একাকিত্ব তা আমার দুঃখ নয়।এটা আমার শক্তি।এটাই আমাকে আমার ভুল গুলো ধরিয়ে দেয়।আমাকে প্রতিনিয়ত বাঁচতে শেখায়। অনেক অভিমান , কষ্ট , দুঃখের একমাত্র সঙ্গী আমার একাকিত্ব তা।যা আমার মনের ভুলের সংশোধন করে।আমাকে নতুন ভাবে বাঁচতে শেখায়। হ্যাঁ আমি একা।আমি সত্যিই খুব খুশি থাকি। নিজের মনে কাঁদি , নিজের মনেই , হাসি। অভিমান গুলো নিজের মনেই ধরে রাখি।আমি , নিজের সাথে লড়াই করি।আমি নিজেকে ভালোবাসি।আর এই একাকিত্ব তাই আমার শক্তি, আমার মুক্তি, আমার ভালবাসা, আমার কষ্ট,আর আমার মান অভিমান এর ঝুলি।আমি আমাকেই বোঝার চেষ্টা করি।আমি ব্যর্থ হই, তবুও চেষ্টা করি।
- অভিমানী 🖋️
17 JUL 2019 AT 11:23