যদি এমন হত, এই বর্ষাতিতে,
যখন মন জমিতে অভিমানের ছাতায়
তুই তুই গন্ধ... আসবি কি..
না,এই চ্যাটবক্সে না,
হঠাৎ ডিং ডং কলিংবেল বাজিয়ে,
ডার্ক কফি ভর্তি মাগ হাতে..
-
🎂17'th October,1995,
📚Kumar Ashutosh Institutions (Main) Boys',
🎓Mechanical Engine... read more
সবই যদি quote হয়
তবে শূন্য ডায়েরি নিয়ে কি করবি...
কিছু কথা লুকাতে শেখ,
আবেগ গুলো বাঁধতে শেখ...
-
#শেষবেলা ২
গড়িয়াহাটের ভিড়ে অনিমেষ ২ বছরের ফ্রেন্ডসজোন
সম্পর্ক্যের ইতি টানল, মনে মনে নিজেকে বোঝাল আর না,অনেক হয়েছে এই ভাবে আর যাই হোক কোন সম্পর্ক্য গড়ে না, রাসবিহারী গামী অটোতে বসে ভাবল আমাকে কঠোর হতেই হবে,ভুলতেই হবে চিরতরে..!!
সেই মত,
বাড়ি ফিরে নিজের ঘরের লাইট অফ করতেই.. অনিমেষের সব আত্মবিশ্বাস হারিয়ে গেল.. চার 'দেওয়ালে' ওর দম বন্ধ হয়ে এল,নিজেকে বোঝাতেই পারছে না, যে সে ঠিক কাজ করেছে, এই দেওয়ালের ইট গুলো বদ্ধচিত্তে বলতে লাগল ফিরে যা এই
'Take as a granted' জীবনে।
-
মাছ তো বাজার থেকে এনেও খান,কিন্তু
অ্যাকোরিয়ামের মাছ মারা গেলে কি ভেজে
খাওয়া যায়, তেমনই..
বন্ধুরাতো জীবনে আসে আর যায় তবে
কিছু বন্ধুর হঠাৎ বদলে যাওয়াটা মনকে
কষ্টটা বেশিই দেয়...।
-
ক্লান্ত চোখের ঘুম কেড়েছে,
এই অস্হির মন,
স্তব্ধ রাএি, একলা আমি
আঁধার মাখানো মুখ,
উত্তাল শ্বাস শরীর জুড়ে
ঘরময় অন্ধকার,
আবেগের আদরে প্রেম যেন
আজ শুন-শান তপোবন
-
চেনা মুখ, আচেনা আবেশ #২
এই ভাঙা মনে নিয়ে এলে
আবেগ উষ্ণপ্রবাহে,
পাগলি মেয়ের স্বচ্ছ মন
যুক্তবাদী ঝগড়াতে,
তবে তাঁর প্রেমের ভেলা
ভাসছে অন্য গহ্বরে
ভুলে গিয়ে ছেলেবেলার
কুমিরডাঙা-চোরপুলিশ খেলাতে,
সচেতন আজ পরিনত আজ
আঁকড়ে ধরে পথ,
অন্ধকার পেরিয়ে আলোয় এসো
কামনা এটাই আমার,
সেদিন ভোরের কাক হয়ে জানাব
তোমায়,আমি ভাল আছি
তুমি 'ভাল থেকো' ।।
-
বেকারত্ব
বেকার আমি বেকার পরিচয়,
বিমল আমার মন,
সময় কাটে অনলাইনে,
জতুগৃহ ফোন,
স্বপ্ন আছে,'খরচ' আছে,
জীবনমুখী স্রোতে,
ইচ্ছে গুলো হারিয়ে যায়,
ধুলো পরা কাঁচে,
তবে গ্লানিবোধটা নিষ্ঠুর বড়ই,
আন্তজ্বালা পাতালে।-
তখনই কিছু উড়ো পাখি,
ভালবাসার বার্তা নিয়ে আসে,
যখন কেউ নিজের একাকীত্বকে
চাদরে মুড়ে ফেলে..আর
মনের কোনে জমানো মেঘ
তখনই বৃষ্টি নামায়, যখন
কিছু মুহূর্ত নিয়ে দিনের পর দিন
কেটে যায়। শুধু ঝড়ে পরে কিছু
প্রেম জীবনকাল হতে।
-