নদীর বুকে জমেছে পলি,
অতীতের কাঁচে ধুলো বালি!
ঝাপসা স্মৃতিতে উঁকি দিয়ে,
আগামীর পথে এগিয়ে চলি।
~ স্থিতা সংস্থিতা-
I am lucky to have had the opportunity to learn from you. Your knowledge has accompanied me in every step of my life, guiding me on the unknown path of life. I am eternally grateful to you. I believe your blessings will always be with me. Receive greetings and congratulations on Teacher's Day.
-
অন্যদের ধৈর্য বিষয় পরামর্শ দেওয়ার আগে, নিজেদের বদ অভ্যাস গুলো পাল্টানো প্রয়োজন। আর নিজেদের বদ অভ্যাস বদলের জন্য ধৈর্য নয়। চাই ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস। মাথায় রাখতে হবে আমার মুখের বাণীতে নয়, আমার কর্ম দেখেই পরবর্তী প্রজন্ম তাদের ভবিষ্যত গড়বে।
~ স্থিতা সংস্থিতা-
ভালবাসার সঙ্গীরা চলে যায়, তবে তাদের স্মৃতি বড় সজীব। সারাজীবন সঙ্গ দেয়।
~ স্থিতা সংস্থিতা-
Today is your day. Not only yours but also ours. The comparison between men and women has been going on for ages; Will continue in the future. In fact this proverb gives such happiness to both. Someday when this argument stops... imagine how it will feel! We don't like it at all.
Men and women complement each other. Both equally contribute to the balance of human civilization. Thank you so much for all your invaluable contributions in every moment of our lives and best wishes for International Men's Day.-