মৃত দেহ নিয়ে ওরা যায় চলে
ভবিতব্য তবে নই অজানা।
ইচ্ছে ছিল আবার দেখা হবে
আগন্তুক হলো এই পরোয়ানা।
নিথর দেহের আলতা পায়
ভালোবাসা মাখা আতর ছড়ায়।
ক্লান্ত দুচোখে এবার বিশ্রাম চাই
অজানা পথে পাড়ি জমালাম তাই।-
-: "বৃষ্টির" ইতিকথা :-
এই বৃষ্টির প্রতিটি ফোঁটায় লুকানো আছে কত শত খুঁনসুটির কথা, কত আনন্দময় অশ্রুজল, কত হৈ হুল্লোড়। বৃষ্টি মানেই তো গরম খিচুড়ি আর সাথে বেগুন ভাজা, যেনো একটা পারিবারিক ছোট্ট অনুষ্ঠান। আজ সময়ের ব্যস্ততা এতই বেড়েছে পারিবারিক বিভেদের সাথে সাথে খিচুড়ির সাধেও কেমন তিক্ততা চলে এসেছে। আজ আর তেমন উচ্ছাসিতা নেই, আপন মানুষ জন যারা, হয়তো কোনো একসময় এমন দিনে রাগ অভিমান ভাগ নেওয়ার জন্যে সর্বদা প্রস্তুত ছিল, কোনো সময় যারা অত্যন্ত আপন হওয়ার পদে মর্জিত ছিল তারাও আজ বহুদূরে। আসলে এমন বৃষ্টির দিন আসলে এক একটা আস্ত স্মৃতির ভান্ডার, কাছে নেই তবুও যেন খুব কাছের কিছু মনে করিয়ে দেয়, না চাইলেও যেন একটা অমলিন হাসির ঝলক বা কিছু অশ্রুকনা অচকিতে ঝিলিক দিয়ে ওঠে। দিনের অতিক্রান্ত পথে যেন কিছুক্ষনের সাহারা হয়ে ওঠে এই বৃষ্টি। অনেক সময় কথা টা বলা প্রাসঙ্গিক হয়ে ওঠে যে "স্মৃতি বড়ই অদ্ভুতুড়ে চাইলেও ভুলতে পারিনা, আর মনে না করতে চাইলেও মনে পড়ে যায়"।
যারা এমনি কিছু হারিয়েছো বা সমস্ত কিছুই আছে যার, তাদের সকলকে বৃষ্টি মুখর দিনের শুভেচ্ছা ।
সকলের দিনটি শুভ সূচক হোক।-
Uski khamoshiyan to sab kuch bayan kar gayi....
Hum to kambakht nikle,
Na jane kya ho gaya, baaton baaton mai ankh var ayi..-
Uski galti Nehi hai yr.......
Dard hum ne khud chuni hai
Bewafa hum ne khud ko ki hai
Pata nehi yeah ajib si halchal keya hai
Choth use aa jaye to ansu hamare var jate hai...-
ভালো যদি বাসতে হয়, যত্ন করেই বেসো।
কৃষ্ণ যদি সাজতেই হয়, তুমি মীরার সাজে এসো।-
Achhe the hum
ek arsha ho gaya....
Bas Payar kar baithe
Galat fahmi ka ahsas Ho gaya...-
ভালোবেসে ফেলেছি
নিজেকে হারিয়েছি ক্রমাগত।
দিনের শেষে ভাবতরঙ্গে
তুমি অন্য উপন্যাসে মত্ত।-
মূল্যহীন বাজারে, অযথা নিলাম তোমার
মূল্য যখন নিম্নগামী, বৃথাই অভিমান হাজার।-
ফেলে আসা স্মৃতিতে, ছেড়া পাতার উপন্যাসে হাস্য কৌতুক আলাপন দেখেছো কি ?
জোনাকির জ্যোৎস্নায় ছায়াবিম্ব যেমন আলো আঁধারী খেলায় আপন প্রতিবিম্ব খোঁজে,
তেমনই ভালোবাসার স্মৃতির মলাটে আপন অস্তিত্বর দিবাভ্রম ঠিক মরীচিকাতেই সাজে।-
বিদায় যাত্রা শুভ হোক মা
আমার তো আর কেউ শুনলো না।
শেষ থেকে শুরু না, শুরু টাই শেষ,
মাগো তুমি আমায় আগলে রাখলে বেশ
শেষ টাই তাহলে,
রাখলে কেন এই বিষাদের রেশ।
-