi
phir kyon de gai Dhokha....
-
lockdown day 56
এক কাপ লিকার চা নিয়ে সুমন মেসের ছাদে উঠলো। প্রতিটি রাতের মতই সে একাকী শরীরটাকে টানতে টানতে নিয়ে গেল। এক কাপ চা, একটা ফাঁকা ছাদ আর অগুনতি তারাদের মধ্যে আজও,এই রাতটা কাটিয়ে ফেলার চেষ্টায় । খুব অশান্ত হয়ে উঠছিল, একাকিত্বে ভরা জীবনটা অসহ্য হয়ে পড়েছিলো। তখনই হঠাৎ দূরে কোন বাড়ি থেকে আসা একটা গান শুনতে পেল!
"মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।"
গানের সাথে কি অদ্ভুত মিল পেল সুমন। ঘরের video call গুলো খুব অসহ্য লাগছে এখন। জানে না আরও কতদিন এই একলা একটা ঘরে এভাবে থাকতে হবে। আকাশের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করলো বোধ হয়। কিছু বোঝার আগেই আবার শুনতে পেল
"হাল ছেড়ো না…
হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।।"-
To
The girl who loved me once
As we are all locked down, i go by the memory lane,
i felt your touch, the care you gave me once which i couldn't understand, not because I was lost at that time.Just because i was little Stubborn and thought that you would never leave me.
Today, as i sit on a chair, looking down at the empty roads with a burning cigarette and a heart full of mistakes, once again i felt your touch.
your unfaithfully
the boy whom you loved-
তোমার প্রথম প্রেমের গল্প,
নাই বা হল শোনা।
তোমার শেষ প্রেমের সঙ্গী হব,
মনে এ স্বপ্ন মোর বোনা।।-
একটা সকাল থাক ভালোবাসার নামে,
রুপকথার নয়!!
থেকো আমার সব কথার সাথে।-
স্বল্প ভাষী, অল্প দামি , ভাবলে তুমি।
মনের কথা না বুঝলে, শুধুই কি ব্যর্থ আমি!!!!!-
কথার মধ্যে কথা খুঁজে, বিঁধেছ যাকে
বুঝলে পরে তুমি কি তখন, পাবে তাকে??-
আজ মিথ্যা আশাই আর ভালবাসায়,
ছেলেটা বুঝি আবার হারালো একাকিত্বের নেশায় ।।।-