Stupid Boy   (Stupid Boy)
98 Followers · 4 Following

read more
Joined 18 February 2018


read more
Joined 18 February 2018
1 JAN 2022 AT 23:50

Zindegi gujar gayi sab ko khus karne me,
Jo khus hogayi wo apne nehi the,
Jo apne the wo kavi khus nehi huye.

-


7 DEC 2021 AT 10:13

আমরা তো সুন্দর জীবনের স্বপ্ন দেখি,
কিন্তু একটা দিনের খারাপ অভ্যাস ত্যাগ করতে পারি না।

আমরা পৃথিবী বদলাইবার স্বপ্ন দেখি,
অথচ একটা দিন বদলাইতে পারি না।

আমরা ভালোবাসায় ভুবন ভরিয়ে দিতে চাই,
অথচ একটু ভুলের জন্য কাউকে ক্ষমা করতে পারি না।

-


30 NOV 2021 AT 7:22

Kash ek 'Ibnul Arabi' aur tha,

Kash mere dil ki gehere pe chupe huye dard ko sunne wala ek Ibnul Arabi aur tha,

Kash us Ibnul Arabi ki mithi baato se mere dil ko sukun milne ki mauka milta.

-


17 OCT 2021 AT 23:57

নারী, যদি তুমি হও পরপুরুষের শরীর ঘেঁষা,
তুমি তো নারী সতী নও, সতীত্ব বিলানোয় তোমার নেশা।

ভাল্লাগছে রোজ পরপুরুষের ছোঁয়া?
আসলে তুমি নারী হও, তুমি তো নিষিদ্ধ গলির মোয়া।

-


9 OCT 2021 AT 23:05

যদি ডানা মেলে দাও,
ওরা ছিঁড়ে নেবে পালক।
তার চেয়ে বরং গুটিয়ে রাখো নিজেকে,
পালকও থাকবে ভালো,
না হয় ডানা অন্য কোথাও মেলালে।

~ Anti Fascist

-


8 OCT 2021 AT 6:00

সোনার চামচ নিয়ে জন্মানো মানুষেরা,

শূন্য থেকে শুরু করা মানুষদের পরিশ্রম বুঝতে পারেনা।

-


10 JUL 2021 AT 12:07

Ya Allah! Humne kisise julm kiya, to maaf kar de,
Kisine mujhpe julm kiya use vi maaf kar de,
Jo sath reheke jhut bolke Gaddari ki hai use vi maaf kar de, use sach bolne ki takat de.

#motivation - Ertughul Ghaji

-


8 JUN 2021 AT 5:55

'ভালোবাসি' বলা লোকের অভাব নাই,
তারপরেও আমি কি করে 'বাসি' ভাত খাই

~FakeLove😆

-


25 MAY 2021 AT 12:46

মধ্যবিত্ত ছেলেরা, প্রিয়জনদের প্রয়োজন মেটাতে পারে, চাহিদা নয়।
আর চাহিদা মেটাতে না পারলেই সে নিঃসঙ্গ।

-


25 MAY 2021 AT 7:55

মধ্যবিত্ত,
ছেলেটা শরীরের শক্তির জোরে একা বাঁচে না,
একা বেঁচে থাকে, ধৈর্য্য আর মনের জোরে।

-


Fetching Stupid Boy Quotes