Subarna Dhara(Happy)  
53 Followers · 76 Following

Joined 1 August 2018


Joined 1 August 2018
30 DEC 2020 AT 23:37

Before you seek God in the idols , you should find yourself within yourself

-


14 JUN 2020 AT 15:31

চোখ খুলে দেখো এ অন্ধকারে,
দাঁড়িয়ে আছো কতো মৃতের সারির মাঝে।

-


11 APR 2020 AT 13:24

আমি বয়ে যেতে চাই এই নদী প্রবাহে
যতদূর আমি বয়ে যেতে পারি,
আমি চলে যেতে চাই এই রাস্তার ওপর দিয়ে
যতদূর আমি চলে যেতে পারি।


আমি চেয়েছিলাম মাথাখানি রাখতে
তোমার ওই কাঁধের ওপর,
আমি চেয়েছিলাম হাজার স্বপ্ন দেখতে
সুন্দর ওই মুখখানির ওপর।



বাড়িয়ে দাও তোমার হাতটা
যা ধরে চলতে চাই অনেক পথ,
বাড়িয়ে দাও তোমার মনটা
যা নিয়ে আমি বাঁচতে চাই সারাজীবন।


উড়ে যেতে চাই ডানা মেলে আকাশে
যেখানে শঙ্খচীল ডাকে,
চলে গেলাম আমি সেই কীনারায়
যেখানে তোমার মন আমায় টানে।


নাম - মনের ভাষা
লেখনী - সুবর্ণ ধাড়া

-


6 JAN 2020 AT 18:39

ভালোবাসা কখনো অন্ধ হয় না...
আসলে অন্ধ হয় ভালোবাসার মানুষ গুলো,
তাদের কিছু অন্ধ আশা নিয়ে আর অন্ধ বিশ্বাস নিয়ে।

-


6 JUL 2019 AT 13:11

ভালোবাসাটাকে কখনো revenge এ পরিনত করতে নেই, তাহলে সেটা তোমার জন্য বিপদ হয়ে আসতে পারে।

-


29 MAY 2019 AT 18:11

নিয়েছো সম্মান, ভেঙেছো বিশ্বাস,
তবু সে কেনো তোমায় বলে যে এক সাথে ফেলব নিশ্বাস।
পুরুষ বলে করোনা অহংকার, ভালোবেসো নারীকে জাগিয়ে দিও না কখনো তার চন্ডি রূপ ভিতরকার।

-


24 MAY 2019 AT 16:15

কাছের মানুষকে হারাবার ভয় যখন বেড়ে যায় তখন নিজেকে আরো বেশি একা মনে হয়।

-


15 MAY 2019 AT 23:14

হ্যাঁ, হয়তো তোমায় আমি এখনো ভালোবাসি আর হয়তো এটাই আমার সব থেকে বড় ভুল, যেটা আমায় সারাজীবন এর শাস্তি পেতেই হবে.....
কিন্তু তুমি কখনো সেই ভালোবাসা আমায় দাওনি তাহলে কেনো কোনো না কোনো ভাবে আমার চোখের সামনে তুমি ধরা পরো....কেনো?

-


6 MAY 2019 AT 13:26

তুমি কোনো মানুষের সুখের সময়ে পাশে না থাকলেও অন্তত তার দুঃখের সময় তার পাশে থেকো, ভুলে যেও না যে এটা তোমার মনুষ্যত্বের পরিচয়।

-


3 APR 2019 AT 8:20

Be careful who you trust and tell your problems too. not everyone that smiles at you is your friend.
They are not humans, they have become a monster now.

-


Fetching Subarna Dhara(Happy) Quotes