Shore Of The Sea   (Tranquility)
63 Followers · 24 Following

read more
Joined 28 November 2017


read more
Joined 28 November 2017
28 OCT 2024 AT 16:49

28.10.24

একটা গোটা শহরকে বিদায় জানিয়ে ঘরে ফেরা, দীর্ঘ ১৬ বছরের সেই দীর্ঘ যাত্রা, নিজেকে প্রতিষ্ঠিত হবার খোঁজে অনেকবার নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজে পাওয়া। তোমার অশেষ ধন্যবাদ ঈশ্বর যতবার আমি হেরেছি ততবার আমাকে শক্তি দিয়েছে আবার উঠার, আমাকে শক্তি দিও আগামীতে আমার স্বপ্নগুলোকে যেন বাস্তবায়ন করতে পারি। সবার সাথেই দেখা হবে, কিন্তু আমার পায়েল দিদির সাথে হয়ত আর দেখা হবে কিনা জানিনা। আমার জীবনের একটা মানুষ যে আমাকে দীর্ঘ ৩ বছর আগলে রেখেছে, এমন মানুষ জীবনে পাব ভাবিনি, একটা সুন্দর মানুষ......দিদি তোমার জরিয়ে ধরে আজ সকালের কান্নাটা ভুলতে পারছিনা। তোমার হাতের প্রত্যেকদিনের রান্না খুব মিস করব........খুব.....আর বাকী সবাইকে ছেড়ে যাচ্ছি, জীবনের একটা সুন্দর অধ্যায়কে বিদায় জানানো.............

গোটা শহরকে বড্ড মিস করব, আর আমার ছাদের সেই প্রিয় জায়গা............

খুশি তবে বড্ড ভারাক্রান্ত মন,
And thanks to almighty....my whole family and my well wishers........

-


5 MAR 2024 AT 19:36

হে ঈশ্বর তোমার অশেষ ধন্যবাদ।
One of the most happiest day in my life.....
🌼🌼🌼🌼🌼🌼☘️🍀🍀🌱

God give them all the good vibes for new life journey....just bless them abundance....🙏🙏🙏

-


4 MAR 2024 AT 21:31



এই সৃষ্টি অনেক কিছুর জন্য শব্দ বানাতে পারেনি, গহীনে প্রতিধ্বনিত সব ভালো কিছু রাখছি তোমার চরণে। ভালো রেখো ঈশ্বর ...... আমার হয়ে মাথায় হাত রেখো ।


-


22 JUN 2022 AT 20:36

"The mind is everything, what you think you become"

-❤️Buddha

-


21 JUN 2022 AT 8:56

"Yoga- the powerful tool to know about ownself"

-


15 JUN 2022 AT 15:45

একটু চুপ থাকার পর আমার মন বলে উঠল
"জীবনের মানেইতো হাসতে হাসতে বাঁচা"

-


7 JUN 2022 AT 22:24

I m thankful to you.....for everything

-


24 MAY 2022 AT 15:36

সহজ হওয়া বড্ড কঠিন

-


29 MAR 2021 AT 23:10

এক অদ্ভুত প্রশ্ন:-

-সব্বাইতো দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্র বানাতে ব্যাস্ত। তাহলে ভালো মানুষ বানাবে কে? ঠাম্ এর কাছে রোজ শুনি আগে মানুষ অনেক ভালো ছিল, এখন নাকি সব্বাই বদলে যাচ্ছে?? তাহলে ওদের মানুষ করবে কে?

- কেন তুমি বানাবে। তারজন্যই রোজ আমরা বই পড়ি আর শিক্ষক তোমাকে পড়াতে আসে ভালো মানুষ হবার জন্যে। তুমি যখন বড় হবে তখন অন্যদের ভালো বানাবে।
- আমি বড় হয়ে কি হব তাহলে?
- একজন ভালো মানুষ হবে যে নাকি অনেক অনেক আনন্দে থাকবে আর অন্যদেরকেও অনেক অনেক আনন্দ দেবে সঙ্গে শিক্ষক, পাইলট, ডক্টর, লেখক, কৃষক যা ইচ্ছে হতে পারবে কোন বাঁধা নেই।

# ছোট্ট মনের জটিল প্রশ্ন, প্রশ্নের মান বেশি তাই খাতায় দাগ কাটে নি। তাই উত্তরে দায়িত্ব সঁপে দেওয়া আগামীর ভবিষ্যতকে

-


19 MAR 2021 AT 23:35

"অবহেলায় বড় হয় যে বটবৃক্ষ
সিসৃক্ষু সেই নিজেই আরো হাজারো বৃক্ষের
সরলতায় যদি মিশাও গরলতা
সেই কলসির গরল বোঝাবে সকল অভিজ্ঞতা"

-


Fetching Shore Of The Sea Quotes