কাউকে ভালো লাগলেই তাকে ভালোবাসি বলতে নেই...!
কারণ ভালো লাগাটা যতটাই
সহজ ব্যাপার
ভালোবাসা টা ঠিক ততটাই কঠিন..
ভালোবাসি বললেই সম্পর্ক গুলো ভারী মনে হতে শুরু করে,
দায়িত্ব, কর্তব্য, মান,অভিমান, এইসবের ভারে ক্রমশ ভালো লাগাটাই হারিয়ে যেতে থাকে...
তারপর.....
তারপর শুধুই বয়ে বেড়ানো....
সকাল থেকে রাত্রি শুধু বয়ে বেড়ানো...
মাথায় নিয়ে,কাঁধে নিয়ে, বুকে নিয়ে...!!
জীবন টা তখন একটা
সিনেমা মনে হয়;
যেখানে আক্ষরিক অর্থে সব কিছু আগের মতোই আছে মনে হলেও বাস্তবিক অর্থে তার আর কোনো কিছুই আগের মতো থাকে না...
ভালোবাসার মানুষের গায়ের সুগন্ধ টা দুর্গন্ধ মনে হয়, খুনসুটি গুলো পরিণত হয় ন্যাকামি তে...
দিনের শেষে ভালোবাসা আর মন্দ বাসার মধ্যে খুব একটা দূরত্ব থাকে না যখন...
দুটো মন আর চারটে চোখে তখন একরাশ কালশিটে...
আসলে সব ভালোবাসারই শেষ পরিণতি হলো "অভ্যাস"....
তাই কাউকে ভালো লাগলেই ভালোবাসি বলতে নেই...
ভালোবাসা খুব ভারী....খুব..!!-
সুখের থেকে দুঃখ অনেক ভালো,
দুঃখে কারোর নজর লাগে না
দুঃখ তাই একান্তই নিজের হয়
কেউ এর ভাগ চাইতে আসে না কোনো দিন
কাউকে ভাগ দিতে চাইলেও এড়িয়ে
যায় অজুহাতে...
সুখের বদলে দুঃখ সবাই নিতে চায়
দুঃখের বদলে সুখ; নৈব নৈব চ !!
কেউ বাড়িতে এলে প্রশ্ন করে দেখো
কিগো হবে নাকি এক কাপ দুঃখ...??
হালকা করে একটু স্মৃতি, আর কয়েক ফোঁটা
চোখের জল দিয়ে বানিয়ে দি না একটু...
দেখবে মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে যাবে কেমন
এক মুহূর্তেই বুঝে যাবে পৃথিবীর সবচেয়ে
সুখী মানুষ টাও দুঃখ কে কতো টা ভয় পায়...
অথচ দুঃখ পাওয়া টা সুখ পাওয়ার থেকে
অনেক বেশি সহজ...
সুখ পেতে গেলে পরিশ্রম করতে হয়
বাসে ট্রামে ঝুলতে হয়, মাইল এর পর মাইল
হাঁটতে হয়, মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতে হয়,
অপ্রিয় মানুষ দের কথাও শুনে চলতে
হয় অনেক সময়...
আর দুঃখ..?
সে তো তুমি কাউকে সামান্য প্রাণ দিয়ে ভালোবাসলেই পাবে..
কাউকে চোখ বুজে বিশ্বাস করলেও পাবে,
এমনকি কাউকে নিয়ে রাত বিরেতে মরা বাঁচার স্বপ্ন দেখলেও পাবে।
তবু যে মানুষ কেনো দুঃখকে এত অবহেলা এতো তিরস্কার করে বুঝিনা...
আসলে সহজে পাওয়া কোনো জিনিস কে
মানুষ সহজে গুরুত্ব দিতে চায়না...
-
কালো মেঘে বৃষ্টি এলো কমলো মেঘের ভার,
মনের ঘরে কাটলো আঁচড়, চুলেরই বাহার;
এই দিকে মন হায়রে কখন পড়লো তোমার প্রেমে,
চোখের পলক পড়লো, ওমা দেখি বৃষ্টি গেছে থেমে...-
স্বপ্ন খেকো রাত্রি গুলো চোখের
কোনে ভাসে না...
বুকের ব্যাথা বাড়লে এখন
কান্না টা আর আসে না...-
কোনোদিন ভাবিনি এত কাছে আসবে,
কোনোদিন ভাবিনি এত ভালোবাসবে;
কোনোদিন ভাবিনি শিরো'পরে চড়বে,
কোনোদিন ভাবিনি মোরে তুমি গড়বে;
কোনোদিন ভাবিনি মনে স্থান লইবে,
কোনোদিন ভাবিনি এত কথা কইবে;
কোনোদিন ভাবিনি মনে আশা জাগাবে,
কোনোদিন ভাবিনি এতখানি ভাবাবে ।
-
সমাধি
কষ্ট আমারো হয়.. চোখে জল আমারো আসে...
