বসন্তের হাওয়ায় পাল্টাচ্ছে মনের পৃষ্ঠা অনবরত..
ভিতর রাঙিয়ে চলেছে নানা অনুভূতির রঙিন আবিরে..
বিষাদের কালি দিয়ে বন্ধ হয়েছে জীবনের লেখা কারণ..
আমার প্রেমোপাখ্যান রয়েছে তোমার আসার পথ ঘিরে..-
আমার কলম এভাবেই বাঁচতে চাই তোর নাম নিয়ে..
মন ডাইরির পাতায় লিখতে চাই তোর না বলা ভাষা..
বছর বছর ধরে যাক না বয়ে সময়ের বিপুল স্রোত..
তবুও হার্টবিট বলতে চাই ভালোবাসি তোকে ভালোবাসা..-
তোমার নিঃশ্বাসে বেড়ে চলে আমার উষ্ণতা..
আমার দৃষ্টি থমকে যায় তোমার চাহনিতে..
মনে হয় যেন দরকার নেই ভালোবাসি বলার..
কাছে টেনে নিয়ে একখানি স্নেহের চুম্বন দিতে..-
কিছুটা নীরবতা কাড়লো বহু দামী সময়..
একটা দীর্ঘ শ্বাসে তোর চোখ ভরলো জলে..
বিদায়ের মুহূর্তে সেখানেই পড়ে আছে মন..
হয়তো আসার আগে জড়িয়ে ধরেছিলিস বলে..-
যতই হোক ভালো থাকা বা মন খারাপের বিষয়..
তবুও গোছ ধরে কথাগুলো মনে জমাতে শেখো..
দিনের শেষে পাতবো যখন ভরসার বুকের আস্তানা..
মাথা ঠেকিয়ে করবে উজাড় - এই অঙ্গীকার রেখো..-
মনে পড়ে হাসি কান্নায়..
মাথা গুঁজতে খুঁজিস কাকে?..
সবকিছু ছেড়ে..
জড়াস আমাকে!..-
মনের ভাষা বিনিময়ে বেড়েছে প্রবল ঘনিষ্ঠতা..
বাড়ছে আপনিই দুজনের মাঝে টানের জোর..
এপ্রেমের মিষ্টিভাব দাঁতে কাটা ডেয়ারি মিল্ক নয়..
পূর্ণ করে দুজন দুজনকে দেওয়া ভালোবাসার কামড়..
-
তোর নামে বলতে গিয়ে ফুরিয়ে গেছে শব্দ..
চিঠি লিখে লিখে কালিও ঠেকেছে শেষ মাত্রায়..
পড়ে থাকা অগোছালো ভাবনা দিয়ে বলছি তোকে..
চলবি হাতে হাত রেখে আমার গোটা জীবন যাত্রায়?..
-
তোমার একফালি প্রেমে সেজেছে মনের উঠোন..
তোমার আদরে ফুটেছে খুশির ফুল অন্তর কাননে..
কিভাবে বোঝায় তোমার জন্যে এতকিছু পাওয়া!..
তাই এনেছি হৃদয়ের লাল গোলাপ শুধু তোমারই জন্যে..-
অন্যকে তাচ্ছিল্য করে নিজের থেকে অন্যকে দূরে সরিয়ে রাখার নাম "অহংকার"..
কিন্তু নিজে তাচ্ছিল্য হয়ে অন্যের থেকে নিজেকে দূরে সরিয়ে আনার নাম "আত্মসম্মান"..-