Subhabrata Rath   (শুভ)
25 Followers · 22 Following

ভবঘুরে।
Joined 25 March 2018


ভবঘুরে।
Joined 25 March 2018
26 MAR 2024 AT 16:55

প্রতিটি সম্পর্কের শুরুতে আসে প্রেম
তারপর দ্বিতীয় অধ্যায় বিরক্তি,
আর তার ও পর আসে অপার এক ভালোবাসা।।

আমাদের প্রজন্ম তো প্রথমটাই পেয়ে উঠলো না
আর আমাদের আগে কয়েকটা প্রজন্ম
দ্বিতীয় অধ্যায়ে গিয়ে থামিয়েছে ওনাদের গাড়ি।

কিন্তু ওই মাঝে মধ্যে তৃতীয় অধ্যায়ের কাউকে
দেখতে পেলে, সখ হয়, গিয়ে ভাব জমাই,
মনে হয় বলি একটু ধার দেবে গো ওই "সাহস "।

যে সাহসের সবটা নিয়ে আজ ও তুমি ভালোবাসো
সব দায়ভার, কর্তব্য, সামাজিকতা কে পাশে রেখে,
শুধু আমায় অপার এক প্রেমের সুখ দেবে বলে।।

-


7 FEB 2024 AT 20:28

চাওয়া

সময়ের কাছে সময় চেয়েছিলাম
ভাবতে তোমার কথা,
সময় বললো আমি নিজে ও বাঁধা
কেউ কি শুনবে আমার ব্যাথা??

তাই যা বানাবো ভেবে এসেছিলাম দূরে
তা বানাতে গিয়ে দেখি,
আমার তৈরী সাম্রাজ্যে আমি একাই
আমার রাজত্বের ইতিহাস লিখি।।

-


30 MAR 2023 AT 6:58

সময়ের ফেরে সব চলে যায়
সব...
পছন্দের এবং অপছন্দের সব...
পড়ে থাকে শুধু মানিয়ে নেওয়া কিছু বর্জ্য...

তবুও জীবন চোখে চোখ রাখে..
মৃদু হেসে চলতে থাকে...
ঝরে যাওয়া পাতার হিসেব ও বোধহয়
বৃক্ষের কাছে ও এক সময় অসহ্য।।

-


16 MAR 2023 AT 23:29

আমি তোমাকে সেভাবে দেখেছি
যেভাবে তুমি দেখাতে চেয়েছো..
আমি তোমাকে সেভাবে দেখিনি
যেভাবে আমি তোমাকে দেখতে চেয়েছি।।

তোমাকে দেখেই স্বপ্নের সীমা টেনেছি
তাই পাওয়ার তালিকা কবেই ভরে গেছে
না পাওয়ার তালিকা শুন্য রেখে
আমি নিজেরে মহান ভেবে নিয়েছি।।

-


28 JAN 2022 AT 20:14

পেশা কে ভালোবাসা
আর ভালোবাসা কে পেশা করা,
এই দুয়ের মধ্যে পার্থক্য আজ স্পষ্ট,
সুখ চাই না, চাই আরো আরো পেতে কষ্ট।।

পেশা দিয়েছে প্রতিপত্তি
ধীরে ধীরে নিঃস্ব হয়েছে অন্তর,
এই সুখের ছায়ায় নিজেরে দেখলে দয়া হয়,
যেন মনে হয় দিনে দিনে হয়েছি মানুষ নামের যন্তর।।

-


26 JAN 2022 AT 12:27

উদযাপনে মেতেছি আমরা
পন্য হয়েছে অনুভুতি....
শিক্ষা আজ পাড়ায় পাড়ায়
রেশনের সাথে করছে গুতোগুতি।।

সবাই চাইছে বিলাসী হতে
সফটওয়্যারে ফলাবে ধান,
কী করে জানিনা আমরা এক হবো
কৃষকের গলায় গলা মিলিয়ে গাইবো জয়গান।।

যে তন্ত্রে এখনো আমরা
রয়ে গেলাম প্রজা,
সেই তন্ত্রই প্রজাতন্ত্রের উদযাপনে
পেসমেকারে কম্পন ধরিয়ে বানাতে চাইছে চিরমুক্তির রাজা।।

-


1 DEC 2021 AT 8:07

রক্তরঙে রামধনু এঁকে ক্লান্ত যখন চাষা
প্রথাগত ওই দেশপ্রেমীরা হারিয়েছে তখন ভাষা।
দীর্ঘ হলে ও সত্যের জয় মানতে পারে না মন
তাই নিজের মিথ্যায় আজ সত্য চলছে অন্বেষন।।

সাতশো প্রান, একটা বছর রাস্তাতেই শেষ হলো
কোটি কোটি মানুষ এর পরে ও শীতঘুমেই রয়েগেল।।
কী যায় আসে আন্দোলনে, নিজেরটা নিয়েই মতলব,
কাফের কমিউনিস্টরা দেশটা ডোবালো, আমরা ভেসে হইলাম জীবন্ত শব।।

-


20 MAY 2021 AT 17:41

তোমার ওই পেয়াদারা আজ যখন জীবন মৃত্যু নিয়ে ব্যস্ত,
আমার প্রেমের নৌকো তখন ও নাব্যতা খোজে,
নিশ্চল লাশেরা ও যে তখন প্রেম বোঝে,
নির্লজ্জের ন্যায় স্রোত তখন আমারে নিয়ে চলে
তোমার প্রাসাদের গুপ্তপথের দিকে।।

-


3 MAY 2021 AT 19:40

জীবন ভর অরাজনৈতিক থেকে প্রানবায়ু আজ পাইনি,
মরার পর ও কুকুর ছিড়ে খাবে এটা ও বোধহয় চাইনি।
পার্কগুলো আজ শশ্মান হয়ে ও লাশ পড়ে আছে রাস্তায়,
IPL, Dream 11 আজ ও মূল কেন্দ্রবিন্দু, যুব সমাজের চর্চায়।
যে জাতির নেতা দাঁড়ি বাড়িয়ে নিজেকে রবি ঠাকুর ভাবে,
সে জাতি তো ধর্ম অধর্ম করে অচিরেই শেষ হবে।।

-


28 DEC 2020 AT 19:09

কার জন্যই বা কাব্য লিখবো
কার জন্যই বা টানবো তুলি?
এমন চিন্তার মাঝে তোমার দেখা
পেলাম হে তুলতুলি।।

পিতৃসমরা রাস্তায় শুয়ে,
ভায়েরা জ্বলছে বেকারত্বের আগুনে,
এরই মাঝে তুলতুলি তোমার আগমন
কি করে আর ভাসি প্রেমের ফাগুনে?

-


Fetching Subhabrata Rath Quotes