কাল মা কে দেখালাম, এই দেখো এটা চন্দ্রযান ৩
মা বললো - একটা শুভ কাজে যাচ্ছে, যান কি? বলতে হয় আসুন...
ইসরো কে মেইল করেছি পরের বার "চন্দ্র আসুন ৪" লঞ্চ করতে...
-
রিপোর্ট বলছে -
পশ্চিমবঙ্গে বেকারদের মধ্যে ৯৯% পুরুষ...
মেয়েরা এখন আর বেকার নেই,
হয় চাকরি করে নয়তো মেকআপ আর্টিস্ট 🙈-
সত্যিই বাঙালিরা দূরদৃষ্টিসম্পন্ন -
কলকাতার Temperature 30°C হলেই শিয়ালদহ স্টেশনে উট দেখতে পায়, আবার temperature 15°C হলেই চা এর দোকানে পেঙ্গুইন দেখে ফেলি...-
ইকো-পার্ক, সাইন্স সিটি ঠিক আছে,
কিন্তু লোকজন স্টেটাস দিচ্ছে -
"ফিলিং এক্সসাইটেড ইন আলিপুর জেল"-
বাঙালির আবেগ কি জানো?
ভোর চারটেই ঘুম চোখে উঠে রেডিও চালিয়ে -
"ভদ্র-লোকের এক কথা" শোনা...-
☔️ঝোড়ো কবিতা 🌩️
অবাধ্য সেই জানালাগুলো, প্রশ্রয় ভেজা হাত,
দু-এক ফোটা বৃষ্টি, ব্যাস! ঠান্ডা লাগার ধাত,
কালোর চেয়েও কালো আকাশ,
চিনি ছাড়া কি করে চা খাস?
নিম্নচাপের বুকপকেটে ভীষণ বজ্রপাত...
অবাধ্য সেই ব্যালকনিতে, দুপুর ভাঙা রাত...
কাঁচের দেওয়াল, অলস ফোঁটা,
ল্যাপটপ ছেড়ে ব্যোমকেশ গোটা,
মরচে জমা গ্রিলের গায়ে স্মৃতির গিরিখাত,
একমুহূর্তে ছোট্টবেলার বিশ্ময় ভেজা হাত....-
রাস্তা চেনো না,তবুও জেদ,পেছন ঘুরে দেখছো না,
ৱ্যানডাম ঢেউ,এলোচুলে কেউ,সবাই আমার এক্স তো না,
বৃথা তারপর ঝগড়াঝাটি,
হাইপো কাস্তে,ভাইপো মাটি,
নামের গঠনে সংশয় মাখো,ঘামের শরীরে Rexona ||
-