কতো রাতের ভেঙেছি ঘুম
কতো আধাঁর দেখেছে চোখ
কতো স্বপ্ন হয়নি দেখা…
এই পাগল স্বভাবে
কতো ব্যস্ত শহর ফাঁকা
তারারা ঢেকেছে আড়ালে
কতো কবিতা হয়নি গান…
আজও সুরের অভাবে-
Basically Science এর Student, but
#অনুপম_দা'র অনুকরণে ... read more
ফিরে পাবো কি? আর সেই দিন!
যেখানে জীবন ছিল মসৃন!
আর রাত গুলো ছিল মেঘ হীন,
ঝকমকে!!-
পুরানো গিটার টোনে
বেজে যাওয়া টেলিফোনে
যদি আলগোছে দিয়ে যাস ডাক
ছোয়াচে ডাকনামে
লুকোনো চিঠি খামে
মন-প্রান সবই তোর কাছে থাক!!-
"শীতল কালো গাঁয়ের খোলা বাতাস
শিমূল কালো গাছের কালো ফল
ভীষণ কালো জীবন দ্বীপের মাঝে
একলা কালো আমার মনের তল!!"-
"আঁধার কালো কালো দীঘির জলে
কাগজ কালো আঁকা বুকির খেলা
কয়লা কালো হৃদয় মাঝারে'তে
সাদা কালো আকাশ মেঘের মেলা..."-
গল্পের গোরু আকাশেতে উড়ে
ঘোড়া পার হয় নদী,
আমার গল্পও ভাইরাল হতো
তুমি না বলে দিতে যদি!!-
স্মৃতিরা দিয়েছে ফাঁকি,
বাতাসেও গল্প নেই আজ,
দিনেরা তো আলোর মতোই সাজে!
কেবল রাত গুলোই নিঝুম আর অন্ধকার!!-
সেই পুরানো যোগ বিয়োগে
হাজার হাজার সৈন্য নিয়োগ
তোর সাথে তেপান্তরের যুদ্ধে জেতার স্পর্ধা!!-
অল্প দূরে ফন্দি আটে,
খোশ মেজাজে খেলনা বাটি
তোর ডাক নামে এক আস্ত রং মিছিল!!-