Souvik Sharma शर्मा जी।   (✍️ souvik.)
41 Followers · 15 Following

read more
Joined 22 March 2018


read more
Joined 22 March 2018

অবহেলা যেথায় ভবিতব্য;
অভিমান সেথায় বৃথা কর্তব্য।

-



Zindegi chahe kitna hi jhand kyu na ho Jaye,
Muskurahte rahiye;
Kyun ki...
Abhi aap zinda Hain!

-



Sabne Baat Karna Chor Diya...
Bas Ek Radio Reh Geya Hai;
Jo Saradin Bakbak karta rehta Hai!

Note:Machines Are Our Best Friends,Because They Will Never Hurt You!

-



এত যত্ন সত্ত্বেও আবার একটা পাপড়ি ঝরে পড়লো গোলাপটা থেকে!
জানি কি ভবিতব্য,কি ভবিষ্যত...
কিন্তু একমুহুর্তের জন্য ভীষণ ভয় পেয়েছিলাম!
তারপর...
সংযোগ কিনা জানিনা;কিন্তু তৎক্ষণাৎ রেডিওতে বেজে উঠলো...
"Mahi mainu chhadyo naa
Ke tere bin dil naiyo lagna"

-



জানি আমি খুবই unromantic!
তোমাকে ঠিকমতো সময়টাও দিতে পারিনি😞
আমি শুধুমাত্র এইটুকু বলতে চাই...
জীবনের শেষ বসন্ত পর্যন্ত তোমার হাত টা ধরে থাকতে চাই...
বিকেলের পড়ন্ত আলোয় তোমার সাথে গল্প করতে করতে,হারিয়ে যেতে চাই,
ভারত - পাকিস্তান এর ক্রিকেট ম্যাচ টা একসাথে দেখতে চাই....!!!
কি...কি ভাবছো...???
পারবেনা আমার এই অগোছালো জীবনে নিজেকে জুড়ে নিতে...???
পারবেনা আমাকে নিজের করে নিতে...?
মানছি আমি একটু বেশি খামখেয়ালি...!
বাস্তবের সঙ্গে সম্পর্কটা একটু কম ই রাখি... তাই বলে কি আমাকে নিজের থেকে দূরে রাখতে পারবে...?
উত্তরটা জানা নেই...জানার অপেক্ষায় রইলাম।
#_Happy_propose_day...!!!❤️❤️❤️

-



Main rahoon ya na rahoon,
Tumhare chehre pe...
Yeh muskaan hamesha rahega!

❤️ Promise!❤️

-



ভূত চতুর্দশী,
ঠিক এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি।শুনেছি আজ নাকি তাদের দেখা পাওয়া যায়;যারা পরোক্ষ ভাবে এখনো ভালোবাসে এ জগৎ কে।শুধু এই এক দিনই মনে হয় যদি আজ সব গল্পঃ গুলো,কুসংস্কার গুলো জিতে যেত বিজ্ঞানের থেকে!
জিতে যেত সব যুক্তি তর্কের থেকে!
যদি এমনটা হতো;
তাহলে কি ভালোটাই না হতো।
কিছুক্ষণের জন্য হলেও আমরা একসাথে থাকতাম।কিছুটা সময়তো আমাদের হতো;যা কখনো সম্ভব হয়নি!কতবার ভাবি, জগতের সমস্ত নিয়ম ভেঙে আবার দেখা হবে আমাদের!আবার আগের মতো তোমার প্রিয় ব্যালকনি তে গিয়ে দাঁড়াবো,দুজনে! তুমি কথা বলতে বলতে হারিয়ে যাবে দূরের ওই সবুজ প্রান্তরে।
কতো কি শোনার ছিলো তোমার থেকে,উত্তরে কিছু বলারও ছিলো হয়তো। কিন্তু সেসবের আর সময় কোথায়!
আর বাকি রইলো নিয়ম,সেতো বদলানোর নয়;তাই ফেরা হয়তো সম্ভব নয়। কিন্তু সেই নিয়মমেনে পৌঁছনো তো সম্ভব।সেই পথ যদি কখনো পার হতে পারি.....
সেইদিন তুমি দেখবে প্রিয়;হৃদয়ে অসহ্য যন্ত্রণা আর মুখে একগাল হাসি নিয়ে কেউ আজও প্রতিক্ষারত।

-



সন্ধ্যে হলে নেমে এসো,
তারাদের দেশ হতে...
তোমার আমার দেখা হবে,
চেনা সে অচিন পথে!

-



जीने के लिए...
एक वजह का होना,बेहद जरूरी है।

-



सदियों से एक बंजारा घर की तलाश में भटक रहा है,
ना जाने किस जन्म मैं उसका तलाश खत्म हो‌‌‍‍गा!

-


Fetching Souvik Sharma शर्मा जी। Quotes