Srabani Patikar   (Srabani)
12 Followers · 6 Following

Joined 24 January 2020


Joined 24 January 2020
15 OCT 2023 AT 17:40

সন্ধ্যা আসে পাহাড় কোলে
শহর সাজে আলোর দোলে

মন ছুটে যায় ঘরের কোনে
নিস্তব্ধ হাওয়া তোমায় খোঁজে

অন্য শহরে শিউলি ফোটে
কিন্তু সেই গন্ধ নেই

অন্য শহরে পুজো আছে
কিন্তু আমেজটা নেই

অন্য শহরে সন্ধ্যা নামে
কিন্তু মায়ের সাঁখের আওয়াজ নেই

অন্য শহরে বন্দি আমি
আমার আমির ঠিকানা নেই

অন্য শহরে তুমি আছো
শুধু আমার মনের মতো করে নেই 

এ শহর মায়াবী শহর
বেড়াজালে আবদ্ধ স্বপ্ন যত

ভালোবাসা খোঁজে কাজের শেষের অবশাদ
ভালোবাসার শহর ঠিকানা মনের মতো 

-


21 JUL 2023 AT 12:13

ভোর খোঁজে পাখির ডাক।
সন্ধ্যার সাজে শাঁখের ডাক।
আলোর খোঁজে ফুলের সাজ।
গাছের ফাঁকে ঝিকিমিকি লাজ।
পথের বাঁকে তোমার জন্য অধীর অপেক্ষা।
এখনও অজান্তে হঠাৎ চেনা হাতের অজানা প্রতিক্ষা।
শরীরের শহর সাজবে অলঙ্কারের আভূষনে।
মনের পথ থাকবে বসে একলা গলির কোনে।
বাঁচবো দুজন দুটি ভিন্ন শহর হয়ে।
মিলবো আমরা চোখের জলের বন্যায় বয়ে।
আমার গায়ের গন্ধ হারাবে ডেরিভেটিভের সূক্ষ্ম সমীকরনে।
তোমায় আমি সাজিয়ে রাখবো ইন্টিগ্রেশনের কন্সটেন্টে।

-


6 AUG 2022 AT 15:53

আমি তোমার হবো

আলোর দেশে অমিল করে
বন্ধু হবে ঘুমের ঘোরের?
আলো আঁধারের সঙ্গী হবো
দুঃখ সুখের যাত্রী হবো
মন কেমনের কান্না হবো
আনন্দে হাসির কারন হবো
জীবন মরনের উর্দ্ধে উঠবো
খুব রাগে মনের গভীরে ডুব দেবো
একসাথে চুপ করে আকাশ ভরা তারা গুনবো
কষ্ট হলে একসাথে জিলাপি রাবরি খাবো
এতো বড় পৃথিবীতে এক টুকরো ঠিকানা হবো
আঘাত পেলে আদোর হবো
তোমার জন্য হাতে লেখা খোলা চিঠির হবো
ভালো সময়ের সুখ হবো
নদীর ধারের একাকিত্ব ভাঙবো
বিয়ার ঘুমের নেশা হবো
খুব ভোরে ঘুম ভাঙলে চোখের পাতার আরাম হবো
তোমার চোখে ভালো থাকার স্বপ্ন হবো
তোমার মনের ছোট্ট ঘরে এক টুকরো প্রদীপ হবো
আলোয় ভরা শহরের নির্জন হবো
খাতার ভাঁজে শুকনো গোলাপের গন্ধ হবো
তুমি ছেড়ে গেলে তোমার বিরহে ফাঁকা জীবন হবো

-


25 NOV 2021 AT 0:29

The moon is shining in the darkest night.
It just remember me our first day of fight..
The empty long lane and the bright street light.
Our unlimited talk and losing sight of..
The slight breeze in the balcony.
Your funny jokes on fanny..
The floating unnamed cloud.
Your deep eyes make me bowed..
Cigarette in your rustic broken lips.
It’s just a rainy evening and wine sips..
There are lots of thing around this new place.
But I am feverishly searching for your smiling face..
We can’t walk hundred miles.
Let’s make some interesting pages of files..
We can’t get tight hug when we need.
Our stories should be the reason of smiling greed..
We can’t write the tale of fairy.
You are the dry rose in the hidden diary..
Your energy is like unfinishable fuel.
You are the happiness of first time breaking the rule..
You are the reason of looking the canvas in different way.
For the wish for an wonderful life two small hands are ready to pray..

-


11 NOV 2021 AT 12:28

পথ ছাড়িয়ে অনেক দূরে।
বদ্ধ ঘর থেকে তেপান্তরের পরে।
স্বপ্নগুলি আজ অন্য আকাশে মুক্ত।
মাটির রঙে ও গন্ধে নতুন জীবন সুপ্ত।
প্রিয় শহর, আজ স্মৃতির মনীকোঠায় সাজাবো তোমাকে।
পাহাড় নদী জঙ্গলে খুঁজে বেড়াই আমার অন্য আমিকে।

