ভালো করে লক্ষ্য করে দেখো আছি তোমারই পাশে;
আছি সেই প্রত্যেক জলকণা তে যা তোমার স্নিগ্ধ কোমল হৃদয় কে ছুঁয়ে যায়;
আছি সেই বুকভরা ভালোবাসা নিয়ে মেঘের কোনায় লুকিয়ে যার দীপ্তি রামধনু হয়ে ফুটে ওঠে বৃষ্টির পর;
আছি সেই বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধে যার ঘ্রান তোমার হৃদয় শীতলতার প্রলেপ বুলিয়ে দেয়;
দেখো তো, খুঁজে পাচ্ছ আমায়?-
শহর এ ফিরলাম অনেকদিন পর,
বেশ ভালো লাগলো।।
পুজোর সময় কার না ভালো লাগে এই পছন্দের শহর টা কে।
চাকরিজীবনের সেই একঘেয়ে জীবন থেকে মুক্তির সেই অনুভূতি অনবদ্য ।
হাওড়া স্টেশন এর সেই কোলহল, চারিদিকে চেনা ভাষার ধোনি, শুনলে বেশ মনে হয় ঘরে এসছি।
খেটে খাওয়া মানুষদের ঘাম এর গন্ধ, পুজোর রাতে সুসজ্জিত হাওড়া ব্রিজ, আর ফেরার পথে অহিরিটোলা, কুমারটুলির সেই প্যানডেল দেখলে একটা অন্যরকম অনুভূতি হয় ।
শ্যামবাজার পাঁচ মাথা মরের নেতাজির সেই মূর্তি,
হাতিবাগানের সেই ট্রামলাইন, সেই চেনা ট্রাফিক জ্যাম, বাল্যকালের কত অগুন্তি স্মৃতি, একে একে সব ধরা পরে যায় মনের ক্যানভাসে ।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র র গলায় মহালয়ার সেই দেবীর আগমনী বার্তা দিযে শুরু করে দেবীপক্ষের অন্তিম যাত্রা পর্যন্ত সেই শহর এর টানটান উত্তেজনা, পুরো বিশ্বের বাঙালিদের হাতছাঁনি দেয়।
চেনা মানুষদের সাথে পুনরায় আলাপ হওয়া, তাদের সাথে ঘুরতে জাওয়া, যেন পরবর্তী এক বছরের সেই ক্লান্তিময় চাকরিজীবনের অক্সিজেন হয়ে দারায়।
এখানকার মানুষরা টাকা পয়সার চেয়ে বেশি গুরুত্ত দেয় সম্পর্ক কে, খুশি খুঁজে নিতে জানে ১০ টাকার ফুছকা বা ৫ টাকার একটা ছোট্টো জিলিপির মধ্যে।
হয়তো সেই ভালোবাসাই প্রতি বাঙালি কে টেনে আনে শরত কালের এই শুভ লগ্নে।
আমিও এলাম, কয়েকটা দিন কাটিয়ে গেলাম,
" আবার অসিবো ফিরে ধানশিরটির তীরে, এই বাংলায় " এই অঙ্গীকার করে ।❤-
খুঁজেছি সেই অপরিচিত জনস্রোত এর মাঝে তোর সেই হাসি;
যা আমার বেঁচে থাকার প্রেরোনা;
খুঁজেছি সেই কোলহল এর মাঝে তোর সেই কণ্ঠ;
যা শুনলে হৃদয় তৃপ্তি পায়;
খুঁজেছি সেই সমস্ত জিনিস এ তোর ছোয়া;
দিনান্তে ক্লান্ত পথিকের যা হলো আশ্রয় এর ঠিকানা;
কই তুই? পাচ্ছি না যে তোকে খুঁজে;
আছিস আমি জানি, হৃদয়ের মাঝে যা রোজকার নিয়ম এর মাঝে সুপ্ত হয়ে আছে;
সুপ্ত তবু লুপ্ত নয় সেই অনুভূতি;
সুপ্ত আগ্নেয়োগিরীর লাভা হয়ে বেরিয়ে আসে অশ্রু যখন একাকীও গ্রাস করে আমায়;
চিত্কার করে প্রশ্ন করতে ইচ্ছে করে,
"তুই কোথায়?"-
হারিয়ে গেছে সেই সময় যখন মনের দু্খে তোকে জড়িয়ে ধরে কত কেঁদেছি সেই কলেজ এর রকে বসে;
হারিয়ে গেছে সেই সময় যখন তোকে জরিয়ে ধরে সেই রকে বসেই আকাশের কত তারাই না গুনেছি;
হারিয়ে গেছে সেই রোজ রাতের খানিকক্ষণ এর দেখা যে দেখা তে পুরো দিনের ক্লান্তি হয়ে যেত দূর;
এখন দুজন দুই শহরে, এখন আর রোজ দেখা হয় না, রাতের বেলা সেই রকে বসে প্রেম ও হয়না;
কিন্তু তোর প্রতি প্রেম বিন্দু মাত্র কমেনি আজও;
দূরত্ব বেড়ে গিয়ে যেনো কাছে আসার ইচ্ছাও বাড়িয়ে দিয়েছে;
প্রতি খনে এখনো সেই সময় গুলোর কথা ভাবি আর ভাবলেই মন আনন্দে ভরে ওঠে;
এখনও আমার বুচি কে আমি ততটাই ভালবাসি যতটা আগে বাসতাম❤-
Capture those moments before they slip away;
Into the fading sunset of the day;
Where the light in the horizon breathes a sigh of relief into the haunting darkness of the night;
Capture them before they run away;
Into the vortex of time;
Where there's nothing to cherish except some wonderful memories;
Enjoy them before its too late;
For time waits for none;
Love them before its too late;
For they are the sole things to look forward to in this mundane world;
Hold them as your own,
So that the happier ones overshadow the tougher ones.. ❤❤
-
কবে হলি এত বড়!?
নিজের কষ্ট চেপে রেখে অন্যকে ভালো রাখার জন্য কবে থেকে শিখলি এই ত্যাগ স্বীকার?
কোথা থেকেই বা শিখলি!?
আঙুলের ফাঁক দিয়ে কবে হয়ে গেলি এত বড়?
এই তো কিছুদিন আগেও সেই কথা বলিনি বলে কতই না করলি ঝগড়া,
আজ হঠাৎ নজরকাড়া পরিবর্তনের ছড়া!?
বড় হয়ে গেছিস তুই, আমি বুঝতেও পারিনি,
তুই আমার পথের সাথী, তুই আমার নেত্রমনি।
চিরদিন রাখিস তোর স্নিগ্ধ ছায়ায়,এই করি আবেদন;
আশা করি ভবিষ্যতেও রাখবি তোর বুকে আমায় চিরন্তন।-
Running out of time, brother!
(Refer to the caption for the entire poem)-