একদিন আমিও হেটেছি পথে ;
ক্লান্তি বিহীন নির্জনতায় মিশে।
অন্ধকার গলির নিশিদ্ধ পল্লিতে,
আর মুখোশধারী পতিতাদের জনসমুদ্রে।।
নির্জন মেঘের ভীড়ে - ক্লান্ত পাখির নীড়ে,
ফুটপাতে কাদে শিশু জীবন বাচাবার লড়াইয়ে।
তবুও জননীর ঘরে ফেরা হয়,
বোরখা- সিন্দুর মাখা জনতার ভীড়ে ;
শৈশবের ফুটপাত বাসিনী শিশুটি কেবল,
পতিতার পরিচয় পায়।।-
"পৃথিবীটা গোল" ধারণাটা বুকে পুশে রাখার নামই জীবন।
দেখা হবে বন্ধু একদিন ; হিসেবটা না হয় মেলাবো তখন।।-
আমি বদলে দিতে জানি ,
পূর্ণিমা রাতে,
তোমার পাশেতে বসে,
হাত রেখে হাতে,
স্বপ্ন দিয়ে,
ঘুম এনে ঐ চোখে,
আলতো ঠাই দিতে পারি,
লোমশ বুকে।
লিখিত ইতিহাসের অলিখিত পাতাখানি,
আমি একনিমিশেই বদলে দিতে জানি।।
দমকা হাওয়ার সাথে এসে ,
তোমার পাশে কিছুক্ষণ বসে ,
ঐ চোখে,
অনুভুতির জল ঝরাতে পারি ।
যে বাধনে বেধেছিলাম,
কোনো এক নিসুতি রাতে,
স্বপ্নময় আবেগে,
সে বাঁধন ছিঁড়ে,
একদিন হঠাৎ,
চলে যেতে জানি।।-
দুই লাইন কম বোঝা,
দুই লাইন কম বলা,
স্বাস্থের জন্য উপকারী .....
দুই লাইন বেশী বোঝা,
দুই লাইন বেশী বলা,
স্বাস্থের পক্ষে ক্ষতিকারী....
বিঃদ্রঃ - অল্প বিদ্যা ভয়ংকরী-
নিখোঁজ ধোঁয়া আর তোমাকে
না বলা সে গল্পের চিঠি
ছিনতাই করে বাতাসের ঢেউ;
আমাদের সবার এমন গল্প আছে
জানে না তো কেউ!-
TV-তে নিউজটা দেখে বেশ অবাকই হলাম ; এদেশের কিছু সুন্দরী শিক্ষিতা যুবতী নাকি দামি লিপিস্টিক আর পোশাকের জন্যে পার্টটাইম পতিতাবৃত্তির কাজ করে।
জানিনা ইহা সত্য কি না! তবে সত্য না হওয়াই ভালো।
সত্য হবে বিদ্যাসাগর - রামমোহনের গায়ে কলঙ্ক লাগবে। সমাজ সংস্কারের ফল যদি ২০২১-শে এই হয় ২১২১ এ কি হবে!
ভবিষ্যতে মা শব্দ কলঙ্কিত হবে না তো। মা বলতে লজ্জা লাগবে না তো!!!-
যে সময় এখন থমকে আছে, সে সময় একদিন দমদেওয়া ঘড়ির মতো হঠাৎ চলতে শুরু করবে।
যতদিন সেটা না হচ্ছে ততদিন খারাপ সময়।
যে দিন অনুকূলে থাকবে ঘড়ির কাটা, সেদিন পৃথিবীর সবকিছুই অনুকূলে চলে আসবে।
সেই অপেক্ষায়, সবার মতো আমিও। কয়েকজনের থেকে একটু আলাদা ; কারণ আমি সঠিক সময়ের জন্য প্রতিক্ষা করি।কারণ, আজ পর্যন্ত সময় আমাকে নিরাশ করেনি।-
যেদিন কমবে তাপ নীল সূর্যে,
যেদিন বৃষ্টি ধারা ঝরবে গগণে,
যেদিন ঝড় বইবে বিবাগী মনে,
সেদিন রাত নামবে শুষ্ক ঠোঁটে।।
যেদিন রাগ মিশবে অনুরাগে,
যেদিন শীত বইবে গ্রীষ্মের দুপুরে,
যেদিন চর জাগবে নদীর বুকে,
সেদিন প্রেম ভাসবে সিক্ত চোখে।।-
তার প্রতি যে ঋণের বোঝা,
কাগজের খাতার পাতায় তা ধরে না।
তবু তার বৃথা চেষ্টায় কলম ভোতা,
কেন তবে প্রতিসাম্যের চিন্তায় নষ্ট মাথা!!-