Stupid Boy   (Stupid Boy)
98 Followers · 4 Following

read more
Joined 18 February 2018


read more
Joined 18 February 2018
9 NOV 2020 AT 5:41

যদি না আসে 'অসময়',
কেমন করে বুঝবে কে থাকে পাশে,
আর কে করে পাশে থাকার অভিনয়।

মিথ্যেটাই মানুষ বেশি গেলে,
আত্মসম্মান যাওয়ার ভয় পাই সত্যিটা মুখোমুখি বললে।
মুখে তো সবাই বলে 'তোর লাগি করে মন আনচান',
অসময় আসলেই বুঝবে, "কে মানুষ আর কে ছুপা শয়তান!!"

-


29 OCT 2020 AT 8:10

আত্মীয়তার বন্ধন তাদের সাথেই পুনরায় মজবুত হয়, যাদের হাতে জুতো খাওয়ার পর বিচ্ছেদ ঘটে। কারণ এতে দ্বিতীয়বার জুতো খাওয়ার ভয় থাকে না। এদের ভদ্র ব্যাবহারকারী দের সাথে সু-সম্পর্ক হয়ে ওঠে না।

-


28 OCT 2020 AT 6:39

তোমার কাছের মানুষগুলোর মধ্যে অনেকেই হলো মধুর বোতলে ভরে রাখা বিষ, যা তোমার অনুপস্থিতিতে ব্যাবহার করা হয়।

-


28 OCT 2020 AT 6:35

তোমার কাছের মানুষগুলোর মধ্যে অনেকেই হলো মধুর বোতলে ভরে রাখা বিষ, যা তোমার অনুপস্থিতিতে ব্যাবহার করা হয়।

-


21 OCT 2020 AT 5:28

উহারা সত্যিই গুণবান, যাহারা সাপ ব্যাঙ দু'টোর মুখে চুমু খেয়ে দু'জায়গায় দু'রকম কথা বলে।

-


21 OCT 2020 AT 5:21

মানুষ অপরের দায়িত্ব বোঝাতে পারদর্শী,
নিজের দায়িত্ব ভুলে।

-


21 OCT 2020 AT 5:13

খারাপ পরিস্থিতিতে জ্ঞান তো সবাই দেয়,
পরিস্থিতিতে তাকে বসাও, সে জ্ঞান শুধরে নেবে।

-


10 OCT 2020 AT 12:24

অওকাদ একদম নেই, অ্যাটিচুডও নেই, তাই ইজ্জতও নেই। আছে একটা ধূলিমাখা আত্মা, অপেক্ষায় আছে কবে ডাকবেন পরমাত্মা।

-


7 OCT 2020 AT 23:38

তুমি যারে আপন ভাবো আপন সে নয়,
পয়সা যারে আপন ভাবাই, আপন সেই হয়।

-


4 OCT 2020 AT 10:20

ধর্ষন সব জায়গায় হয়,
ধর্ষকের পক্ষ নিয়ে ধর্ষিতা ও তার পরিবারের প্রতি এতো নিকৃষ্টতম আচরণ সব জায়গায় হয় না।

~ 🇮🇳 জাগো ভারতবাসী জাগো 🇮🇳

-


Fetching Stupid Boy Quotes