বাস্তব আর অবাস্তবতার মাঝে মানুষের হারিয়ে ফেলা জ্ঞানের বহিঃপ্রকাশ করল গল্পের চরিত্র অনিমেষ-
ধর্ম কি? যা মানুষকে নিজের অস্তিত্বকে জানার রাস্তা দেখায়। ভারতবর্ষ আমার- বিবিদের মাঝে এক মিলনস্থল। এখানে ভাষা জাতপাত,পোশাক আশাকে অনেক ভেদাভেদ তা সত্বেও যখন বাইরে আগুন লাগে এদেশের মানুষ একজোট হয়ে নেভাতে আসে। হ্যাঁ, এ আমি দেখেছি সেই যুদ্ধের ময়দানে আমাদের বীর শহীদদের কোন জাত ধর্ম নেই, এ আমি দেখেছি ভারত পাকিস্তানের খেলার ময়দানে যেখানে শুধু ভারতীয় খেলে কোন ধর্ম নয়।
কিন্তু এ আমি দেখেনি কোন রাজনীতির মঞ্চে কোন রাজনেতা ভারতীয় হয়ে বক্তৃতা দিতে। এ ভারতবর্ষের ধ্বংসের হাতিয়ার নিয়ে ঘুরে এদেশের দলপতিরা ওরা শুধু রং পাল্টায় তবে আজ যা ওরা কালও তাই থাকবে, তাই আজ সেও ভাবছিল এখন নোটাই দৃঢ় হোক।-
Always stay connected with great minds
They will inspire you, motivate you for getting out the best from yourself.-
Crowd: they tried to put her down
She: I accept, I am ugly but at the same time I feel proud because I am carrying DNA of my father and mother-
"সকালবেলায় প্রকৃতির এক মনোরম দৃশ্য
খোলা মাঠে কৃষক আর তাঁর সবুজ ফসল"-
বৈরী নাকি সখী জানিনা তো
তরল নাকি গরল প্রশ্ন ছুড়ে খানিকটা
হঠাৎ চুপ করে যায়! ক্ষাণিকক্ষণ পরে-
গুঙরে গুঙরে শব্দ করে কেন্দ্রবিন্দু থেকে বিচ্যুতি
ধোঁয়াশা আর কুয়াশা নিয়ে এক আপছা বিস্মৃতি
"কেন্দ্রবিন্দু থেকে আলোর বিচ্যুতি ই- অশান্তি
আর আলোর কেন্দ্রীভূতকরণই - শান্তি
-
বাতির শহরে বিন্দুর অস্থিরতা, বাতায়নে বসেও স্বস্তি নেই বিষাক্ত গ্যাস এর সাথে কিছু অনুজীবের মিশেল। বিগত এক দশক ধরে ধার করা সময়ের যাতায়াতে হাজারো ছবি গেছে বদলে শত শত মুখ চেনা অচেনার ভীড়ে শুধু কিছু মুখ থেকে গেছে গভীরে, গান গুলো বদলে হয়েছে আরও মৃদুল, গন্তব্যস্থানও পুরানো থেকে নতুন। টুকরো টুকরো হাজারো স্মৃতি মনে করিয়ে দিল সেই ফ্লাইওভারের স্ট্রিট লাইট। প্রিয় হাত ধরে পা রাখা বাতির শহরে চোখে বড় স্বপ্ন নিয়ে, মাথায় হাত বুলিয়ে একটা চুম্বন। সেই প্রিয় হাতগুলি ধরে গুটি গুটি পথ চলা আর শিখিয়ে গেছে জীবনের সেই সহজপাঠ
" মানুষ হও আগে বড় হবে পরে
কিছু চাইতে হলে শান্তি চাও
সুখ আর দুঃখ তো শুধু সময়ের গতি
আর ভালোবাসা ছড়াবে বদলে তাই পাবে
"-