জ্ঞান বাড়ে, বাড়ে দুঃখের বোঝা
সত্যে আপোষ আনে বিবেকের দংশন ,
চ্যূত হওয়া, আজ অতি সোজা
শিঁরদাঁড়া ঋজু রাখে কজন ?-
Sourav Das
(সৌরভ)
204 Followers · 126 Following
Joined 9 December 2017
12 MAR 2023 AT 18:19
14 SEP 2022 AT 19:07
The illusion in the name of modernity makes our mind poisoned and paralyzed silently...
-
15 JUN 2022 AT 20:13
তোমার প্রেমের অপার ছোঁয়ায়
জীবনভর ঋণী করলে আমায়,
ভিজিয়ে দিলে সুখ বৃষ্টিধারায়
বিচ্ছেদ যে ভ্রান্ত, সত্যি ভালোবাসায়৷-
22 MAY 2022 AT 14:57
ক্লান্তির ছায়াঘেরা দুটি চোখ
তবু ঘুম এসে ফিরে যায় হতাশায়,
দরজা ঠেলে প্রবেশ যেন নিষিদ্ধ
কেটে যায় রাতের পর রাত বিনিদ্রায়৷
চেনা মানুষের মলিন ছোঁয়ায় বেআব্রু শরীর
ক্ষতের পলি স্তরে স্তরে জমা হয় হৃদয়ে,
অভিমানগুলো নীরব ঘৃণা হয়ে ঝরে পড়ে
কান্নায় ভেজা মন, মেকি হাসি মেখে নেয়৷
আমি নারী আমি কেবলই শরীর!
ঘরে-বাইরে আজও কোথাও ভোগের উপকরণ,
অনুভূতিগুলো হয়ে যায় পদদলিত
বুকের মাঝে শোনা যায় ভাঙনের অনুরণন৷
-
22 MAY 2022 AT 13:25
বদলে যাচ্ছে সময়, পাল্টাচ্ছে সামাজিক চালচিত্র
বদলায়নি আমার অনুভূতিরা, যার আদ্যপান্ত জুড়ে শুধু তুমি৷-