যাদের আমরা খুব করে চায়,
ভবি সারাক্ষণ;
তারা কেনো মিথ্যা বলে,
ভেঙে দেয় মন।
তবুও তারা ভালো থাখুক,
করে মনের খুন ।
আমরা তো এতেই অভ্যস্ত,
আমাদের খোজ রাখে কয়জন।
________সু🖤মন
-
তোরই মতো একটা টেডি,
চাই যে আমার জীবনভর;
যার দেখাতে সারবে আমার,
মন খারাপের ভীষণ জ্বর।
-
তুই সামনে এলেই,
শান্ত মনে অশান্ত ঢেউ উঠে;
তোর চোখের কাজল আর উড়ো চুলে,
জীর্ণ হৃদয় গোলাপ হয়ে ফুটে।
তোকে দেখলে আমার,
স্তব্ধ আকাশ হারায় রং-রুটে;
হার্ট-বিটের বেগ বেড়ে যায়,
দ্রুতবেগে ছুটে।
তোর জন্য,
আঁকছি ছবি,সাজছি বৃথা কবি;
তুই কি আমার শূন্য পথে,
চলার সাথি হবি?
-
Love is an emotional game, It slowly creeps into your heart and damages your soul; so "Don't Be Emotional!"be practical and be happy....😌☺️
-
আমাদের জীবনের,
কোনোকিছুই চিরস্থায়ী নয়;
গোধূলি বিকেল, হেমন্তের কুয়াশা,
রাতের চন্দ্রিমা, বয়ঃসন্ধির প্রেম।
তবুও আমারা থেমে থাকি না,
স্মৃতি সঞ্চয় করি,
ফোনের গ্যালারিতে,অ্যালবামের পাতায়,
ডায়েরির খাতায়, কখনও মনের টাইমলাইনে।
এখনও গোধূলি বিকেলে,
সুর্যাস্ত হয়, রাখাল বাড়ি ফেরে গরু নিয়ে;
তবে এখন কেউ পথ চেয়ে থাকে না,
কেউ অপেক্ষা করেনা সন্ধ্যা বেলায় প্রদীপ হাতে।
আমরা চাই,
গোধূলি বিকেলে বসে;
একফালি সোনালী রোদ গায়ে মেখে,
নির্জনে সুর্যাস্ত দেখতে, কিন্তু হয়ে উঠেনা।
(বাকিটা ক্যাপশনে)-
তোমায় না বলা প্রতিটা কথা বিন্দু বিন্দু করে;
সঞ্চিত হয় আমার কবিতা ঘরে।
তোমার স্মৃতির উপন্যাসেরা আর্তনাদে চিৎকার করে;
প্রকাশকের খোঁজে ঘুরে-ফেরে প্রকাশনী নগরে।
ঠিক যেমন গোধূলির শেষে ,
ক্ষান্ত রাখাল বাড়ি ফেরার জন্য হন্যে হয়ে যায়;
তেমনি ক্লান্ত প্রেমিকের বেশে,
আমিও হন্যে হয়ে খুঁজে বেড়ায় তোমায়।
আটকে পড়ি তোমার পুরানো শহরের মায়াজালে;
কারণে-অকারণে অনুভূতি জমায়,
আগাছা হয়েই থেকে যায় কংক্রিটের দেওয়ালে।
তোমাকে দেখার প্রতিটি মুহূর্ত,
তুষার-বৃষ্টি হয়ে জমে থাকে হৃদয়ের দপ্তরে;
চোখের রেটিনা জানে মুহূর্তদের গলনাঙ্কের মান কত।
পরিযায়ী পাখিদের মতো,
শীতের শেষে তোমার কাছেই ফিরে আসি;
কিছু হয়তো অভ্যাসে, আবার কিছু অনুভূতির টানে।
------সু❤️ মন
-
তোমায় নিয়ে বৃথায় ভাবি, রোজই গড়ি তাসের ঘর;
ভালোবাসি বলতে চেয়েও, থমকে যায় হৃদয় দপ্তর ।-
পরের জন্মে মিলবো বরং;হব জাতিস্মর।
জাতপাতের নিয়ম ভেঙে;প্রেমে পড়ব পরস্পর।-
তুমিই পারো,
আরেকটি বার শুকনো দেওয়ালে তুলির টানে রাঙিয়ে দিতে।
তুমিই পারো,
আরেকটি বার নিকোটিনে পোড়া হৃদয়ের প্রতিটি কোষের আনাচে-কানাচে প্রাণের সঞ্চার ঘটাতে।
তুমিই পারো,
ঝরে যাওয়া অরণ্যর শাখা-প্রশাখায় নবীন প্রেমের কিশলয় বুনতে।
তুমিই পারো,
ক্ষয়ে যাওয়া মস্তিষ্কের প্রতিটি শিরা-উপশিরায় নতুন ভোরের আলো আনতে।
তুমিই পারো,
আমার মরুদ্যানে শত ক্যাকটাসের ভীড়ে একটুকরো প্রশান্তির গোলাপ হয়ে ফুটতে।
-----সু❤️মন
-