Subha Bank   (© শুভ)
50 Followers · 21 Following

read more
Joined 12 November 2017


read more
Joined 12 November 2017
16 APR 2022 AT 23:20

প্রকৃতির মাঝে সবাই গল্প করতে যায়,
কিন্তু, প্রকৃতিতে গল্প খুঁজে নেয় কজন??

-


5 APR 2022 AT 23:26

দিনের শেষে সাঙ্গ হলে সকল আলাপচারিতায়
এইখানেতেই ফিরবি জানি, জোনাকিদের বাসায়!

-


12 FEB 2021 AT 14:00

ওরা আঠারোর উদ্দাম...

-


18 JAN 2021 AT 22:05

পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়,
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়!!

-


21 DEC 2020 AT 23:50

অভিমানী সুর বড়ই বেসুর,
সাধ ছেড়েছে রাগ-রাগিনী।
অন্তমিলেরও নাকি শর্ত-শমন!
কখনও কি তাও ভালোবাসিনি?

-


19 OCT 2020 AT 22:37

you can have the story to bury Socialism with USSR,
Yes, I have the alternative one,
Once Bolivian soldiers killed the greatest socialist Com. Che Guevara is now being ruled by the Socialism.

Socialism, the Only Destination.

-


17 SEP 2020 AT 1:53

আমি জানি আমাদের ছাড়াছাড়ি হবেই, তবু
তোর ছেড়ে যাওয়ার কোন অবকাশ রাখবো না আমি,
শুধু এটুকু দেখবো বলে,
তুই ছেড়ে যাস কোন অজুহাতে।🙂

-


2 SEP 2020 AT 22:05

শরতের মেঘের মতোই অকস্মাৎ সেই রাগ।
তবুও ভালোবাসাতেই থাক শিউলি-কাশের সোহাগ!

-


22 JUL 2020 AT 1:20

দিন যায়, মাস যায়, বছর কেটে যায়,
কাঙ্খিত সেই স্পর্শের অপেক্ষায়!
হাতে হাত রেখে ময়দানে লেবু চা,
কিংবা কলেজ স্ট্রীটের বইপাড়ার সন্ধ্যাযাপন-
মিস করি সেই পুরোনো সব বিকেল গুলো,
সেই শেষ দেখা হওয়া বিকেলে এক্সাইডের মোমোবিলাস!
তখনও ভাবিনি এরপর দেখা হবেনা বহুদিন!
তখনও যে অপরিচিত শব্দ, কোয়ারান্টিন!
ভিডিও কল বা ভার্চুয়াল জগতে
একে- অপরের সেই পরিচিত গন্ধটা যে থাকেনা!
জানি নেই কোনো বিকল্প,নেই কোনো উপায়,
এটাই সচেতনতা, এটাই তো নিউ নরমাল!
তবুও, তবুও যে সেই কবেকার পুরোনো,
বিকেল গুলোকে খুব মিস করি আজকাল।

-


21 JUN 2020 AT 14:18

সুয্যি মামা, রাহু কিংবা কেতু-
আর যে যেখানে আছো সবাই,
কোরো আমায় মাফ্🙏
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়",
তাই মাংসের ঝোল, ভাত,
চেঁটেপুটে সব সাফ্।

#সূর্যগ্রহণ

-


Fetching Subha Bank Quotes