Srikanta Majumdar   (©বেনামী অলেখক📝)
29 Followers · 305 Following

Bio নেই
Joined 3 January 2021


Bio নেই
Joined 3 January 2021
5 MAY AT 9:00

''অবশেষে আমরা সবাই একা'' —
কথাটা বোধহয় পুরোপুরি সত্য নয়,
কারণ মানুষ তো মাঝপথেও একা হয়;
এমনকি শুরুর যাত্রা পথেও।

© শ্রীকান্ত মজুমদার।

-


15 MAR AT 19:41

বোঝেনা হিয়া আর বোঝে না আমার মন,
কখনো পবনে ফেরে, কখনো গহীন কানন;
আমি তাই ছেড়ে দিয়ে মনের বাঁধন ডোর,
ঘুরেফিরি দেশে দেশে, যদি কোনো মেলে ঘর।

© শ্রীকান্ত মজুমদার।

-


15 MAR AT 19:40

বোঝেনা হিয়া আর বোঝে না আমার মন,
কখনো পবনে ফেরে, কখনো গহীন কানন;
আমি তাই ছেড়ে দিয়ে মনের বাঁধন ডোর,
ঘুরেফিরি দেশে দেশে, যদি কোনো মেলে ঘর।

© শ্রীকান্ত মজুমদার।

-


24 FEB AT 14:56

নারী, তুমি পরিধান করো ওয়েস্টার্ন অথবা শাড়ি;
নারী, তুমি চিরকাল অদ্বিতীয়া নারী।
নারী, তুমি প্রকৃতি তুমি প্রেমের উৎস বারি;
নারী, তুমি মুক্তির প্রথম কান্ডারী।।

-


20 FEB AT 9:44

তাও তো আসে না ঘুম, যদিও বা আসে;
পলক পড়ে না ঘুমের, ভাঙে ক্ষণে ক্ষণে।
পাই না সেই হেতু মোরা মরণের সুখ,
জীবন ঝরায় আঁখি, আর দিয়ে যায় দুখ।

-


19 FEB AT 8:26

প্রথমে ভেবেছি তোকে নিয়ে কবিতা লিখি,
পরে ভাবলাম না, 'ভালোবাসি' বলি।
অবশেষে ভেবে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারলাম না,
তাই তোকে মনে মনে, মনের মধ্যেই রাখলাম।

-


15 FEB AT 14:44

কবিরা কখনো ভালোবাসা পায়নি, ভালোবাসা পেয়েছে কবির কবিতা। প্রেমিকা কবিতা ভালোবেসে কবির কাছে এসেছে, তারপর সে চেয়েছে নিরাপত্তা। কবিরা তার প্রেমিকাকে কবিতা দিয়েছে অনেক, কিন্তু নিরাপত্তা দিতে পেরেনি কোনোকালেই। তাই কবিরা ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে বার বার, বার বার তার কবিতা আত্মহত্যা করেও পায়নি নিজের ভালোবাসার প্রেমিকাকে।

-


14 FEB AT 9:08

তুমিহীনে ত্রিবেণীধারা কেমনে সম্ভবে,
আসিয়া গঙ্গা-যমুনাসনে ত্রিবেণী গঠিলে।
সঙ্গীত আর শিল্পকলায় বঙ্গ দিলে ভরি,
জন্মিয়াছে বিদ্যাসাগর-মধু-রবি বিদ্যাধরী।।

অসময়ের অসম্ভবে তুমি সব সম্ভব করো,
অজ্ঞানী আর অজ্ঞানতার হাতটি তুমি ধরো।
কেবল তাতেই প্রকাশ হবে দেশের গরিমা,
তাই তো তোমায় করছি স্মরণ সরস্বতী মা।।

-


5 FEB AT 18:04

আমার অবস্থা এখন লঙ্কাধিপতি রাবণের মতো।
তার মতো জ্ঞানী নই অবশ্য,
তবে তার মতো অবুঝ হয়ে গেছি নিশ্চিত।
আর তাই হয়তো একদিন কনকলঙ্কার মতো পুড়ে
ছারখার হতে হবে তোর স্মৃতির লেলিহান আগুনে।

-


20 JAN AT 19:53

উঁকি দিচ্ছে রাঙা সূর্য
স্বপ্নের মতো হতাশার অবডালে;
অন্ধকার ঘেরে চারিদিক
মানুষের অসহায় দুর্বল মন পেলে।

তবুও এগোয় মানুষ
অনিশ্চিত ভবিষ্যতে আশার সলতে জ্বেলে;
জীবন থামে, থামেনা মরণ
ধীরে ধীরে গ্রাস করে, অজগরের মতো গেলে।

-


Fetching Srikanta Majumdar Quotes