-


28 OCT 2021 AT 23:04

প্রথম দেখা

প্রথম দেখা মেট্রো স্টেশনের সামনে।।অলিভ গ্রীন শার্টে হাপাতে হাপাতে এসে বিদেশি কায়দায় হাতটা এগিয়ে দিলে। প্রথম স্পর্শ তোমাকে। তারপর চেনা পথ তোমার চোখে নতুন করে চেনা। আর মাস্কের আরালে উৎসাহ উদ্দিপনা ভরা চোখগুলোকে দেখে মনে মনে হাসা। Kfc তে প্রথম তোমাকে দেখলাম । পুরোপুরি দেখতে না দেখতেই তোমার আচমকা প্রশ্ন কেমন দেখছো আমাকে? লজ্জা সংবরন করে আমি বললাম আর একটু দেখি পরে বলছি। তোমার সাথে সহজ হতে বেশি সময় লাগেনি। হাসি মজা আনন্দ gossip এ কখন যে বাড়ি আসার সময় হয়ে এলো বুজতে পারিনি। মিথ্যা কথা বলবনা , যখন cigarette খাচ্ছিলে তখন খুব ইচ্ছা করছিলো একবার জরিয়ে ধরে বলি এবার থেকে প্রায়ৈ দেখা হবে তো, এখন থেকে আমরা বন্ধুর থেকে বেশি কিছু। খুব ইচ্ছা করছিলো প্রায় এক বছরের রাগ অভিমান অপেক্ষা কান্না দুঃখ দাবি সব উজার করে দেই ওই ভাঙাচোরা ঠোঁটে। কিন্তু ভয় লজ্জা আমাকে গ্রাস করে ফেলছিলো। পারিনি তোমাকে বলতে তোমাকে চাই। যখন আবার দেখা হবার কথা বলছিলাম তখন পারিনি বলতে থাকবে তো সবসময় পাশে, আসবে তো দৌড়ে আমার এক ডাকে। তুমি কি দেখেছিলে আমি পিছনে তোমাকে খুজছিলাম। তুমি কি বুঝেছিলে আমার চোখের ভাসা। জানিনা আবার দেখা হবে কি না? এই প্রথম দেখার স্মৃতি চিরদিনই মনের মনীকোঠায় সাজিয়ে রাখা থাকবে আমার।

-


16 OCT 2021 AT 19:48

int main()
{
double prem, valobasha, jhiljhila.;
string silsila;
boolean tike_gele;
printf("Enter the value of tike_gele");
scanf("%d",tike_gele);
valobasha=prem;
jhiljhila=valobasha;
if(tike_gele)
printf("%f",jhiljhila);
else
printf("%s",silsila);
}

-


15 OCT 2021 AT 10:37

সমীকরণের সমর ভাঙলো শেষে।
দেখা হলো দুজনের
অপেক্ষাদের চূর্ণ করার আনন্দে ভেসে।
অষ্টমী তে প্রথম দেখা।
এক বছরের অপেক্ষার অবসান।
অনেক হাসি গল্প মজার পরেও
চোখের চাউনিতে অনেক না বলা কথা।
এ এক অন্য বন্ধুত্বের হাতছানি।
সামাজিক দূরত্ব মেনেও কাছাকাছি থাকার দাবী।
মাস্কের আরালে অতি উৎসাহী চোখগুলোর গভীরতায় হারিয়েছি আমি।
এক সমীকরন ভেঙে আমরা অন্য পথের পথিক।
এই পথের শেষ যেনো না হয়।

-


9 OCT 2021 AT 2:59

আজ তোমাকে অন্য মনে হয়।
আজ আবার নতুন করে তোমায় পাই।
আজ পুরানো অভিমানের পাহার ভেঙে অন্য তুমি।
আজ আবার প্রানের পরে তোমায় আপন ভাবার হাতছানি।
আজ তোমার চোখে এক অন‍্য মায়া।
আজ তোমার দুস্টুমি হাসিতে আটক করার ফন্দি।
আজ আমার ছন্দগুলি দিসেহারা।
আজ মনে এক আকাশ দাবি।
আজ নিজেকে অন‍্য লাগে।
আজ শরীর খোঁজে তোমার হাতছানি।
আজ আমার লজ্জারা চোখের পাতায় আকিবুকি আঁকে।
আজ আমার আমি তোমার কাছে উন্মুক্ত।
আজ আমার গল্পগুলো তোমাকে লুকিয়ে বলার আনন্দ।
আজ চেনা গানের সুরে তোমায় খোঁজে মন।
আজ আগের থেকে আলাদা তুমি।
আজ আমার অনুভূতি আর আবেগরা পথ হারিয়ে ফেলে।
আজ ফোনের রিংটোনে শুধুই তোমার অপেক্ষা।
আজ চেনা রাস্তায় তোমার পথচেয়ে অধীর অপেক্ষা।

-


9 SEP 2021 AT 1:35

আজ থেকে অল্প কথা , অল্প সময় রাখা।
আজ থেকে সময় গুলো অন্য যন্ত্রে বাধা।।
আজ থেকে অপেক্ষা গুলোর দাম গেছে কমে।
আজ আমার ঘর নিস্তব্ধ থমথমে।।
আজ আর একসাথে পথ হাটা নেই।
আজ গহন মনে খুজি দুঃখের ঠাই।।
আজ হাতের উপর আলগা হাতের আকীবুকি নেই।
আজ তবুও আমার জামায় তোমার গন্ধ পাই।।
আজ আর সেই বন্ধুকে তোমায় নিয়ে গল্প বলা হলোনা।
আজ আমার মনে তোমার চলে যাবার মূহুর্ত্তের জন্ত্রনা।
আজ স্মৃতির সমুদ্র সৈকতে আমি একা।
আজ তোমার অলীক মুখ অজানা আচ্ছাদনে ঢাকা।।
আজ তোমায় নিয়ে দেখা স্বপ্নরা দিশেহারা।
আজ চেনা পথ ও অজানা অন্ধকারে ঘেরা।।
আজ থেকে আমরা আলাদা দুটি সত্তা।
আজ থেকে আমি তুমি ভিন্ন আত্মা।।
আজ একটাই প্রার্থনা ভালো থেকো।
আজ একটাই অনুরোধ ভুলে থেকো।।

-


Fetching Srabani Patikar Quotes