SRIJITA   (সৃজিতা)
71 Followers · 14 Following

Joined 10 March 2019


Joined 10 March 2019
13 NOV 2023 AT 16:42

বহু দিন ছুঁয়ে দেখিনি
একান্তে নির্জনতাটুকু প্রাপ্য ছিলো,
ভিড় বড্ড বেশি ভিড়।
আসলে কিছু কবিতা বোধহয়,
না- কবিতাতেই মানানসই।

-


21 MAR 2022 AT 7:42

কবিতা আমার নীল আকাশের বসন্ত উৎসব।
কবিতা আমার তৃষ্ণার জল প্রখর রোদে।
কবিতা আমার শুক্লা দ্বাদশীতে বোষ্টমীর সেই অন্তরাটুকু।
কবিতা আমার অব্যক্ত প্রেম মধ্য রাতে।
কবিতা আমার অলস দুপুরে নিকানো উঠোন।
কবিতা আমার শিশির ভেজা মেঠো আল পথ।
কবিতা আমার প্রেমিকের খোলা চিঠি।
কবিতা আমার ঝড় বাদলের আঁধার রাত।
কবিতা আমার মায়ের কোলের নিশ্চিন্ত আশ্রয় ।

-


10 MAR 2022 AT 22:07

বিনি সুতোয় দুঃখ বোনায়
দারুণ চৈত্র মাস।
একলা ঘরে ফাগুন আমায়
শিমুল পলাশ খোঁজায়।
সময় হলে ফিরে দেখো
বসন্ত আজও অপেক্ষায়.....

-


17 FEB 2022 AT 18:40

তোমার তরে কৃষ্ণচূড়া
তোমার তরে আকাশ নীল,
তোমার তরে রংধনু রং,
আজ তোমার জন্মদিন।

তোমার তরে শুভেচ্ছা আমার
নীল খামে রবে অমলিন।

ছড়িয়ে দাও তোমার সৌরভ
ছড়িয়ে দাও ভালবাসা,
রাঙিয়ে দাও তোমার পৃথিবী
বেঁচে থাকো নিয়ে আশা।

তোমার আলোয় ঘুঁচে যাবে
নিরাশার অন্ধকার,
তোমার আলো জ্বালিয়ে দাও
পৃথিবীর এপার-ওপার।

তোমার বুকে স্বপ্ন থাক্, রাত্রি-দিন
আজ তোমার জন্মদিন।।

-


26 APR 2021 AT 17:27

অতীত ভুলে যতোই চলো
আজও তুমি দুশ্চরিত্রা

-


28 MAR 2021 AT 9:44

"রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে..."

বসন্তের রঙিন শুভেচ্ছা সহ

-


26 MAR 2021 AT 12:07

আমি ছোট্ট একটা বিস্ফোরক

-


26 MAR 2021 AT 8:09

সকালের উড়ো চিঠি,
বেনামী প্রেরক ।
পলাশের আগুন,
আর শিমুলের রক্তে
লিখেছে, -

'' ভালোবাসি ''

-


21 FEB 2021 AT 9:09

আমার ভাষা আদুল গায়ে মেঠো পথের ছবি,
আমার ভাষা শিকাগো শহরে গেরুয়া বসনধারী ।
আমার ভাষা মাতৃস্নেহে প্রথম ফোটা বুলি,
আমার ভাষা ফাঁসির মঞ্চে আঠারোর বলিদান...

-


12 FEB 2021 AT 19:28

বিষণ্ণতার গল্পগুলো
আমারই না হয় থাকলো...

তোমার ভাগে থাকুক শুধু
আনন্দ আয়োজন...

-


Fetching SRIJITA Quotes