:অর্পিতা:
সে আমার অলেখা কাব্যের,
অপ্রকাশিত কবিতা,,
সে আমার হারিয়ে যাওয়া সুখ,
আমার অসম্পূর্ণ প্রেম অর্পিতা।।
যাকে ঘিরে মনের মাঝে স্বপ্নেরা বেধেছিল বাসা,
যার কাছে অবহেলিত ছিল আমার ভালোবাসা,
সে চলে গেল আর সাথে নিয়ে গেলো আমার জীবনের ছন্দ,
এখন তাই তাকে নিয়ে কবিতা লেখা বন্ধ।।
-
গল্পের রাজা আজ নেশাগ্রস্ত,
কারণ রানীর বেইমানিতে
তার স্বপ্নের রাজ্য ক্ষতিগ্রস্ত।।
গল্পের রাজা,আজ ধরিয়াছে গাঁজা,
তবু সে রাতে নিদ্রা হারায়।
গল্পের রানী, করিয়া বেইমানি,
লোকসম্মুখে ভালোবাসার বাণী
শুনিয়ে বেড়ায়।।-
মন বেচারা ছন্নছাড়া,
আজও তোমার জন্য আনমনা,
সে জানতে যে চায় তোমার ঘরে
বসত করে কয়জনা?-
তুমি বলতে অজ্ঞান ছিলো সে,
সে তোমাকেই দুনিয়া মানত।
আস্ত বোকা..... ছিলো সে,
সেকি তোমার ছলনা জানত?-
তুমি তো বেশ সুখেই আছো,
ভাসছো নতুন স্বপ্নের রেসে।
তাকে কি আর মনে পড়ে?
যাকে ঠিলেছিলে মন খারাপের দেশে!-
Maine jisse Jaan se bhi jayada chaha,
Wo kisi aur ki diwani hogayi,,
Uski bewafai ke khatir
Mashoor meri ishq ki kahani hogayi।।-
Uski bewafai ne meri mohabbat ka katil kar Diya,
Fir bhi Maine uska naam
Dil rakh Diya।।
-
আমাদের গল্পগুলো তুমি ভুলে যেও অপু,
স্মৃতি গুলো আমার মনে রয়ে যাক।
দুনিয়ার সব খুশি,আনন্দ গুলো তোমার হোক, আর কষ্টগুলো আমার নামেই থাক।।-