Souvik Ghosh   (সৌভিক ঘোষ)
5 Followers · 2 Following

Joined 13 March 2022


Joined 13 March 2022
19 JUL 2022 AT 14:29

একজন অসৎ মানুষকে আমরা সবসময় অসৎ বলে বিশ্বাস করতে পারি। সত্যি বলতে, আমাদের সৎ মানুষদের থেকে বেশি সাবধানে থাকতে হবে, কারণ আমরা জানি না তারা কখন অবিশ্বাস্য কিছু করে ফেলবে।

-


14 JUL 2022 AT 16:28

যদি তুমি কাউকে বদলাতে না পারো, তাহলে তাকেই বদলে ফেলো ।

-


22 MAR 2022 AT 11:57

জীবন পছন্দের একটি সারি।
তার মধ্যে থেকেই আমাদের একটি বেছে নিতে হবে এবং জীবন তৈরি করতে হবে।
পছন্দটি সঠিক কিনা তা শুধুমাত্র সময় বলতে পারে।
~ সৌভিক ঘোষ

-


15 MAR 2022 AT 2:52

সর্বদা তোমার হৃদয়ের কথা শোনো এবং স্বাধীনভাবে বাঁচো। তোমার জীবন এমনভাবে বাঁচো যাতে কোনও অনুশোচনা না হয়।
~ সৌভিক ঘোষ



-


13 MAR 2022 AT 18:15

আমি যদি কাউকে পছন্দ করি, তার মানে এই নয় যে তাঁকেও আমাকে পছন্দ করতে হবে।  ভালোবাসা কোনো ব্যবসা নয়। অনুভূতি দেওয়া এবং নেওয়ার কোনো চুক্তি নয়।।
~ সৌভিক ঘোষ

-


13 MAR 2022 AT 1:31

বাঁশ গাছ খুব খাড়া, তাই দমকা হাওয়ায় সহজেই ভেঙে যায়।  কিন্তু যতই ঝোড়ো হাওয়াই হোক না কেন, ঘাস সবসময় ঘুরে দাঁড়িয়ে উঠে।
তুমি বাঁশের মতো সোজা হয়ে কাজ করতে পারো, কিন্তু প্রয়োজনে তোমাকে ঘাসের মতো ঝুঁকে আবার উঠে দাঁড়াতে হবে।।

-


Seems Souvik Ghosh has not written any more Quotes.

Explore More Writers