আমার সবচেয়ে পছন্দের মানুষটা আমাকে আঘাত করলেও আমি তাকে বলতে পারিনা কেন করলে এমনটা? আমার ভেতর পু-ড়ে যায়, আমি ক্ষ-ত বি-ক্ষত হই তবুও ভাবি থাক কিছু না বলি যদি কষ্ট পায়! কষ্ট পাবে ভেবে আমি এমন মানুষকেও ক্ষমা করে দিয়েছে যারা হয়ত ক্ষমা পাওয়ার যোগ্যতাই রাখে না!
আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দেই। আমি অভিশাপ দেই না, আকাশের দিকে চেয়ে রই। আমি অভিযোগ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরুত্ব বাড়িয়ে
দেই।
আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। আমার সম্মান আমার ভালোবাসার চেয়েও বড়। ঘৃণা করা, তর্কে জেতা, প্রতিশোধ নেওয়া এগুলোর চেয়ে আমার কাছে নিরবতাটাই শ্রেয়!
তবে এটা আমার দূর্বলতা নয়, আমি শান্তি প্রিয় মানুষ তাই চুপ থাকি। নিভৃতে সরে আসি। তারা ভালো থাকুক। যাকে অধিকারে রাখি না, তাকে ভালোবাসাতেও রাখি না, ঘৃণাতেও না, তারা আমার কেউ না, কিচ্ছু না!-
জন্মেছিলাম এক বিষণ্ন বর্ষায়,
জলমগ্ন কলকাতা তখন দুর্দান্ত গর্জায়।
অমাবস্যার সন্ধ্যায় যখন ঘড়ির কাঁটা বলে ঠিক ছটা
নাড়ি ছিন্ন হওয়া এক আর্তনাদ সাথে মেঘের ঘনঘটা।
পূর্বমুহূর্তে যখন ডাক্তারদের দাবী বাবার একটি স্বাক্ষর,
"বাঁচাতে পারি মা অথবা শিশু" কঠিন সময় তখন বাকরুদ্ধকর।
বাবা নিশ্চুপ, বর্ষা যেন আহ্বান দিল হিমশীতল এক সন্ধ্যা,
ঈশ্বরের দ্বারে তখন জোরকরে সকল, উড়েছে তব নিদ্রা।
প্রায় ছটা ঘন্টা পার, ওটি তখনও উজ্জ্বল লাল,
হঠাৎ নিভল রাঙা আলো, বাহিরে এলো ড: গার্গী দুলাল।
"চিন্তা নেই, এমন রেয়ার কেস যে দেখা মেলা ভার,
সুস্থ আছে স্ত্রী ও ফুটফুটে কন্যা সন্তান আপনার।"
আশ্বস্থ করল ড:,"বেশ ভাগ্যবান আপনি,পেয়েছেন কন্যা সন্তান,"
বাবার আনন্দে চোখে জল, কাটল দূর্যোগের রেশ ও সকল দুশ্চিন্তার ম্লান।
শ্রাবণের সেই ভরা অমাবস্যার সন্ধ্যায় যখন কাটিয়ে সকল অশনী,
সাধ করে ডাকল বাবা "চঞ্চল" তনয়া "শ্রাবণী"।।
-
“Reading is that fruitful miracle of a communication in the midst of solitude.”
-
May be I don't cry,
But it hurts.
May be I don't always say something,
But I feel things deeply.
May be I don't always show it,
But I do care.-
হোলাম তোমার দৃষ্টিতে চরিএহীন,
নাইবা পেলাম সম্মান।
থাকনা আমার হৃদয়ে,
অব্যক্ত ভালোবাসার অভিমান।।
-
মনখারাপ হোক কিংবা সেদিনের একাকিত্ব,
তোমার উপস্থিতিই বোঝাল বেঁচে থাকার অভিনবত্ব।
প্রতিদিনের দৌড়াত্য যখন সকাল থেকে রাত,
তোমার স্পর্শেই তখন সময় কেটে যাক।
বাড়ির সকলে যখন নিশীথ ঘুমের ঘোরে,
তুমি আমি তখন একাকী ঘরের কোণে।
ব্যস্ততার দিনে যখন কেউ থাকেনা সাথে,
তুমি ছিলে পাশে একাকী নির্জন রাতে।
তুমি আছো,তাই আমি আছি,আছে মনে বল।
বন্ধু তুমি, "বই" , তোমায় ব্যতীত এ যে জীবন অচল।।
-
কারো গল্পের প্রাক্তনী আমি, কারো জীবনের স্বপ্ন।
কারো ভাষায় চরিএহীন, কারো কবিতার
ছন্দ।।-
আমার হয়েও আজ নেই তুমি কেবল আমার,
আবছা সেই বার্তালাপ যা ছিল কোনো একদিন
তোমার-আমার।
ক্ষনিকের বিরহ যে দগ্ধ করেছিল সেইদিন,
ফিরে পেয়েও ভাবিনি পুণরায় হারাতে হবে একদিন।
শুষ্ক হৃদয় থাকবে সেদিনো তোমার প্রতীক্ষায়,
তার কোলে মাথা রেখে যেদিন তুমি অন্যের দোরগোড়ায়।-
Today,
if I'm feeling low,
if I'm feeling bad,
if I'm feeling scared,
if I'm feeling insecure,
if I'm feeling jealous,
I accept that to myself and that's why
I give much credence to my healing power
because it helps to be at least honest with myself.
So, I look at myself and say, "OK, this is what is happening right now.
Just go through with it, it will pass.
Because,
nothing stays, nothing is permanent. "
—Srabani Dutta-