ব্যাথা কি শুধু তারাই বোঝে, যারা ভালোবাসে...??
বলতে গিয়েও কথা গুলো আটকে যায় দুটো ঠোঁটে..
চোখ বুজলে মাথার ভিতর অভিমান ভেসে ওঠে...
বুকের বারান্দায় শুকিয়ে যায় আবেগের চারা,
অনেক মানুষ বদলে যায় কোনো
কারণ ছাড়া।
আমিও তাদেরই সাথে দুঃখ মাখা গায়ে..
স্মৃতিদের হাত ধরে হাঁটি পায়ে পায়ে।
মুখের ভিতর চোখ রাখলে
হৃদয় দেখা যায়,
স্বপ্ন গুলোর লাশ রয়েছে
আমার চিলেকোঠায়..
সুযোগ পেলে দিনের শেষে
পারলে দেখে যেও,
ভালোবাসার সমাধি টায়
ফুল দেয়নি কেউ ।।-
আপোষ
অতীত টা হাতড়ালে অনেক শ্যাওলাই আঙুল স্পর্শ করে...
মাটির সোঁদা গন্ধে আমার আপনার মতোন মানুষ গুলোর ফুসফুস ভোরে ওঠে রোজ, রোজ ।
তবুও আমরা আপোষ করতে পারিনা কেন জানেন..??
কারণ যে বুকটা একদিন ভালোবাসায় ভরপুর ছিল
আজ সেই বুকে কেউ মাথা রাখতে গিয়ে বলে -
তোমার বুকে এত আঁশটে গন্ধ কেন...???-
দু-এক পশলা বৃষ্টির মতো দু-এক দিনের আলাপ,
অল্প কিছু কথোপকথন;
কিছুটা অহেতুক অস্বীকারের খুনশুটি ।
তারপর সে তার ব্যস্ততায়, আমি আমার কবিতায়--
কিন্তু এই একতরফা কথা ছোঁড়া-ছুঁড়ি টাও
কখন যে অভ্যাসে পরিনত হলো
বুঝে উঠতে পারিনি ।
আর আমার কপালের দোষ দেখো--
অভ্যাসের মালাটাও শুধু নিজের গলাতেই পড়লাম,
সামনের মানুষ টাকে তো এখনো
ফুলই চেনাতে পারলাম না ।-
ছোট্ট একটা তিল,
একটা সামান্য তিল ও যে কারোর সৌন্দ্যর্য কে
এতটা প্রসারিত করতে পারে--
তোমায় না দেখলে হয়তো তা অজানাই থেকে যেত ।
জানি তোমার কাছে এর গুরুত্ব নিছকই সামান্য;
হয়তো বা পরিষ্কার মুখের মাঝে কোনো
এক কালো দাগের মতোই অপ্রয়োজনীয় ।
তবে এই তিল ই আমায় বাধ্য করে বারবার
তোমার হাজারো অস্বীকারের মাঝে একচিলতে স্বীকারের আসায় ছুটে আসতে, ভালোবাসতে।
চোখ বুজলেই চোখের কোনের তিলটা
আরও বেশী স্পষ্ট লাগে
জানি না কেন ওটাকে কেউ খারাপ বললে
বড্ড রাগ হয় এখন ।।-
নেশাগ্রস্ত
মদের নেশা নেই আমার, মাল বলতে নিছকই
মেয়ে মানুষ কেই বুঝি, আর গাঁজা টাও আমার ঠিক
পোষায় না -- বড় উগ্র গন্ধ শুনেছি ।
তাই এসবের প্রয়োজন আমার কোনোদিনই পড়েনি ।
আমার কাছে তো ভালোবাসার মানুষটার
গায়ের গন্ধ টাই নেশা,
তার খোলা চুলের গন্ধে মুখ ঢেকে এক নিশ্বাসে
ফুসফুস ভরে নেওয়াটাও ।
তার ভিজে ঠোঁটের ওপর ঠোঁট রেখে
লিপ্স্টিকের স্বাদ আস্বাদনের মত তীব্র নেশা
আর কি বা হতে পারে;
তার অবতল উদরে মুখ গুঁজে নাভীর গভীরতা
মাপাটাও আমার কাছে অন্য আর যে কোনও
নেশার মতই মারাত্মক ।
তাই আমার নেশার কারণ ভালোবাসা টা নয়,
ভালোবাসার মানুষটাই আমার নেশা ।।-